শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী বৃহৎ রঙের ফাগুয়া উৎসব উদযাপন
দেশের অন্যতম পর্যটন শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সকল চা শ্রমিকদের অংশগ্রহণে বিপুল উৎসাহ- উদ্দীপনা ও আনন্দ-উৎসবের মধ্য ঐতিহ্যবাহী বৃহৎ রঙের উৎসব ফাগুয়া উদযাপন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আয়োজনে রঙের উৎসব ‘ফাগুয়া উৎসব’ উদযাপন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় আয়োজিত ফাগুয়া উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
অবহেলিত শ্রমিকদের জীবনে হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষায় বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই উৎসব। উৎসবে বিভিন্ন সংস্কৃতির অন্তত ১৮টি দলের পরিবেশনা ছিল। গুরুবন্দনা, হোলি গীত, কমেডি, পত্রসওরা, ঝুমুর দ্বৈত, ডাল ও কাঠি নৃত্য, চড়াইয়া নৃত্য, হাড়ি নৃত্য, ঝুমুর নৃত্য, বিরহা-হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে হোলিগীত পরিবেশন করেন শিল্পীরা।
চট্টগ্রামের কর্ণফুলী চা বাগান থেকে আগত শিল্পীরা জানান, ‘আমরা প্রতি বছর এখানে আসি, এর আগেও এখানে আসা হয়েছে। ফুলছড়া ফাগুয়া উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরে থাকেন।’
ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক প্রীতম দাশ বলেন, ‘আজ চা শ্রমিকদের ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চা জনগোষ্ঠীর শিল্পীরা এসেছেন, তাঁদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেছেন। এছাড়া অন্যান্য সম্প্রদায়ের লোকজন এই অনুষ্ঠান দেখতে এসেছেন। আমরা আশাকরি ভবিষ্যতে চা শ্রমিক জনগোষ্ঠীর আরো যে উৎসবগুলো রয়েছে, সেগুলো খুব ভালোভাবে পালিত হবে। এই জনগোষ্ঠীর রাস্ট্রের সাথে যে তাদের নিবিড় সম্পর্ক এবং সরকার যে, তাঁদেরকে গুরুত্ব দিচ্ছে সেই গুরুত্বের জায়গাটুকু দেখতে চায়। আমরা মনে করি এই উৎসবের মাধ্যমে সম্পর্ক আরো নিবিড় হবে।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, বালিশিরা চা-বাগানের মহাব্যবস্থাপক (জিএম) মো. সালাউদ্দিন, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, ফাগুয়া উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব অনিল তন্তুবায় প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অনিতা দেব।রাত ৯ টায় ফাগুয়া উৎসবের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার
রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা
বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি
জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩
মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন