ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে গেল ফেরি


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ২:৩৪

ইতিহাসের মাহেন্দ্রক্ষণে "সন্দ্বীপ"। হাজার বছরের দুঃখ দুর্দশা লাঘবের দিন আজ।সন্দ্বীপের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তনের এই দিন আর কখনো আসবেনা বলা চলে।কারন সন্দ্বীপিরা স্বাধীনতার ৫৩ বছর পর মধ্যযুগীয় যাতায়াত ব্যবস্থা থেকে মুক্তি পেয়ে আজ আধুনিকতার যুগে পা রাখলো।সন্দ্বীপে ফেরী উদ্বোধন কালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপরোক্ত কথা গুলো বলেন। পাশাপাশি সন্দ্বীপে সাবমেরিনে বিদ্যুৎ সংযোগের পর সন্দ্বীপের ইতিহাসে এতো বড় আনন্দের দিন আজই প্রথম।কারন নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রাম জেলাধীন বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌপথে ফেরি সার্ভিস-এর শুভ উদ্বোধন হলো আজ ২৪ মার্চ  সোমবার ।এই ফেরী সার্ভিস উদ্বোধন করলেন
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।এই আনন্দ যজ্ঞে 
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার  সকালে সাত উপদেষ্টা সহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা বাঁশবাড়িয়া ঘাটে এসে উপস্থিত হয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠানে করেন পরে ফেরি করে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে এসে সন্দ্বীপ অংশেও একটি উদ্বোধনী অনুষ্ঠান করেন। এরপর এই উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সুধী সমাবেশের  আয়োজন করা হয়েছে।তাতে যোগ দিতে সন্দ্বীপ এসেছেন অন্তবর্তীকালীন সরকারের ৮ উপদেষ্টা সহ সর্বমোট  ১২০জন হাই প্রোফাইল অফিসার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়য়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম বীর প্রতীক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ ফরিদা আখতার, মাননীয় প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী ও মাননীয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

সুধী সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দের আসন গ্রহণ শেষে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।এরপর 
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করার পর স্বাগত বক্তব্য রাখেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা চেয়ারম্যান বিআইডব্লিউটিএ, সভাপতির বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ
 বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্ঠাআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,উপদেষ্টা,সৈয়দা রিজওয়ানা হাসান, মুহাম্মদ ফাওজুল কবির খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।সব শেষে ধন্যবাদ বক্তব্যের পুর্বে জুলাই বিপ্লবের অভ্যুথ্বানে নিহত ২ শহীদের পরিবারকে নগদ ১০ লক্ষ টাকা করে অনুদানের চেক বিতরনের মাধ্যমে সভার সমাপনী  বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।

সভায় অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, ফেরি সার্ভিসের উদ্বোধনের মধ্যদিয়ে মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষের নিরাপদ ও সহজ নৌ যাতায়াত নিশ্চিত হচ্ছে। ফেরি সার্ভিসের মাধ্যমে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম এবং সন্দ্বীপ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে। কাঁদা মাটি ও কোমর পানির যুগ পেরিয়ে ফেরির যুগে পদার্পন যেন সন্দ্বীপের ইতিহাসের সবচাইতে সেরা ক্ষণ।

এমএসএম / এমএসএম

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল