আব্দুল হান্নান মাসুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজ মারা বাজারে সোমবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদুর উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মঙ্গলবার বিকেলে হাতিয়া উপজেলা সদরের ধানসিড়ি রিসোর্টে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান বলেন, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তাঁর নিজ এলাকায় গত কয়েকদিন ধরে বিভিন্ন পথসভায় চালিয়ে যাচ্ছেন। একইভাবে তিনি সোমবার দিন সন্ধ্যায় জাহাজমারা বাজারে ও এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। সভা চলাকালে বিএনপি চিহ্নিত সন্ত্রাসীরা ধাপে ধাপে তাদের পথসভায় বাধা সৃষ্টি করেছে ।পরবর্তীতে এনসিপি নেতা দলীয় হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বাজার থেকে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সহ আক্রমণ করে । এ সময় সন্ত্রাসীদের আক্রমণে এনসিপির ৫৪ জন নেতৃত্ব কর্মী আহত হয়। তাদের মধ্যে ১৫ জন অবস্থা গুরুতর। এদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় তিন জনকে চিকিৎসার জন্য হাতিয়ার বাইরে ঢাকায় পাঠানো হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । তিনি আরো বলেন , বিএনপিকে এই হামলার দায় স্বীকার করে সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে । পুলিশ প্রশাসনকে সিসিটিভি ফুটেজ দেখে সকল বিএনপির সন্ত্রাসীদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। তিনি বলেন, সন্ত্রাসীরা ৫ই আগস্ট যাত্রাবাড়ীতে নিহত লিটন উদ্দিনের ছোট ভাই আরিফ উদ্দিন এর উপরও হামলা চালিয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য মোঃ ইউসুফ ,তৌহিদুর রহমান, মোঃ ইসমাইল ও হামিদুর রহমান। উক্ত ঘটনার প্রতিবাদে এনসিপির নেতা কর্মীদের উদ্যোগে উপজেলা সদরে আজ ( মঙ্গলবার) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করা হবে বলে সম্মেলনে জানানো হয়।
এমএসএম / এমএসএম

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ
