শশুরবাড়ির মারধরের ভয়ে লাশ নিয়ে থানায় গেলেন যুবক

বছর তিনেক আগে প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অসম্মতিতে পালিয়ে বিয়ে করেন শাকিল হোসেন (২৪) এবং মিতা খাতুন (১৮)। তাদের দুজনের বাড়ি বাগমারায় হলেও বিয়ের পর পর তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকতেন। শাকিল বলেন গত মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেন তার স্ত্রী। তবে শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ, পরকীয়া সম্পর্ক জড়িয়ে ছিল শাকিল সেকারণে মনোমালিন্যের জেরে মিতাকে হত্যা করে শাকিল। শশুরবাড়ির এমন অভিযোগের কারণে ‘মারধরের ভয়ে’ স্ত্রীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামে না গিয়ে সরাসরি বাগমারা থানায় নিয়ে যান শাকিল। পুলিশ শাকিলকে হেফাজতে নিয়ে মরদেহ শ্বশুর পক্ষের লোকজনের কাছে হস্তান্তর করেন।
মারা যাওয়া মিতা খাতুন রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। আর শাকিল হোসেন একই ইউনিয়নের ভটখালী গ্রামের বাসিন্দা। তাদের সাত মাস বয়সী একটি শিশুসন্তান রয়েছে।
বাগমারা থানা পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে শাকিল সরাসরি মরদেহ বাগমারা থানায় নিয়ে চলে আসেন মরদেহবাহী অ্যাম্বুলেন্স করে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স থানার বাহিরে রেখে শাকিল পুলিশকে জানান, অ্যাম্বুলেন্সে তার স্ত্রীর মরদেহ রয়েছে। পুলিশকে আরও বলেন তার স্ত্রী তিন দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আর এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা ও ময়নাতদন্ত সম্পন্ন হয়। শ্বশুরবাড়ির লোকজন শাকিলকে মেরে ফেলার হুমকি দিয়েছে; এমন ভয়ে তিনি মরদেহ নিয়ে থানায় চলে আসেন।
মিতার বাবা ও তার পরিবারের লোকজন বলেন, ‘শাকিল অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার কারনে মেয়ে-জামাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে জানতে পারি। পরকীয়াই আসক্ত হয়ে আমার মেয়েকে মেরে মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে শাকিল আত্মহত্যা বলে প্রচার করছে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শাকিল শশুরবাড়ির মারধরের ভয়ে মরদেহ থানায় নিয়ে চলে আসেন। নারায়ণগঞ্জের রুপগঞ্জে এ ঘটনায় একটি অপমৃত্ব্যর মামলা ও লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শাকিলকে সন্ধ্যা পর্যন্ত হেফাজতে রেখে ছেড়ে দেওয়া হয়েছে এবং লাশ মেয়ের বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাগমারা থানায় নতুন করে কোন মামলা দায়ের হয়নি। শাকিল আমাদের নজরদারিতে রয়েছে। ময়না তদন্ত পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত
