ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সৌন্দর্য্যে ভরা কচুরিপানা ফুল মুগ্ধতা ছড়াচ্ছে চার পাশ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ১২:৩১

গ্রাম বাংলার অতি পরিচিত হেলায় বেড়ে উঠা একটি জলজ ফুল কচুরিপানা। দেশের প্রায় প্রত্যেক অঞ্চলেই নদ-নদী, পুকুর, জলাশয়, হাওর-বাঁওড়,খাল-বিল নিম্নাঞ্চলে সচরাচর কচুরিপানা ফুলের দেখা মেলে। জয়পুরহাট জেলাসহ বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকায় এ ফুলের দেখা মেলে।  শস্য-শ্যামল সবুজে ভরপুর বাড়ির পাশে রাস্তার ধারে ডোবায় এখন ফুটেছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল যা মুগ্ধতা ছড়াচ্ছে চার পাশ।
রাস্তার পাশে খালে জমে থাকা অল্প পানিতে  ফুটে থাকা  সাদা আর বেগুনি রঙের কচুরিপানা ফুলের সৌরভে পথিকের চোখ জুড়ায়। প্রতিদিন দৃষ্টিনন্দন প্রকৃতির মাঝে আপন মনে রুপ সৌন্দর্যের লাবণ্য ছড়িয়ে দিচ্ছে। পাখি আর মৌমাছির দল গুলো খাবার খুঁজতে ঘুরে বেড়ায় তার পাশে । এ এক অনাবিল সুখ; সুখ বিলাসীদের হৃদয়ে। 
সকালে জলাশয়ে সূর্যের রং ধারণ করে হয় অপরূপ সৌন্দর্য। এমন দৃশ্য চোখে পড়ে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া-মাত্রাই সড়কের পাশের বিশাল জমিতে। জমিজুড়ে এমন সুন্দর দৃশ্যে মন জুড়িয়ে যায় পথচারীদের।
জানা যায়, অর্কিড সাদৃশ্য ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্কনক নামে এক ব্রাজিলিয়ন পর্যটক ১৮শ’ শতাব্দীতে বাংলায় নিয়ে আসেন কচুরিপানা। এরপর থেকেই বাংলাদেশের প্রায় প্রতিটি বিল-ঝিল, হাওর-বাঁওড়-জলাশয়ে ভরে যায়।
কচুরিপানা দেখতে গাঢ় সবুজ হলেও এর ফুলগুলো সাদা পাপড়ির মধ্যে বেগুনি ছোপযুক্ত এবং মাঝখানে হলুদ ফোঁটা থাকে। সাদা এবং বেগুনি রং-এর মিলে এক অন্যরকম আবহ তৈরি করে। সাদা পাপড়ির স্থলে কোথাও হালকা আকাশী পাপড়িও দেখা যায়। পুরোপুরি ফুল ফোটার আগে একে দেখতে অনেকটা নলাকার দেখায়। দেখার দৃষ্টিভঙ্গি ঠিক থাকলে কচুরিপনা ফুলের মতো এত চমৎকার ফুল খুব কম আছে দেশে। পরিমাণগত দিক দিয়েও এর মতো এত ব্যাপক বিস্তৃতি ফুল খুব কমই দেখতে পাওয়া যায়।
এটি একটি বহু-বর্ষজীবী ভাসমান জলজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ঊরপযযড়ৎহরধ পৎধংংরঢ়বং । এটি খুব দ্রুত বংশ বিস্তার করে, এমনকি ৬দিনেরও কম সময়ে এর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। সত্যিকার অর্থেই যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক আগাছা উদ্ভিদ যার কিনা উপকারের চেয়েও অপকারী দিক কোনও অংশেই কম না, এমন এক অবহেলিত উদ্ভিদে এত নয়নাভিরাম, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক ফুল যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ করে।
ছবিঃ রাস্তার পাশে খালে জমে থাকা অল্প পানিতে ফুটে থাকা সাদা আর বেগুনি রঙের কচুরিপানা ফুলের সৌরভে পথিকের চোখ জুড়ায়। নয়নাভিরাম, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক ফুল যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ করে।  জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া-মাত্রাই সড়কের পাশ থেকে তোলা।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত