ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ৪:৪৯

মাদারীপুরের রাজৈরে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের পর এবার ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। যা সোমবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত এই ১২ ঘন্টা কার্যকর থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২রা এপ্রিল রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ তার বন্ধুদের সাথে ঈদের আনন্দে আতশবাজি পোড়ায়। এতে বাধা দেয় একই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুর। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে পরদিন গত ৩ এপ্রিল সকালে রাজৈরের বেপারীপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড়ভাই সালমান খান অনিক বাদী হয়ে জুনায়েতকে প্রধান আসামি করে ৬ জনের নামে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনিক রাজৈর বাজারে গেলে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। সংঘর্ষে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনার জেরে ১৩ এপ্রিল রোববার বিকেলেও সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। অগ্নিসংযোগ করা হয় সড়কের বিভিন্ন স্থানে। ভাংচুর ও লুটপাট করা হয় দোকানপাট। পাশাপাশি পুলিশের যানবাহনও ভাংচুর করে হামলাকারীরা। বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরনেরও ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্র্ঘে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০০। আহতদের মধ্যে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ পুলিশের ১০ সদস্য রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুদল গ্রামবাসী সংঘর্ষ রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশের উপরও হামলা চালায় উভয়পক্ষ। বর্তমানে উত্তেজনা থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জ উপজেলা চত্বরে গড়ে উঠেছে অতিথি পাখির অভয়াশ্রম

আদর্শ সমাজ গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

যোগ্য শিক্ষক পেতে হলে নিয়োগে অনিয়ম বন্ধ করতে হবে: বিচারপতি সাইফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

শেরপুরে সাপ ধরার সময় দংশনে ওঝার মৃত্যু

বিপিজেএফ নরসিংদী জেলা শাখার সভাপতি শান্ত বণিক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ

‎নেত্রকোণার খালিয়াজুরিতে স্পিডবোট-নৌকা সংঘর্ষে ৪ জন নিখোঁজ-আহত-৩

তানোরের ঠাকুরপুকুরে হেরোইন ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী হামলায় আতঙ্কে সাধারণ মানুষ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল টুর্নামেন্ট

ভালুকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, নিহত ২

কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

বেনাপোলে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন