ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

অবিশ্বাস্য হলেও সত্য এক বোটাই লাউ ধরেছে ৩২টি


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৯-৪-২০২৫ বিকাল ৫:১

অবিশ্বাস্য হলেও সত্য একটি লাউ গাছের এক বোটাতে একে একে ৩২টি লাউ ধরেছে। ইতোমধ্যে দু’টি লাউ গাছ মালিক রান্না করে খেয়েছেন। এখনও যে ৩০টি লাউ আছে তারমধ্যে অনেক গুলোই খাওয়ার উপযোগী হয়ে উঠেছে। প্রতিদিনই এটি দেখার জন্য ভিড় করছেন মানুষ। গাছ মালিক চৌগাছার যাত্রাপুর গ্রামের উসমান আলী সরদার। তিনি কৃষি কাজের পাশাপাশি যাত্রাপুর জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন।
উপজেলার হাকিমপুর ইউনিয়নের একটি গ্রাম হচ্ছে যাত্রাপুর। গ্রামের কৃষক উসমান আলী সরদার প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমে বসত ঘরের পাশেই একটি লাউ এর বীজ রোপন করেন। যথারীতি চারা বের হয় এরপর কৃষক লাউ গাছটির জন্য বাঁশ খুটি ও কুনচির সাহায্যে একটি মাচা (বান) দেন। গাছটির খাদ্যের কোনই ঘাটতি নেই সে কারনে অল্প দিনেই লতার পর লতা বের হয়ে গোটা মাচা ঢেকে যাই। এরপর শুরু হয় লাউ ধরা। গৃহস্থ্য বেশ কিছু লাউ কেটে খেয়েছেন এমনকি নিকট প্রতিবেশিকেও দিয়েছেন। সম্প্রতি একটি লাউ তুলতে যেয়ে তিনি দেখেন মাচার উপরে গাছের লতা পাতার পরে অনেক গুলো লাউ। কৌতুহল বশত তিনি মাচায় জায়গা করে লাউ গুলো নিচের দিকে ঝুলিয়ে দেন এবং দেখেন একটি বোটাতে ৩২ টি লাউ ধরেছে। হতবাক হয়ে যান কৃষক উসমান সরদার। আসলে কি ভাবে এটি সম্ভব একটি বোটাতে একটি নয় দুটি নয় একে একে ৩২ লাউ। তিনি বেশ যতবান হয়ে উঠেন ওই লাউ গুলোর প্রতি এবং বোটা হতে দুই দিনে দুটি লাউ কেটে খেয়েছেন। বাকি ৩০টি লাউ যাতে সুন্দর স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে সে লক্ষে কিছুটা বাড়তি শ্রম দিতে থাকেন। এ খবর ছড়িয়ে পড়লে দুর দুরন্ত হতে মানুষ ওই বাড়িতে ভিড় করতে থাকেন এবং প্রকৃতির এই অপরুপ দৃশ্য মনোযোগ সহকারে দেখেন।
গতকাল সরেজমিনে যেয়ে দেখা যায়, লাউ গাছের ওই বানের কাছে বেশ কিছু মানুষ ভিড় করে আছে। তারা সৃষ্টির অপরুপ দৃশ্য দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করতেও ভুল করেননি। এ সময় কথা হয় লাউ গাছের মালিকের ছোট ভাই লোকমান হোসেনের সাথে। তিনি বলেন, বড় ভাই প্রতি বছরই এখানে লাউ গাছ লাগান এবছরই সেই একই ভাবে একটি গাছ লাগান। হঠাৎ করেই দেখা গেছে লাউ গাছের এক বোটাতে ৩২ টি লাউ। এ খবর ছড়িয়ে পড়লে প্রতি দিনই এখানে মানুষ এটি দেখাতে ভিড় করছেন।
স্থানীয়রা বলছেন এটি একটি প্রকৃতির খেলা, তা না হলে একটি বোটাতে একটি না দুটি না ৩২ টি লাউ ধরা তো সহজ কথা নই। প্রতিটি লাউ কিন্তু বড় হচ্ছে এবং তা খাওয়ার উপযোগী হয়ে উঠছে। গ্রামে বিভিন্ন জায়গা হতে উৎসুক মানুষ আসছেন তারা ছবি তুলছেন কেউ ভিডিও করছেন। যে কারনে লাউ গাছের মালিক এখন বাকি লাউ গুলো না কাটার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুুসাইন বলেন, লাউ গাছটির যখন পূর্ণ বয়স হয়েছে ঠিক সেই সময়ে একটি বোটাতে এক সাথে অনেক গুলো স্ত্রী ফুল বের হয়েছে। আর ফুল গুলো পরাগয়ন হওয়ায় প্রতিটি ফুলেই লাউ ধরেছে। আমি বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা