ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পূর্বধলায় ইউএনও রেজওয়ানা কবির নিরলসভাবে একাই সামলাচ্ছেন ৯০টি পদের কার্যক্রম


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ১:৪৫

নেত্রকোণার পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির একাই সামলাচ্ছেন উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের ছোট বড় প্রায় ৯০টি পদের কার্যক্রম। আর এসব কাজ করতে গিয়ে দিনরাত তাকে নিরলসভাবে সময় দিতে হচ্ছে। নিজ কর্মছাড়াও এই বিশাল কর্মভার সামলাতে গিয়ে মাঝে মধ্যে কিছুটা ব্যত্যয়ও ঘটছে।

অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার পর কিছুদিন যেতে না যেতেই উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়েছে। ফলে বিভিন্ন দপ্তরের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে যে সকল কাজ উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পালন করতেন, তারা না থাকায় সব কমিটির দায়িত্ব পড়ে ইউএনও’র কাঁধে। এছাড়া উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সাধারন শিক্ষা ও মাদ্রাসা মিলিয়ে সরকারি বেসরকারী প্রায় ৬৭টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের দু-একটিতে এডহক কমিটি থাকলেও বাকী গুলোর দায়িত্ব পালন করতে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারকে।

এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বিলে স্বাক্ষর, নাম সংশোধন আবেদন, উচ্চতর বেতন স্কেল আবেদন, প্রতিষ্ঠানের আয়-ব্যায়সহ যে কোন রেজুলেশন দেখভালসহ স্বাক্ষর করতে হয় ইউএনওকে। তাদের ফাইলপত্রও দেখতে গিয়ে কোন প্রতিষ্ঠানে সমস্যা থাকলে অনেক সময় বাড়তি সময় দিতে হয়।

এছাড়া আইন শৃঙ্খলা কমিটি, মাসিক সমন্বয় সভা, উপজেলা শিক্ষা কমিটি, জাতীয় মহিলা সংস্থা, কৃষি উন্নয়ন, প্রতিবন্ধী ভাতা, হাট-বাজার ব্যবস্থাপনা, বয়স্ক-বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান, মাতৃত্বভাতা, চোরাচালান প্রতিরোধ, এনজিও সমন্বয়, টেন্ডার, টিআর-কাবিটা, স্কাউট, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন নিলাম কমিটির দায়িত্ব পালন, উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষন, জলমহাল ব্যবস্থাপনা, ভ্রাম্যমান আদালত, উপজেলা সেচ সংক্রান্ত কার্যক্রম, জন্মনিবন্ধন সংশোধন কার্যক্রমসহ সরকারি দপ্তরগুলোর কমিটি এবং বিভিন্ন দিবস উদযাপনের দায়িত্বও পালন করতে হয়। এসব কাজের বাইরেও যে কোন অদ্ভুত পরিস্থিতি সামাল দেওয়া, অভিযোগ নিষ্পত্তিসহ যে কোন জনগুরত্বপুর্ন কাজ সামলাতে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারকে। গত ছয় মাস সহকারি কমিশনার (ভূমি) প্রশিক্ষণকালীন ছুটিতে থাকায় দুই সপ্তাহ আগেও সেই দপ্তরের কাজ ও সামলাতে হয়েছে তাঁকে, প্রশিক্ষণ শেষ করে সহকারি কমিশনার ভূমি নিজ দপ্তর সামলাচ্ছেন। এসব কাজ করতে গিয়ে অনেকটা গলদঘর্ম অবস্থা ইউএনও’র।

এমএসএম / এমএসএম

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী