ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা জেলার প্রখ্যাত সাধক অচ্যুতানন্দ ব্রহ্মচারী প্রকাশ অনিল বাবাজীর মন্দির এখন লাখো ভক্তের তীর্থস্থান


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ৪:৩৭

ভোলা জেলার  সম্ভুপুরে জন্মগ্রহনকারী অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী প্রখ্যাত এক সাধকের নাম শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী প্রকাশ অনিল বাবাজী।গত ২৭ বছর আগে এই মহান সাধক এর 
তিরোধান হয়েছিলো ভোলা জেলার আড়ালিয়া,চাঁদপুরে।তার এই মহাপ্রয়ানে লক্ষাধীক ভক্ত ও শিষ্যের উপস্থিতি প্রমান করেছে তিনি কত বড় মাপের সাধক ছিলেন।তখন থেকে অনিল বাবাজির স্বরুপ আশ্রম ও সমাধী মন্দিরে বিশেষ করে বাংলাদেশের সকল ডিস্ট্রিক ও ভারত সহ বিভিন্ন রাষ্ট্র থেকে তার তিরোধান দিবসের অনুষ্ঠানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে, বসে কয়েক কিলোমিটার ধরে বিশাল মেলা। এছাড়াও প্রতি মাসে প্রায় ৫ থেকে ৭ হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে,আসে বাবাজির সমাধীর ছোঁয়া পেয়ে মানষিক প্রশান্তি ও মনের পরিতৃপ্তি পেতে।তাই জায়গাটি কালক্রমে হয়ে উঠেছে হিন্দু সম্প্রদায়ের তীর্থ স্থানে। বাবাজী নিজেই বেঁচে থাকতে বলেছিলেন যারা টাকার অভাবে বৃন্দাবন যেতে পারেনা তাদের জন্য এটাই বৃন্দাবন।আজ সত্যিই অনেকে সেখানে গিয়ে বৃন্দাবন দর্শনের তৃপ্তি পেয়ে থাকেন।এছাড়াও বিখ্যাত এই সাধক নিজের জীবদ্দশায় অনেক অলৌকিক ঘটনার জন্ম দিয়েছিলেন।এখনো প্রায় তার অর্ধশতাধীক অলৌকিক ঘটনা মানুষের মুখে মুখে। তাইতো বাবাজির স্মৃতি ধারন করে রাখতে ওনার শিষ্য ও ভক্তরা মিলে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার নামে  ১১ টি ও ভারতে ৭ টা মন্দির স্থাপন করেছেন। মন্দির গুলো হলো শম্ভুপুর ,তজুমদ্দিন ভোলা যেটি প্রভুপাদ শ্রী শ্রী অচ্যূতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজীর 
জন্মস্থান ও লীলাভুমি ও বৈষ্ণবীয় সমাধিস্থল,শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেবাশ্রম চাঁদপুর তজুমদ্দিন ভোলা,বাবাজীর মূল সমাধিমন্দির স্থল আড়ালিয়া চাঁদপুর তজুমদ্দিন ভোলা,শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির,ভোলা সদর ভোলা,শ্রী শ্রী অচ্যুতানন্দ সেবা সংঘ মন্দির মূলাই পতন কুঞ্জের বোরহানউদ্দিন ভোলা,শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির দক্ষিন কুতুবা কীর্তনীয়া বাড়ি ছোট মানিকা বোরহানউদ্দিন ভোলা,শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির ডা: বরদা কান্ত শীল বাড়ী, ইলিশা জংশন ভোলা সদর ভোলা,শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম,রবিন্দ্র পল্লী ভাওয়াল বাড়ি হাসপাতাল রোড বোরহানউদ্দিন ভোলা,কিশোরী বেপারি বাড়ি কুতুবা বোরহানউদ্দিন ভোলা, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য অচ্যুতানন্দ মহাপ্রভুর মন্দির সুমন্ত কুমার সরকার বাড়ী, খরকি, মেহেন্দিগঞ্জ বরিশাল,শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজী সেবাশ্রম রামগতি লক্ষ্মীপুর। ভারতে অবস্থিত বিভিন্ন মন্দিরের মধ্যে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির চন্ডিপুর,শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির, নবদ্বীপ ধাম,শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির অশোকনগর,শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির, হাবরা কৈ-পুকুর,শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির, কাকদ্বীপ,শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির জলপাইগুড়ি ও শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির খড়গপুর,

প্রখ্যাত সাধক শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজীর তিরোধান দিবস উপলক্ষে ভোলার সম্ভুপুর ও আড়ালিয়ায় ৫ দিনব্যাপী উৎসব চলে প্রতি বছর।একি সময় উপজেলার তিনটি মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগমে পালিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ এ নামযজ্ঞানুষ্ঠান। 

প্রতি বছরের ১০ ফাল্গুন সাধক প্রভুপাত শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর অনিল বাবাজির মৃত্যু দিবসে এই বিশেষ উৎসব পালিত হয় বলে আয়োজক কমিটি জানিয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ এ উৎসবকে ঘিরে প্রতিবছর পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও নেপাল, ভুটান ও ভারতের বিভিন্ন প্রদেশ থেকেও হাজার হাজার ভক্ত এসে ভিড় জমায় এই মন্দির প্রাঙ্গণে। এরমধ্যে সহস্রাধিক ভক্তের আবাসিক ব্যবস্থাও রয়েছে বলে জানান তারা। 

দক্ষিণাঞ্চলের বৃহত্তম এ উৎসবকে কেন্দ্র করে তিনটি মন্দির প্রাঙ্গণ তখন লাখো ভক্তের পাদচারণায় মুখরিত থাকে। পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক মন্দিরে আগত ভক্তদের সেবায় দিন-রাত নিরলসভাবে কাজ করে। ১২টি তোরণ নির্মাণের পাশাপাশি ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয় তিনটি মন্দির প্রাঙ্গণ।

আড়ালিয়া গ্রামে প্রায় ১০ একর এলাকা জুড়ে প্রভুপাদ শ্রী অচ্যুতানন্দ অনিল বাবাজির সমাধি মন্দির প্রাঙ্গণসহ পুরো চত্বর। জন্মস্থান শম্ভুপুর স্বরুপ আশ্রম মন্দিরে দীর্ঘ ৬ মাস অনাহারে থেকে ধ্যানরত প্রভুপাদ শ্রী অচ্যুতানন্দের মৃত্যুর এই দিনটিকে স্মরণ করতে ভক্ত সমাগমে মুখোরিত থাকে এখন। একই সাথে বৌ-বাজার শীবশক্তি মন্দিরেও ৩২ প্রহরে নামযজ্ঞানুষ্ঠানে ভক্তদের ভীড় হয়।তিরোধান উৎসব উপলক্ষে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান হয় তিনটি মন্দিরে। বিভিন্ন জেলার ১৮টি কীর্তনীয় দল এ যজ্ঞানুষ্ঠানে কীর্তন পরিবেশন করে থাকে।  

প্রতি বছর ভক্তদের জন্য নান্দনিক দৃষ্টিনন্দন বৃন্দাবন নির্মাণ করা হয়। সেখানে সত্য, ত্রেতা,দাফর ও কলি- এ চার যুগের নিদর্শনস্বরূপ শতাধিক বিগ্রহের মাধ্যমে তুলে ধরা হয় মনিষীদের নানান প্রতিকৃতি। সেখানে ভক্তরা প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

এছাড়াও নির্মাণ করা হয় মনোমুগ্ধকর কুণ্ডলী, পুণ্যার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবার ব্যবস্থা করে উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কুঞ্জের হাট হিন্দু যুবসংঘ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মন্দির চত্বরের চারপাশে তৈরি পোশাক, ফার্নিচার, কসমেটিকস, নিত্যপণ্য এবং কুটির শিল্প ছাড়াও অসংখ্য খাবার দোকানের মেলা বসে।বিক্রিও হয় ব্যপক হারে। 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপন চন্দ্র মজুমদার জানান, অনিল বাবাজির তিরোধান উৎসবে সারাদেশের মধ্যে অন্যতম একটি বৃহৎ উৎসব এখানে হয়।তাতে দেশ ও দেশের বাইরের লাখো ভক্তের আগমন ঘটে। মন্দির প্রাঙ্গণে নতুন করে আরো কিছু ভবন নির্মাণ ও পাক্কা রাস্তার মোড় থেকে মন্দির পর্যন্ত প্রবেশ সড়কটি সংস্কার করা খুবই প্রয়োজন। 
আশ্রমের সাধক রঘুনাথ বাবাজি  জানান, ভক্তদের জন্য প্রতিদিন প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়,প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে প্রতিটি উৎসব ও প্রতিদিনকার  সেবা কার্যাদি চলে।এলাকার মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরাও আন্তরিক ভাবে সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু