ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

'এই আন্দোলন রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক ও সামাজিক বিপ্লব'


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৫ বিকাল ৫:১

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেছেন, আমরা এমন এক শক্তিশালী আওয়াজ তুলবো, যা এই জমিন থেকে বাতিল শক্তিকে সরিয়ে দেবে। এখন সময় এসেছে নিজেদের অধিকারের দাবি তোলার। বাংলাদেশে ৪০ জন ডিসি, সচিব ও ইউএনও নিয়োগ হোক ইসলামী ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা চাই প্রশাসনে এমন নেতৃত্ব, যারা ইসলামের আদর্শে বিশ্বাসী হবে। এই আন্দোলন রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক ও সামাজিক বিপ্লব।

রোববার (৬ এপ্রিল) রাতে মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রীতি সম্মেলনে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বড়লেখা ও জুড়ীকে আন্দোলনের পবিত্র ভূমি আখ্যা দিয়ে তিনি বলেন, এই মাটিতে আমাদের রক্ত ঝরেছে। আমাদের তিনজন ভাই এই মাটিতে শহীদ হয়েছেন। আমাদের ভাইয়েরা বিদেশে গিয়ে নির্যাতিত হয়েছেন। একসময় আমরা ছিলাম নিঃস্ব ও উপেক্ষিত। দশ হাজার টাকার কাজের জন্য ডাক দিলে কেউ সাড়া দিত না। আজ, শুধু বললেই মানুষ এগিয়ে আসে।

আনোয়ারুল ওয়াদুদ বলেন, সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহিত করুন প্রয়োজনে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। বাংলাদেশের জনসংখ্যাগত চিত্র পরিবর্তনের প্রত্যয়ও ব্যক্ত করে তারা বলেন আমরা একটি নতুন প্রজন্ম গড়তে চাই, যারা জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বে সমৃদ্ধ হবে। 

কেন্দ্রীয় শিবিরের সাবেক আইন সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু'র স্বদেশ আগমন উপলক্ষে প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতের মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেন, বড়লেখার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু আমাদের জন্য এক নেয়ামত। ফ্যাসিস্ট সরকারের সময় তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলার বোঝা চাপিয়ে দেয় স্বৈরাচার আওয়ামী সরকার। প্রতিকূল অবস্থার মাঝে থেকেও তিনি উচ্চ শিক্ষার জন্য ফিলিপাইনে পাড়ি জমান এবং সেখানে ক্রিস্টান ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি একই ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন।

তিনি আরোও বলেন, যুগে যুগে যারা ইকামাতে দ্বীনের কাজ করেছে তারা অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। এদেশেও জামায়াত ইকামাতে দ্বীনের কাজ করার কারণে অনেক জুলুম-নির্যাতনের স্বীকার হচ্ছে। ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে। আমাদের সন্তানদের আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামের সঠিক শিক্ষা দিয়ে বড় করতে হবে।

এর আগে ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু উপজেলার সুজানগর ইউনিয়নের মুল্লারকান্দি গ্রামে তার পৈতৃক নিবাসে গ্রামের সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় সদর ইউনিয়ন হলরুমে বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের সিলেট মহানগর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ হোসাইন আহমদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমিন, সাবেক ছাত্রনেতা ও  সমাজসেবক খিজির আহমদ, জামায়াতের বড়লেখা পৌরসভা সভাপতি জুবায়ের আহমদ, শিবিরের জেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন, উলামা বিভাগের উপজেলা সহ-সভাপতি মুফতি জিয়াউল হক, পৌরসভা সেক্রেটারি আব্দুস সামাদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিবির সেক্রেটারি রুবেল আহমদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত