ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অ্যালামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য হলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৩:২২

 মো. মোস্তাফিজার রহমান (রাজু মোস্তাফিজ) রাজশাহী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অ্যালামনাই এসোসিয়েশন এর লাইফটাইম মেম্বার হলেন। আজীবন সদস্য নং-৫৯৩০
রাবিয়ান রাজু মোস্তাাফিজ নিঃসন্দেহে সোনার চামুচ মুখে স্পর্শ করেই পৃথিবীর মুখ দেখেছে৷ ব্যবসায়ী  বাবার অনেকগুলো মেয়ের পর একটি পুত্র সন্তান হলে স্বভাবতই যা হয়।  যদিও রাজুর পরে আর একটি ভাই এসেছে। তবে বড় ছেলে হিসেবে রাজুর আদর যতটা সেরাই থেকে গেছে। ছোটবেলা থেকেই টিপটপ চলেফেরা,চোখধাঁধানো  বিদেশি সাইকেলে চেপে  স্কুলে যাওয়া আসা, সবকিছু মিলে একজন রাজপুত্রের ভাবসাব আদলে রাজুর বেড়ে ওঠা। সেই রাজু কেন বিশ্ববিদ্যালয় জীবন শেষে কর্মজীবনে এসে কুড়িগ্রামেই ফিরে  সাংবাদিকতার মত একটা চ্যালেঞ্জিং পেশা বেছে নিল?  
রাজু মোস্তাফিজ আসলে আরাম আয়েসি রাজসিক জীবনের মাঝে কুড়িগ্রামের নদীভাঙা, দুর্গম চর অঞ্চলের পিছিয়ে পড়া সাধারণ  জনগোষ্ঠীর দুঃখগাঁথা জীবনের প্রতিচ্ছবি তার নিজের হৃদয়ে পুষিয়ে রেখেছিল।  তাই  শব্দ শ্রমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই বিশ্ববিদ্যালয় রিপোর্টার হয়ে দৈনিক রুপালী পত্রিকায় কাজ শুরু করে। এরপর ১৯৯৩ সালে    জনকণ্ঠ পত্রিকায় যোগদান করে। সাংবাদিকতা জীবনে বহু প্রতিকুলতার  মাঝে তাকে পড়তে হয়েছে। বার বার প্রতিপক্ষের আক্রমণ এসেছে । তবে মানুষের অকুন্ঠ ভালবাসায় আজও সে নীরবে নীরলে কাজ করে যাচ্ছে  । এরপর ২০১২ সালে ইলেকট্রনিক্স  মিডিয়া ৭১টিভিতে রাজু যোগ দেয়।  আজও  এই টিভির সংবাদাদাতা হিসেবে কাজ করছে। মূলতঃ প্রান্তিক মানুষকে নিয়েই তার কাজ। সাংবাদিকতায় রাজু মোস্তাাফিজের উল্লেখযোগ্য কাজের মধ্যে  কুড়িগ্রামের ফতোয়া আর দোররা নিয়ে প্রচুর লেখালেখি করা। এবং এই অভিশাপ বন্ধ করা। সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের নেতৃত্ব দেয়াও  জীবনে একটা বড় চ্যালেঞ্জ   । রাজু মোস্তাাফিজ প্রায় চার বছর ধরে প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছে। 
দোররার কথা এলে  উলিপুরের হাজরার কথা আসে।  হাজরাকে  নিয়ে টানা ২ বছর ফলোআপ রিপোর্ট করে রাজু মোস্তাাফিজ সবার দৃষ্টি কাড়ে।  আন্তর্জাতিক বহু মিডিয়ায় রাজুর রিপোর্ট এসেছিল। "এগিয়ে যাবে কুড়িগ্রাম" এই প্লাটফর্মে রাজু এখন কাজ করছে। যার মাধ্যমে কুড়িগ্রামের প্রায়  গরীব মেধাবী আর্থিক অসচ্ছল   ৪০/৪২ জন ছাত্র ছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।ইতোমধ্যে অনেকে পড়াশোনা শেষ করে  এখন  চাকরি করছে। 
নির্ভীক সাংবাদিকতার পাশাপাশি রাজু  তার নিজস্ব ব্যবসার দেখভাল করছে।  এর ফলশ্রুতিতে কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির সম্পাদকের দায়িত্ব পালন করছে।  ব্যক্তিগত জীবনে রাজু এক পুত্র সন্তানের জনক।একমাত্র ছেলে সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। মিসেস কুড়িগ্রামে একটি কলেজে অধ্যাপনা করছেন।  
সবকিছু ছাপিয়ে রাজু মোস্তাাফিজ  স্বপ্ন দেখে একটি  অসাম্প্রদায়িক আর বৈষম্যহীন দেশ গড়ার। সেই লক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের প্রিয় সারথি, রাজু মোস্তাফিজ এগিয়ে যাক ------শব্দশ্রমিক হিসেবে বেঁচে থাকুক হিমালয়ের পাদদেশে উত্তরের প্রান্তিক জেলা কুড়িগ্রামের প্রান্তিক মানুষের সুখ দুঃখের সাথে।

এমএসএম / এমএসএম

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন