শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী বৃহৎ রঙের ফাগুয়া উৎসব উদযাপন

দেশের অন্যতম পর্যটন শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সকল চা শ্রমিকদের অংশগ্রহণে বিপুল উৎসাহ- উদ্দীপনা ও আনন্দ-উৎসবের মধ্য ঐতিহ্যবাহী বৃহৎ রঙের উৎসব ফাগুয়া উদযাপন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আয়োজনে রঙের উৎসব ‘ফাগুয়া উৎসব’ উদযাপন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় আয়োজিত ফাগুয়া উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
অবহেলিত শ্রমিকদের জীবনে হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষায় বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই উৎসব। উৎসবে বিভিন্ন সংস্কৃতির অন্তত ১৮টি দলের পরিবেশনা ছিল। গুরুবন্দনা, হোলি গীত, কমেডি, পত্রসওরা, ঝুমুর দ্বৈত, ডাল ও কাঠি নৃত্য, চড়াইয়া নৃত্য, হাড়ি নৃত্য, ঝুমুর নৃত্য, বিরহা-হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে হোলিগীত পরিবেশন করেন শিল্পীরা।
চট্টগ্রামের কর্ণফুলী চা বাগান থেকে আগত শিল্পীরা জানান, ‘আমরা প্রতি বছর এখানে আসি, এর আগেও এখানে আসা হয়েছে। ফুলছড়া ফাগুয়া উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরে থাকেন।’
ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক প্রীতম দাশ বলেন, ‘আজ চা শ্রমিকদের ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চা জনগোষ্ঠীর শিল্পীরা এসেছেন, তাঁদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেছেন। এছাড়া অন্যান্য সম্প্রদায়ের লোকজন এই অনুষ্ঠান দেখতে এসেছেন। আমরা আশাকরি ভবিষ্যতে চা শ্রমিক জনগোষ্ঠীর আরো যে উৎসবগুলো রয়েছে, সেগুলো খুব ভালোভাবে পালিত হবে। এই জনগোষ্ঠীর রাস্ট্রের সাথে যে তাদের নিবিড় সম্পর্ক এবং সরকার যে, তাঁদেরকে গুরুত্ব দিচ্ছে সেই গুরুত্বের জায়গাটুকু দেখতে চায়। আমরা মনে করি এই উৎসবের মাধ্যমে সম্পর্ক আরো নিবিড় হবে।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, বালিশিরা চা-বাগানের মহাব্যবস্থাপক (জিএম) মো. সালাউদ্দিন, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, ফাগুয়া উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব অনিল তন্তুবায় প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অনিতা দেব।রাত ৯ টায় ফাগুয়া উৎসবের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন
