বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি নিটোর ইফতার মাহফিল অনুষ্ঠিত
গভীর ভাব গম্ভীর্যের মধ্য, দিয়ে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি (BOS) উদ্যোগে ২৪ শে মার্চ সোমবার বিকাল ৪ টা সময় রাজধানীর শেরে বাংলা নগর নিটোর ঢাকা সার্ভিস বিল্ডিং ষষ্ঠ তলা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, সদস্য,চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ,নির্বাহী পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃহারুন আল রশীদ সভাপতি ডক্টরস এসো সিয়েশন অব বাংলাদেশ।ড্যাব,অধ্যাপক ডাঃ মোঃআব্দুল, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সদ্য সাবেগ মহাসচিব এছাড়া অন্যান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম সভাপতি ন্যাশনাল ডক্টরস ফোরাম এলডিএফ,অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন সেক্রেটারী জেনারেল ন্যাশনাল ডক্টরস ফোরাম এলডিএফ। উক্ত দোয়া ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃমোঃ আবুল কেনান, আহবায়ক বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি (BOS) পরিচালক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান নিটোর ঢাকা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ ইরফানুল হক সিদ্দিকী সদস্য সচিব,ও কোষাধ্যক্ষ ডাঃ মোঃ জহুরুল ইসলাম। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি (BOS)।প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাঃফরহাদ হালিম ডোনার বলেন আন্দোলনের সময় যাদের দেখেছি এখানে তাদের অধিকার অংশই উপস্থিত। আপনারা জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের শক্তি যে অভূত পূর্ব ঐক্য দেখিয়েছেন, অসাধারণ এই মুহূর্তে আমাদের ঐক্যই প্রয়োজন।ঐক্য থাকলে আমরা আমাদের লক্ষ অর্জন করতে পারবো।সভাপতির বক্তব্যে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস)আহবায়ক অধ্যাপক ডাঃমোঃআবুল কেনান বলেন গত১৫/১৬ বছর যারা বঞ্চিত ছিলেন, সামনের দিনে সংগত কারনে তারা অগ্রাধিকার পাবেন।আমাদের মধ্যে বিভাজন না রেখে আসুন ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। এই মুহূর্তে ঐক্য প্রয়োজন। আরো বক্তব্য দেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃহারুন আল রশীদ,নিটোর শাখা ড্যাবের সভাপতি শামসুল আলম ডাঃ।এছাড়া আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল
লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!
গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ
তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার
গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
নীল অর্থনীতির স্বপ্নভঙ্গ: বিশ্বব্যাংকের হাজার কোটি টাকা ফেরত, উপকূলবাসী বঞ্চিত—ব্যর্থতার দায় কার?
রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ডিএমপিতে অভিযোগ