সৌন্দর্য্যে ভরা কচুরিপানা ফুল মুগ্ধতা ছড়াচ্ছে চার পাশ

গ্রাম বাংলার অতি পরিচিত হেলায় বেড়ে উঠা একটি জলজ ফুল কচুরিপানা। দেশের প্রায় প্রত্যেক অঞ্চলেই নদ-নদী, পুকুর, জলাশয়, হাওর-বাঁওড়,খাল-বিল নিম্নাঞ্চলে সচরাচর কচুরিপানা ফুলের দেখা মেলে। জয়পুরহাট জেলাসহ বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকায় এ ফুলের দেখা মেলে। শস্য-শ্যামল সবুজে ভরপুর বাড়ির পাশে রাস্তার ধারে ডোবায় এখন ফুটেছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল যা মুগ্ধতা ছড়াচ্ছে চার পাশ।
রাস্তার পাশে খালে জমে থাকা অল্প পানিতে ফুটে থাকা সাদা আর বেগুনি রঙের কচুরিপানা ফুলের সৌরভে পথিকের চোখ জুড়ায়। প্রতিদিন দৃষ্টিনন্দন প্রকৃতির মাঝে আপন মনে রুপ সৌন্দর্যের লাবণ্য ছড়িয়ে দিচ্ছে। পাখি আর মৌমাছির দল গুলো খাবার খুঁজতে ঘুরে বেড়ায় তার পাশে । এ এক অনাবিল সুখ; সুখ বিলাসীদের হৃদয়ে।
সকালে জলাশয়ে সূর্যের রং ধারণ করে হয় অপরূপ সৌন্দর্য। এমন দৃশ্য চোখে পড়ে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া-মাত্রাই সড়কের পাশের বিশাল জমিতে। জমিজুড়ে এমন সুন্দর দৃশ্যে মন জুড়িয়ে যায় পথচারীদের।
জানা যায়, অর্কিড সাদৃশ্য ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্কনক নামে এক ব্রাজিলিয়ন পর্যটক ১৮শ’ শতাব্দীতে বাংলায় নিয়ে আসেন কচুরিপানা। এরপর থেকেই বাংলাদেশের প্রায় প্রতিটি বিল-ঝিল, হাওর-বাঁওড়-জলাশয়ে ভরে যায়।
কচুরিপানা দেখতে গাঢ় সবুজ হলেও এর ফুলগুলো সাদা পাপড়ির মধ্যে বেগুনি ছোপযুক্ত এবং মাঝখানে হলুদ ফোঁটা থাকে। সাদা এবং বেগুনি রং-এর মিলে এক অন্যরকম আবহ তৈরি করে। সাদা পাপড়ির স্থলে কোথাও হালকা আকাশী পাপড়িও দেখা যায়। পুরোপুরি ফুল ফোটার আগে একে দেখতে অনেকটা নলাকার দেখায়। দেখার দৃষ্টিভঙ্গি ঠিক থাকলে কচুরিপনা ফুলের মতো এত চমৎকার ফুল খুব কম আছে দেশে। পরিমাণগত দিক দিয়েও এর মতো এত ব্যাপক বিস্তৃতি ফুল খুব কমই দেখতে পাওয়া যায়।
এটি একটি বহু-বর্ষজীবী ভাসমান জলজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ঊরপযযড়ৎহরধ পৎধংংরঢ়বং । এটি খুব দ্রুত বংশ বিস্তার করে, এমনকি ৬দিনেরও কম সময়ে এর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। সত্যিকার অর্থেই যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক আগাছা উদ্ভিদ যার কিনা উপকারের চেয়েও অপকারী দিক কোনও অংশেই কম না, এমন এক অবহেলিত উদ্ভিদে এত নয়নাভিরাম, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক ফুল যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ করে।
ছবিঃ রাস্তার পাশে খালে জমে থাকা অল্প পানিতে ফুটে থাকা সাদা আর বেগুনি রঙের কচুরিপানা ফুলের সৌরভে পথিকের চোখ জুড়ায়। নয়নাভিরাম, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক ফুল যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ করে। জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া-মাত্রাই সড়কের পাশ থেকে তোলা।
এমএসএম / এমএসএম

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা " শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে হাইব্রিড নেতাদের মুখোশ উন্মোচন

আদমদীঘিতে আওয়ামীলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার
