আটোয়ারীতে কাগজ-কলমে এতিম দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বেলাল পল্লী শিশু উন্নয়ন এতিম খানা কাগজ-কলমে এতিম দেখিয়ে, গত দুই বছরে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টের বরাদ্দ প্রায় আট লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ উঠেছে মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে।মাদরাসার এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করে,দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবী স্থানীয়দের।
তথ্যানুযায়ী জানা যায়,কৃষি মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী আটোয়ারী এলাকার বেলাল হোসেন মাদরাসাটি ২০২১ সালে স্থাপন করে,নিবন্ধন নেন যার নম্বর ২১৭।২০২২-২৩ অর্থ বছর থেকে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত হয়। ওই বছর ১০ জন এতিমদের মাসে দুই হাজার করে দুই কিস্তিতে দুই লাখ চল্লিশ হাজার টাকা উত্তোলন করে।২০২৩-২০২৪ অর্থ বছরে ২২ জন এতিম শিশুর জন্য দুই কিস্তিতে ৫ লাখ ২৮ হাজার টাকা উত্তোলন করে।২০২৪-২৫ অর্থ বছরে ২৫ জন ছাত্রের জন্য প্রথম কিস্তির ৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে।সেই বরাদ্দের টাকা উত্তোলন করতে সমাজসেবা অফিসে মাদরাসা কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়,চলতি অর্থ বছরে ২৫ জন এতিমের অনুকূলে ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ হয় তিন লাখ টাকা।তবে প্রতিষ্ঠানে কোন ছাত্রের দেখা মিলেনি।মাইন উদ্দিন নামের একজন শিক্ষকের দেখা মিললেও কিছু তথ্য চাওয়ায় পরিচয় বদলে ফেলেন তিনি মাদরাসার কেউ না।সরকারি বইয়ের স্থুপ পড়ে আছে রুমে।নামমাত্র রান্নাঘর আছে তবে সেখানে যে কয়েক বছরে রান্না হয়না তা স্পষ্ট।
স্থানীয়রা জানান,মাদরাসায় পড়ালেখাতো দুরের কথা,সেখানে কোন ছাত্রই নাই।বেতনভুক্ত কোন শিক্ষক রাখেননি মাদরাসার প্রতিষ্ঠাতা বেলাল হোসেন।তবে মাঝেমধ্যে মাইন উদ্দিন নামে একজন হুজুর আসে।
মাদরাসা কমিটির সাধারন সম্পাদক আল আমিন বলেন,বরাদ্দ বা ছাত্রের বিষয়ে কিছু জানিনা।কয়েকদিন হল আমাকে কমিটিতে অলিখিত দায়িত্ব দেওয়া হয়। বরাদ্দ ও ছাত্রের বিষয়ে আগের কমিটি ভাল বলতে পারবেন।
তৎকালিন মাদরাসা কমিটির সাধারন সম্পাদক মো.ওমর ফারুক বলেন,আগে ছাত্র ছিল, রান্নাও হয়েছে প্রতিদিন।একজন ছাত্রের জন্য কি দুই হাজার টাকা দিয়ে চালানাে সম্ভব।তারপরও চালানো হয়েছে।আমি ছয় মাস আগে কমিটি থেকে বের হয়ে আসছি।এখন কি অবস্থা বলতে পারবোনা।
এ বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা বেলাল হোসেনের সাথে মুঠোফোনে বার বার কল দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
আটোয়ারী উপজেলা সমাজসেবা অফিসার মো.আবু তাহের বলেন,এ কর্মস্থলে আমি নতুন।আগে কি হয়েছে তা বলতে পারবোনা, তবে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম কিস্তির বরাদ্দ হয়েছে।আমি মাদরাসা পরিদর্শন না করে, বিল ছাড় করবোনা।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!
পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)
Link Copied