ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সিটি মেয়রের নির্দেশ উপেক্ষিত

অভিভাবকহীন চকবাজারে ফুটপাতে কোটি' টাকার চাঁদাবাজি !


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৯-২০২১ দুপুর ১:১১

স্থানীয় কাউন্সিলর গোলাম হায়দার মিন্টুর অকাল মৃত্যুতে এলাকাটি অভিভাবকহীন হয়ে পড়ায় চট্টগ্রাম নগরীর চকবাজারের সড়ক-ফুটপাত অবৈধভাবে দখলের প্রতিযোগিতা।  চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী নিজে উপস্থিত হয়ে চকবাজারের অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে ফুটপাতে দোকান না বসাতে নির্দেশ দিলেও মেয়রের আদেশ অমান্য করেই চলছে চক্রটি। 
কাঁচাবাজার থেকে শুরু বিভিন্ন পণ্যেও অবৈধ দোকান বসিয়ে মাসে প্রায় অর্ধকোটি টাকার নীরব চাঁদাবাজি চলছে। সেই হিসেবে শুধু এই খাতে বছরে ৫/৬ কোটি টাকার চাঁদা  তোলার খবর পাওয়া গেছে। 
স্থানীয় ও পথচারীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বারবার উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে আসলেও অবৈধ স্থাপনা উপচ্ছেদ করে মেয়র বাড়ি পৌঁছার আগেই সড়ক দখল করে ফের দোকান বসানোর অভিযোগ রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এস্টেইট শাখার কিছু লোকজন ও বাজারের ইজারাদার অবৈধ স্থাপনা বসানোর কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের মতে, এসব দখল চাঁদাবাজির নেপথ্যে সিটি কর্পোরেশনের লোকজন ও পুলিশের সোর্স এবং স্থানীয় রাজনৈতিক কিছু ধান্ধাবাজ নেতা জড়িত রয়েছে। চকবাজার এলাকায় বিভিন্ন বির্তকিত কর্মকান্ডের কারণে গত এক বছরে চকবাজার থানার তিন ওসি পরিবর্তন হলেও, অপরিবর্তিত রয়েছে সড়ক ফুটপাতের এসব নৈরাজ্য। 
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে চকবাজারের ভয়াবহ চিত্র। ধনিরপুল থেকে ফুলতলা সড়কটি নরক যন্ত্রণায় পরিণত হয়েছে। সড়কের দু'পাশে গড়ে উঠেছে অবৈধ কাঁচাবাজার। এই সড়কে দৈনিক কয়েক লাখ মানুষের চলাচল রয়েছে। সরু এই সড়কে এমনিতেই যানজট লেগে থাকে সারাবছর। তার উপর অবৈধ দোকানপাটে তিক্ত-বিরক্ত মানুষ। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী দায়িত্ব গ্রহণের পর ব্যাপক অভিযান চালায় সড়কটি দখলমুক্ত করতে। এতেও সুফল আসেনি। উল্টো এসব অবৈধ দোকানী আগে ফুটপাতে বসে ব্যবসা পরিচালনা করতে দেখা গেলেও, চসিকের অভিযানের পর থেকে ভ্যান গাড়িতে ব্যবসা করছে৷ এতে করে আগের চেয়ে সড়কের অধিক জায়গা তাদের দখলে চলে গেছে। 
এসব দোকানীর সাথে কথা বলে জানা গেছে, তারা এককালীন পঞ্চাশ হাজার টাকা ও দৈনিক দুইশো টাকা চাঁদার বিনিময়ে এখানে ব্যবসা করছেন। সড়ক ফুটপাতের এসব দোকানের কারণে চসিক পরিচালিত কাঁচাবাজারের ব্যবসায়ীদের রীতিমতো লস গুনতে হচ্ছে। বাজারের দ্বিতীয় তলাও সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর  পেছনে বাজারের ইজারাদারও জড়িত বলে জানান ব্যবসায়ীরা। 
চকবাজার এলাকা জুড়ে দেখা গেছে সড়ক ও ফুটপাত দখলের প্রতিযোগিতা। বিশেষ করে বিকাল হতে বেড়ে যায় ভাসমান দোকানের সংখ্যা। তেলপট্টি মোড় থেকে অলি খাঁ মসজিদ মোড়, সেখান থেকে গোলজার মোড় হয়ে কেয়ারিসহ চট্টগ্রাম কলেজের  হোস্টেল গেইট পর্যন্ত দেখা গেছে ভাসমান দোকান। আর পুরো চকবাজার ঘিরে অন্তত পাঁচশো দোকান বসে প্রতিদিন। সন্ধ্যার পর বিভিন্ন গ্রুপের লোকজন এসে ব্যবসার ধরণ অনুযায়ী টাকা নিয়ে যায়। দিনে অন্তত চার দফা চাঁদা দিয়ে ব্যবসা করছে এসব দোকানী। 
আর এসব অপকর্মে পিছিয়ে নেই পুলিশও। ডিউটি পুলিশ একদফা, থানার ক্যাশিয়ার পরিচয়ে কথিত ব্যক্তি আরেক দফা টাকা তুলে, এমন অভিযোগ হকারদের। প্যারেড মাঠের পূর্ব পাশে রয়েছে ১০/১৫টি টঙ চায়ের দোকান। এখানে বসে বখাটেদের আড্ডা। ইভটিজিং থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে প্রায়শই ঘটে সংঘাত-সংঘর্ষ। লালচাঁদ সড়কে অবস্থিত চকবাজার থানা। আর থানার দু'পাশেই সড়কজুড়ে অন্তত ৫০টি দোকান বসে। 
চকবাজারের সড়কে অবৈধ ভাবে গড়ে উঠেছে বেশ কয়েকটি পরিবহন স্ট্যান্ড। এখান থেকে নগরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য রেজিস্ট্রেশন বিহীন গাড়ি। কেয়ারি মার্কেটের সামনে দুইটি, গোলজার মোড়ে একটি ও অলিখাঁ মসজিদ মোড়ে একটি অটো টেম্পো স্ট্যান্ড রয়েছে। ধনিরপুল থেকে রাহাত্তারপুল সড়কে ব্যাটারি চালিত নিষিদ্ধ টমটম কিছুদিন পরপর চলতে দেখা যায়। আবার পুলিশের অভিযানের মুখে বন্ধ হয়ে যায় এসব টমটম। এ বিষয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, এলাকায় ফুটপাতগুলো পুলিশ চাইলেও অনেক সময় উচ্ছেদ করার সম্ভব না, মোবাইল কোর্টের অভিযানের উচ্ছেদ করা প্রয়োজন। ফুটপাতে অবৈধ স্থাপনায় পুলিশের কেউ জড়িত নাই বলে দাবি করেন।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন