ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

শশুরবাড়ির মারধরের ভয়ে লাশ নিয়ে থানায় গেলেন যুবক


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ১১:৫০

বছর তিনেক আগে প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অসম্মতিতে পালিয়ে বিয়ে করেন শাকিল হোসেন (২৪) এবং মিতা খাতুন (১৮)। তাদের দুজনের বাড়ি বাগমারায় হলেও বিয়ের পর পর তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকতেন। শাকিল বলেন গত মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেন তার স্ত্রী। তবে শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ, পরকীয়া সম্পর্ক জড়িয়ে ছিল শাকিল সেকারণে মনোমালিন্যের জেরে মিতাকে হত্যা করে শাকিল। শশুরবাড়ির এমন অভিযোগের কারণে ‘মারধরের ভয়ে’ স্ত্রীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামে না গিয়ে সরাসরি বাগমারা থানায় নিয়ে যান শাকিল। পুলিশ শাকিলকে হেফাজতে নিয়ে মরদেহ শ্বশুর পক্ষের লোকজনের কাছে হস্তান্তর করেন। 

মারা যাওয়া মিতা খাতুন রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। আর শাকিল হোসেন একই ইউনিয়নের ভটখালী গ্রামের বাসিন্দা। তাদের সাত মাস বয়সী একটি শিশুসন্তান রয়েছে। 

বাগমারা থানা পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে শাকিল সরাসরি মরদেহ বাগমারা থানায় নিয়ে চলে আসেন মরদেহবাহী অ্যাম্বুলেন্স করে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স থানার বাহিরে রেখে শাকিল পুলিশকে জানান, অ্যাম্বুলেন্সে তার স্ত্রীর মরদেহ রয়েছে। পুলিশকে আরও বলেন তার স্ত্রী তিন দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আর এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা ও ময়নাতদন্ত সম্পন্ন হয়। শ্বশুরবাড়ির লোকজন শাকিলকে মেরে ফেলার হুমকি দিয়েছে; এমন ভয়ে তিনি মরদেহ নিয়ে থানায় চলে আসেন।

মিতার বাবা ও তার পরিবারের লোকজন বলেন, ‘শাকিল অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার কারনে মেয়ে-জামাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে জানতে পারি। পরকীয়াই আসক্ত হয়ে আমার মেয়েকে মেরে মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে শাকিল আত্মহত্যা বলে প্রচার করছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন,  শাকিল শশুরবাড়ির মারধরের ভয়ে মরদেহ থানায় নিয়ে চলে আসেন। নারায়ণগঞ্জের রুপগঞ্জে এ ঘটনায় একটি অপমৃত্ব্যর মামলা ও লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শাকিলকে সন্ধ্যা পর্যন্ত হেফাজতে রেখে ছেড়ে দেওয়া হয়েছে এবং লাশ মেয়ের বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাগমারা থানায় নতুন করে কোন মামলা দায়ের হয়নি। শাকিল আমাদের নজরদারিতে রয়েছে।  ময়না তদন্ত পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে হাজার হাজার মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হল মানববন্ধন

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

বরগুনায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

শার্শায় সরকারি জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আবুল কালাম গনসংযোগ মাঠে ঘাটে নির্বাচনী আমেজ

গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে- গোপালগঞ্জে ১৫ মাসে মামলা এক হাজার ছাড়াল

মধুখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিগঞ্জ কৃষ্ণনগর চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী

দল যাকে মনোনয়ন দিবে"তার পক্ষে কাজ করতে হবে: এস এম মামুন মিয়া

সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে জামায়াতে ইসলামী যুব সমাবেশ