ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৫ রাত ৯:১০

হিমোফিলিয়া (Hemophilia) একটি রক্তক্ষরণজনিত রোগ, যেখানে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধতে পারে না। এতে আক্রান্ত ব্যক্তির শরীরে কোন কাটাছেঁড়া বা আঘাত লাগলে রক্তপাত বন্ধ হতে অনেক বেশি সময় লাগে। দেশে হিমোফিলিয়া রোগীর মাত্র ১০ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত ও চিকিৎসার বাইরে রয়ে গেছেন ৯০ শতাংশ রোগী। শনাক্ত রোগীরা পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছেন না; আবার চিকিৎসাও বেশ ব্যয়বহুল। হিমোফিলিয়া নিয়ে সমাজে কুসংস্কারও আছে। এজন্য দরকার হিমোফিলিয়া তথা সকল রক্তক্ষরণজনিত রোগের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত ও সঠিক রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা।
বৃহস্পতিবার বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও আলাদা আলাদা গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এ সময় বক্তব্য রাখেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ প্রমূখ। র‌্যালি পরিচালনা করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ।
দিবসটি উপলক্ষ্যে বেলা সাড়ে দশটায় হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ঢাকা ক্লাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। রোস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এই বৈঠকে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আক্তার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী, পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার লাইন ডিরেক্টর ডা. মো. জয়নাল আবেদীন টিটো, অসংক্রামকব্যাধি নিয়ন্ত্রণের লাইন ডিরেক্টর ডা. সৈয়দ জাকির হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাদের গণি চৌধুরী প্রমূখ।
এ সময় হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমীন লুৎফুল কবীর, সাধারণ সম্পাদক ডা. মো আদনান হাসান মাসুদ, হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি নাজমুল আলম, সাধারণসম্পাদক আবু সাঈদ আরিফ, অন্যান্য স্বনামধন্য হেমাটোলজিস্টবৃন্দ, রোগীদের প্রতিনিধি এবং রোস বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, এসব রোগীদের জন্য একটি কেন্দ্রীয় রেজিস্ট্রি প্রণয়ন, হিমোফিলিয়া গাইড লাইন চূড়ান্তকরণ এবং তাদের চিকিৎসায় স্বল্পমূল্যে জরুরী ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা ক্লাবেই একটি বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করে। উক্ত অধিবেশনে অতিথি হিসেবে ছিলেন সিনিয়র হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. এবিএম ইউনূস এবং অধ্যাপক ডা. সালমা আফরোজ। বৈজ্ঞানিক অধিবেশনটিতে হিমোফিলিয়া রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা, হিমোফিলিয়া রোগীদের শল্য চিকিৎসা সম্পর্কিত গাইডলাইন এবং হিমোফিলিয়া রোগীদের জীবনযাপনের গুণগতমান উন্নতকরণের উপর তিনটি গবেষণাপত্র পাঠ করা হয় এবং এসব বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ আলোচক হিসেবে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মো. আব্দুস শাকুর, অধ্যাপক মো. মনিরুজ্জামান, রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস, ডা. গুলজার হোসেন, ডা. জান্নাতুল ফেরদৌস প্রমূখ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

এমটিবি’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মেঘনা ব্যাংক-এর “চট্টগ্রাম টাউনহল সভা ২০২৫’’ সফলভাবে অনুষ্ঠিত

রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেড-এর ডিএসই পরিদর্শন

জেমেনাই এআই ও ৬ বছরের আপডেট সুবিধা নিয়ে দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি

তারল্য সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের প্রায় ৪০ কোটি টাকা পরিশোধ করলো বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড

লাইট অব হোপ ভেঞ্চারসের এসএমই অ্যাক্সেলারেশন প্রোগ্রামের দ্বিতীয় ধাপ শুরু

কুমিল্লা অঞ্চলের ১৯ জন শাখা ব্যবস্থাপককে অনুপ্রাণিত করল ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট”

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ

অরিজিন জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টারে জাপানি প্রতিষ্ঠানের সিলেকশন অনুষ্ঠিত

দেশে নেশা পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ইকোনমিক জোন অথরিটি (বেজা) এর অনুমোদন আগামী প্রজন্মের স্বাস্থ্য ক্ষতির কারণ