ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বড়লেখায় সন্ত্রাসী হামলায় পর্তুগাল প্রবাসীসহ আহত-২, বাদীকে হুমকি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৫ রাত ৯:১১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হরিপুর গ্রামে সন্ত্রাসী হামলায় আপন ভাগ্নেসহ পর্তুগাল প্রবাসী দুলাল আহমদ গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত মাসুক আহমদকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। তবে, অন্য আসামিরা গ্রেফতার না হওয়ায় মামলা তোলে নিতে তারা বাদীকে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে আহত প্রবাসীর নির্ধারিত সময়ে পর্তুগাল ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে তিনি চাকুরি হারানোর শঙ্কায় ভোগছেন।

জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে পর্তুগাল প্রবাসি দুলাল আহমদ সেখানকার একটি রেস্টুরেন্টে চাকরি করেন। ছুটি নিয়ে গত ৩১ জানুয়ারি তিনি বাড়ি ফিরেন। পরিবারের সাথে ঈদ করে মধ্য এপ্রিলে তার পর্তুগাল ফেরার কথা। প্রতিবেশি মাসুক আহমদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ পূর্ব-বিরোধের জেরে গত ২৯ মার্চ বিকেলে প্রতিবেশি মাসুক আহমদ (৪৫), তার ছেলে মাসুম আহমদ (২৬), মিনহাজ আহমদ (২৫), নাসিম আহমদ (২৭), মনজ্জির আলী (৬০), আতিক আহমদ (৪৫), ইমান উদ্দিন (৩০) প্রমুখ সঙ্গবদ্ধভাবে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে পর্তুগাল প্রবাসী দুলাল আহমদ ও তার ভাগ্নে মাজহারুল ইসলাম খানের উপর অতর্কিত হামলা চালান। এতে মামা ও ভাগ্না গুরুতর আহত হন। এসময় হামলার শিকার প্রবাসী ৯৯৯ নম্বরে ফোন করায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্ত্রাসী হামলার মুল হোতা মাসুক আহমদকে গ্রেফতার করে পরদিন কারাগারে পাঠিয়েছে।

আহত প্রবাসী দুলাল আহমদ অভিযোগ করেন, তিনি ও তার ভাগ্না ৯ দিন চিকিৎসা নিয়ে মঙ্গলবার বাড়ি ফিরেছেন। হামলার ঘটনায় তিনি ৭ জনের নাম উল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করলেও অন্য আসামিদের এখনও গ্রেফতার করেনি। চিকিৎসা নিয়ে বাড়ি আসার পর আসামিরা মামলা তোলে নিতে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। এতে তিনি ও তার ভাগ্নে নিরাপত্তাহীনতায় ভোগছেন। তিনি আহত হওয়ায় নির্ধারিত সময়ে বিদেশে ফেরায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে তার চাকুরিচ্যুতির আশংকা রয়েছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বুধবার জানান, হামলার ঘটনায় আহত প্রবাসী ৭ জনের নাম উল্লেখ ও আরো ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। তাৎক্ষণিক পুলিশ এক নম্বর আসামি মাসুক আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন