ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

'এই আন্দোলন রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক ও সামাজিক বিপ্লব'


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৫ বিকাল ৫:১

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেছেন, আমরা এমন এক শক্তিশালী আওয়াজ তুলবো, যা এই জমিন থেকে বাতিল শক্তিকে সরিয়ে দেবে। এখন সময় এসেছে নিজেদের অধিকারের দাবি তোলার। বাংলাদেশে ৪০ জন ডিসি, সচিব ও ইউএনও নিয়োগ হোক ইসলামী ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা চাই প্রশাসনে এমন নেতৃত্ব, যারা ইসলামের আদর্শে বিশ্বাসী হবে। এই আন্দোলন রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক ও সামাজিক বিপ্লব।

রোববার (৬ এপ্রিল) রাতে মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রীতি সম্মেলনে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বড়লেখা ও জুড়ীকে আন্দোলনের পবিত্র ভূমি আখ্যা দিয়ে তিনি বলেন, এই মাটিতে আমাদের রক্ত ঝরেছে। আমাদের তিনজন ভাই এই মাটিতে শহীদ হয়েছেন। আমাদের ভাইয়েরা বিদেশে গিয়ে নির্যাতিত হয়েছেন। একসময় আমরা ছিলাম নিঃস্ব ও উপেক্ষিত। দশ হাজার টাকার কাজের জন্য ডাক দিলে কেউ সাড়া দিত না। আজ, শুধু বললেই মানুষ এগিয়ে আসে।

আনোয়ারুল ওয়াদুদ বলেন, সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহিত করুন প্রয়োজনে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। বাংলাদেশের জনসংখ্যাগত চিত্র পরিবর্তনের প্রত্যয়ও ব্যক্ত করে তারা বলেন আমরা একটি নতুন প্রজন্ম গড়তে চাই, যারা জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বে সমৃদ্ধ হবে। 

কেন্দ্রীয় শিবিরের সাবেক আইন সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু'র স্বদেশ আগমন উপলক্ষে প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতের মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেন, বড়লেখার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু আমাদের জন্য এক নেয়ামত। ফ্যাসিস্ট সরকারের সময় তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলার বোঝা চাপিয়ে দেয় স্বৈরাচার আওয়ামী সরকার। প্রতিকূল অবস্থার মাঝে থেকেও তিনি উচ্চ শিক্ষার জন্য ফিলিপাইনে পাড়ি জমান এবং সেখানে ক্রিস্টান ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি একই ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন।

তিনি আরোও বলেন, যুগে যুগে যারা ইকামাতে দ্বীনের কাজ করেছে তারা অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। এদেশেও জামায়াত ইকামাতে দ্বীনের কাজ করার কারণে অনেক জুলুম-নির্যাতনের স্বীকার হচ্ছে। ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে। আমাদের সন্তানদের আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামের সঠিক শিক্ষা দিয়ে বড় করতে হবে।

এর আগে ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু উপজেলার সুজানগর ইউনিয়নের মুল্লারকান্দি গ্রামে তার পৈতৃক নিবাসে গ্রামের সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় সদর ইউনিয়ন হলরুমে বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের সিলেট মহানগর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ হোসাইন আহমদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমিন, সাবেক ছাত্রনেতা ও  সমাজসেবক খিজির আহমদ, জামায়াতের বড়লেখা পৌরসভা সভাপতি জুবায়ের আহমদ, শিবিরের জেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন, উলামা বিভাগের উপজেলা সহ-সভাপতি মুফতি জিয়াউল হক, পৌরসভা সেক্রেটারি আব্দুস সামাদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিবির সেক্রেটারি রুবেল আহমদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা