মাদারীপুরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি
মাদারীপুরের রাজৈরে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের পর এবার ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। যা সোমবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত এই ১২ ঘন্টা কার্যকর থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২রা এপ্রিল রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ তার বন্ধুদের সাথে ঈদের আনন্দে আতশবাজি পোড়ায়। এতে বাধা দেয় একই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুর। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে পরদিন গত ৩ এপ্রিল সকালে রাজৈরের বেপারীপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড়ভাই সালমান খান অনিক বাদী হয়ে জুনায়েতকে প্রধান আসামি করে ৬ জনের নামে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনিক রাজৈর বাজারে গেলে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। সংঘর্ষে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনার জেরে ১৩ এপ্রিল রোববার বিকেলেও সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। অগ্নিসংযোগ করা হয় সড়কের বিভিন্ন স্থানে। ভাংচুর ও লুটপাট করা হয় দোকানপাট। পাশাপাশি পুলিশের যানবাহনও ভাংচুর করে হামলাকারীরা। বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরনেরও ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্র্ঘে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০০। আহতদের মধ্যে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ পুলিশের ১০ সদস্য রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুদল গ্রামবাসী সংঘর্ষ রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশের উপরও হামলা চালায় উভয়পক্ষ। বর্তমানে উত্তেজনা থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ