চৌগাছার পৌর পশুহাট নিয়ে ষড়যন্ত্র যেন থামছেই না

যশোরের চৌগাছার ঐতিহ্যবাহি পৌর পশুহাট নিয়ে আবারও নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিগত বছর গুলোতে পাশ্ববর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া পশুহাটের ইজারাদার একের পর এক মামলা দিয়ে পশুহাটটি ধ্বংশের ষড়যন্ত্র করে, ৫ আগষ্টের পরিবর্তীত পরিস্থিতির পর এবার চৌগাছার এক ব্যবসায়ী মহামান্য আদালতে মামলা করে হাট ধ্বংশে মেতে উঠেছে অভিযোগ স্থানীয়দের। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে চৌগাছার পশুহাট চৌগাছায় থাকবে এমনটিই মনে করছেন হাট সংশ্লিষ্ঠসহ উপজেলার সচেতন মহল।
এক সময়ের জমজমাট চৌগাছার পশুহাট জায়গা সংকটের কারনে বন্ধ হয়ে যায়। বছরের পর বছর হাট বন্ধ থাকলেও কেউ কোন উদ্যোগ নেয়নি, এমন পরিস্থিতিতে সাবেক পৌর মেয়র ও স্থানীয় ব্যবসায়ীদের ঐকান্তিক প্রচেষ্টায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের টেংগুরপুর ঋষিপাড়া সংলগ্ন মনোরম পরিবেশে পুনরায় পশুহাট বসে এবং অল্প দিনেই তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কিন্তু এটি পাশ্ববর্তী মহেশপুর উপজেলার পুুড়াপাড়ার পশুহাটের ইজারাদার ভালো ভাবে নেয়নি, তিনি আদালতে মামলা করেন। তার অভিযোগ ছিলো একই দিন ও দুরত্ব কম তাই তার হাটে পশু উঠছে না। আদালতে মামলা হওয়ায় চরম বিপাকে পড়েন চৌগাছা পৌর কর্তৃপক্ষ। একপর্যায়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে সে সময়ে হাটটির বার পরিবর্তন হয় এবং যথারীতি চলতে থাকে। কিন্তু নতুন বাংলাদেশের নতুন বছরে অর্থাৎ ১৪৩২ বাংলা সনের কিছু আগে এবার হাটের বিপক্ষে পুনরায় মামলা করেছেন চৌগাছার বিসিআইসির সার কিটনাশক ব্যবসায়ী শয়ন ট্রের্ডাসের মালিক আতিকুর রহমান লেন্টু। তার মামলার খবরে হতবিহবল হয়ে পড়েন হাটে নিযুক্ত ব্যক্তিসহ উপজেলার সর্বস্তরের মানুষ। অনেকে প্রশ্ন করেন পাশ্ববর্তী জেলার লোকজন চৌগাছার পশুহাটটি ধ্বংশের জন্য জোকের মত লেগে আছে, সে সময় ছিলো আওয়ামীলীগের শাসনকাল এখন নতুন বাংলাদেশে এসে চৌগাছার মানুষই হাটের বিপক্ষে আদালতে মামলা করলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, চৌগাছা পৌর পশুহাটের সাবেক ইজারাদার আবিদুর রহমান লালু করোনা কালিন সময়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ্য হয়েছেন মর্মে আদালতে একটি রিট করেন এবছর যাতে তিনিই হাট পান একটি আদেশ নিয়ে আসেন। পৌর কর্তৃপক্ষ আদালতের আদেশে বিগত তিন বছরের আয়ের গড়ের উপর দশ শতাংশ বৃদ্ধি করে তাকে হাট দিতে যুক্তিবদ্ধ হয়। পহেলা বৈশাখ হতে তিনি হাট পরিচালনা করবেন। চুক্তিবদ্ধ হওয়ার পর চৌগাছার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু গড় আয়ের উপর ৩৮ শতাংশ বেশি দিবেন বলে আদালতে একটি রিট করেন। আদালত তার আবেদন আমলে নিয়ে ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেন এবং আদালত চালু হলে ৭ কর্মদিবসের মধ্যে রিট মিমাংশা হবে বলে জানা গেছে। স্থগিতাদেশ পাওয়ার পর পৌর কর্তৃপক্ষ পহেলা বৈশাখ হতে পৌরসভার কর্মকর্তা কর্মচারী হাটে খাস আদায় করবেন বলে সিদ্ধান্ত নেন এবং যথারিতী খাস আদায় চলছে।
একাধিক সূত্র জানায়, পৌরসভার খাস আদায়কে বিতর্কিত করতে আদালতে মামলা করা ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু গণমাধ্যমে ভুল, মিথ্যা তথ্য পরিবেশন করে একটি মনগড়া খবর প্রকাশ করেন। যা দেখে পৌর কর্তৃপক্ষসহ সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার হাটের দিন সরেজমিনে যেয়ে দেখা যায়, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, পৌরসভার সহকারী প্রকৌশলী রুহুল আমিন, থানার এসআই উত্তম কুমারসহ উর্দ্ধতন কর্মকর্তারা হাটের খাজনা আদায় পর্যবেক্ষন করছেন।
হাটে গরু বিক্রি করতে আসা মহেশপুরের সোলাইমান হোসেন, চৌগাছার ইব্রাহিম হোসেন, আশা বলেন, এই হাটে গরু ছাগল ক্রয় বিক্রয় করতে এসে আমরা খুবই খুশি, কেননা এখানকার পরিবেশ বেজায় ভালো হাটের সাথে যুক্ত সকলের ব্যবহারে আমরা মুগ্ধ। তবে শংকায় আছি হাটে তো মামলা হয়েছে একারনে হাটটি বন্ধ না হয়ে যায়, বন্ধ হলে আমাদের মত মানুষ চরম অসহায় হয়ে পড়বে।
এ ব্যপারে আদালতে রিট দায়েরকারী আতিকুর রহমান লেন্টু বলেন, আমি সরকারী রেভিনিউ বৃদ্ধির লক্ষে বেশি দরে হাট পেতে আদালতে রিট করেছি। মহামান্য আদালতের সিদ্ধানের অপেক্ষায় আছি।
আবিদুর রহমান লালু বলেন, নতুন বছরে হাট পেতে আমি পৌর কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হই এরপর আদালতে মামলা হলে চুক্তি স্থগিত হয়েছে, পৌরসভা খাস আদায় করছেন, আমি আদালতের আদেশের অপেক্ষায় প্রহোর গুনছি।
পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, আদালতের নির্দেশ মোতাবেক আমরা চুক্তি স্থগিত করি এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে হাটে খাস আদায় চলছে। মহামান্য আদালতের আদেশ পেলে সেনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১
Link Copied