ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে বিএনপি নেতা মোস্তফা জামানের বৈশাখী শোভাযাত্রা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-৪-২০২৫ বিকাল ৫:৫০

রাজধানীর উত্তরায় সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান।  

এসময় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার থেকে শুরু করে হাউস বিল্ডিং, ৭ নং সেক্টর হয়ে আজমপুরে শোভাযাত্রা শেষ হয়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করা সাধারণ মানুষের মাঝে আনন্দঘন অবস্থা বিরাজ করেছিল। তারা বলছেন দীর্ঘ ১৭ বছর পরে নববর্ষ উদযাপনে এরকম আনন্দ তারা আর কখনোই পায়নি।

শোভাযাত্রায় এক সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান বলেন, সাধারণ মানুষের মাঝে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে।

বিশেষ করে তৃণমূল থেকে সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে আনন্দ উচ্ছ্বাস ভাগাভাগি করতে পারছে।

তিনি আরো বলেন, নতুন বছরে আমাদের দলে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্য থাকতে পারবে না।আমরা বিএনপি এগুলো শক্ত হাতে দমন করবো।কেউ যদি দলের বদনাম করে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো।

এ সময় তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে বসবাসরত বাংলা ভাষাভাষী সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই,  যেখানে কোন হানাহানি বিশৃঙ্খলা এবং কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশে গড়তে চাই। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ  বলেন, আমাদের সকলের ভিতরে একটি ভ্রাতৃত্ববোধ ও একটি  আন্তরিকতাবোধ সম্পর্ক রেখে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। একটা সম্প্রতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।

 তিনি আরও বলেন, আমরা একজন বাংলাদেশী হিসেবে আমাদের দেশীয় সাংস্কৃতিকে প্রাধান্য দিয়ে "সবার আগে বাংলাদেশ " এই উপলব্ধি টুকু চিন্তা করেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। 

বৈশাখী এ শোভাযাত্রায় অংশ নেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রার্থী আব্দুস সালাম,  যুগ্ম আহবায়ক, আলমগীর হোসেন শিশির, থানা যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ঢালী, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মেহেদী হাসান রুবেলসহপ্রমুখ।

এমএসএম / এমএসএম

উত্তরায় ডিএনসিসি নির্মিত "মুগ্ধ মঞ্চের" উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান