ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কেন্দুয়ায় সরকারি গাছ কেটে দোকান নির্মাণ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ৪:১০
 নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গড়াডোবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সরকারি জায়গার বেশ কিছু গাছ কেটে ফেলে দোকান নির্মাণের কাজ করছেন গড়াডোবা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নেতা রফিক মিয়া নামে এক ব্যক্তি। তিনি গড়াডোবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য। তিনি প্রকাশ্যে এমন অপরাধ করে চললেও ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাচ্ছেনা। এই সংবাদ পেয়ে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান গিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও শিক্ষকদের সাথে আলোচনা করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এবং তিনি পরবর্তীতে জায়গা মেপে প্রয়োজনীয় ব্যবস্হা নেবেন বলে জানান। 
কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে বিএনপির নেতা ঐ জায়গায় দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্হলে গিয়ে নির্মাণ কাজের ভিডিওচিত্র ধারণ করেন। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে বিএনপি নেতা রফিকের বিরুদ্ধে অভিযোগ করেন। এ সময় সাংবাদিকরা অভিযোগকারিকে ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করলেও শ্রমিকদের কাজের সচিত্র প্রমাণ আছে বললে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন এবং একপর্যায়ে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। সেটার কলরেকর্ডও সংরক্ষিত আছে। অত্র 
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হারুন অর রশীদের কাছে জানতে চাইলে তিনি জানান,এসিল্যান্ড মহোদয় এসে আমাদের সাথে আলোচনা করে কাজ বন্ধ করে দিয়ে যান। বন্ধের পরও তিনি কাজ শুরু করে থাকলে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
 
এ বিষয়ে ইউএনও এমদাদুল হকের কাছে ওয়াটসঅ্যাপে তথ্য প্রমাণ দিয়ে অবগত করলে তিনি বলেন,আমি এসিল্যান্ডকে যাওয়ার নির্দেশনা দিয়েছিলাম। ওনাকে একটু জিজ্ঞেস করুন।
এসিল্যান্ডকে বারবার কল দিয়ে রিসিভ না করায় সরাসরি অফিসে গিয়ে কথা বললে তিনি বলেন,  আমি গিয়ে ওখানকার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। গড়াডোবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল,শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলোচনা করে জায়গাটি মাফার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব বলে এসেছি। 
আমার নির্দেশনা অমান্য করার প্রমাণ আপনাদের মাধ্যমে পেয়েছি। ওখানের জায়গা মেপে যদি সরকারি জায়গা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে  আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা