রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঈদে ভোগান্তিতে ঘরমুখী হাজার হাজার মানুষ

কুড়িগ্রামের রৌমারীতে নাব্য সংকটে তিন মাস ধরে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলচাল বন্ধ রয়েছে। এ কারনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ভোগান্তিতে পড়েছো। এ ছাড়া ফেরি চলাচল বন্ধ থাকায় প্রতি মাসে প্রায় সাড়ে ১২ লাখ টাকা গচ্চা যাচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, নাব্য সংকট দেখিয়ে খননের নামে ব্রহ্মপুত্র নদের বালু বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছে বিআইডব্লিউটি এর একটি চক্র। আবার নাব্য সংকটে ফেরিচলাচল বন্ধ থাকায় চক্রটি নৌকার মালিকদের সঙ্গে যোগসাজশ কওে কমিশন বাণিজ্য করছে বলেও একাধিক সূত্রে জানাগেছে। এ ছাড়া মাসের পর মাস ফেরি চলাচল বন্ধ থাকায় কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।
খোঁজ নিয়ে জানা গেছে, চিলমারীর রমনা ঘাট থেকে রৌমারী ফেরী ঘাটের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এই ২২ কিলোমিটার নদী পথ পাড়ি দিতে নানা সংগ্রাম করতে হয় এই অঞ্চলের মানুষের। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চিলমারী-রৌমারী নৌরুটে ফেরিচলাচল শুরু হয়। ফেরিচলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়ে মানুষ। দীর্ঘদিন ধরে ফেরিচলাচল বন্ধ থাকায় রৌমারী ফেরিঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদেও বালুভর্তি ট্রাক্টর, ডাম্পার যাতায়াত করায় ঘাটটি নষ্ট হয়ে গেছে। এদিকে ফেরিচলাচল বন্ধ থাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের ভোগান্তি ও বাড়তি অর্থ খরচ হবে বলে জানান অনেকেই।
সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চলের যান বাহনগুলো ১৫০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে যমুনা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করি। তবে ফেরিটি চিলমারীর রমনাঘাট থেকে ফকিরের হাট ঘাটে স্থানান্তর করা হলে অনেক কম সময়ে এই অঞ্চলের বাস, ট্রাক, ছোট গাড়িগুলো ফেরিতে পারাপার হয়ে ঢাকায় যাতায়াত করতে পারবে অতিসহজে। এতে যানবাহনগুলোর সময় ও জ্বালানি খরচ অনেকাংশে কমে যাবে। এ ছাড়া নাইট নেভিগেশন (বাতি) ব্যবস্থা চালু থাকলে রাতের বেলায় ফেরিচলাচল করতে পারবে এই রৌমারী- চিলমারী নৌরুটে।
দিনাজপুর থেকে চিলমারীর ফকিরের হাটে ঘাটে চাল নিয়ে আসেন ট্রাকচালক লোকমান হোসেন তিনি বলেন, এই ঘাট (ফকিরের হাটঘাট) দিয়ে ফেরিচলাচল করলে অনেক সময় বাচবে এবং ফেরীতে বাতি চালু কওে দিন-রাতে চলাচল করতে পারলে উত্তরাঞ্চলের যাত্রী বাহীবাস, মালবাহীট্রাক, ছোট গাড়িগুলো এই রুট ব্যবহার কওে অতি সহজে ঢাকায় চলাচল করা সম্ভব। তাই কর্তৃপক্ষ এই রুটের সমস্যাগুলে াসমাধান করলে এই ফেরিঘাটটি উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে।
ফেরী বন্ধ থাকার বিষয়ে কথা হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর বাণিজ্য ব্যবস্থাপক প্রফুল্ল চৌহানের সঙ্গে তিনি বলেন, নাব্য সংকটের কারনে গত ২৩ ডিসেম্বর ফেরিচলাচল বন্ধ হয়ে যায়। তবে আমাদে ফেরী কদম ও ফেরী কুঞ্জলতা চলাচলের জন্য সম্পূণর্ প্রস্তত রাখা আছে। বিআইডব্লিউটিএ থেকে নৌরুটের সমস্যা সমাধান হয়ে ফেরি চলাচলের নির্দেশনা এলে সঙ্গে সঙ্গেই চালু করা হবে।
অভিযোগের কথা অস্বীকার কওে বিআইডব্লিউটিএর উপপরিচালক শেখ রবিউল ইসলাম বলেন, ‘ওয়াটারলেভেল (পানিরস্তর) না বাড়া পর্যন্ত ফেরিচলাচল করা সম্ভব নয়। কেননা, প্রকৃতির সঙ্গে যুদ্ধ কওে ফেরিচলাচল সম্ভব হচ্ছেনা। তবে রৌমারী ফেরি ঘার রাস্তাদিয়ে অবৈধ ভাবে ট্রাকে করে বালু যাওয়ার কারনে ঘাটের রাস্তাটি নষ্ট হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখাহবে।
এমএসএম / এমএসএম

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষকের বিরুদ্ধে

‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

রাণীনগরে সড়ক পাকাকরণের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

ভূমি কর্মকর্তার কারসাজিতে ভুয়া খারিজ, তদন্ত দাবি এলাকাবাসীর
