ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ভাষানচর নিয়ে সন্দ্বীপি ষড়যন্ত্রের প্রতিবাদে সম্মিলিত সামাজিক সংগঠনের মানববন্ধন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৩:৪৪

নোয়াখালীর হাতিয়াধীন ভাষানচরের মালিকানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে হাতিয়া উপজেলার সম্মিলিত সামাজিক সংগঠন। 

সোমবার (২১এপ্রিল) সকাল থেকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ গেইটের সামনে প্রধান সড়কে সম্মিলিত সামাজক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় হাতিয়া উপজেলা সদরের প্রধান সড়কে দীর্ঘ সময় ধরে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে হাতিয়াবাসী। এসময় ভাসানচরের উপর অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে নানান স্লোগান দেয় উপস্থিত জনতা। শুধু তাই নয় তারা এসময় উপদেষ্টা ফাওজুল কবির খানের পদত্যাগের দাবি করে। 

সম্মিলিত সামাজিক সংগঠনের পক্ষে বক্তব্য দেন সহকারি অধ্যাপক আনম শামীম খান, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ভাসানচর একটি মিমাংসিত বিষয়। এটিকে সন্ধীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উসকানি দেওয়া হচ্ছে। এই বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছেন সন্ধীপের বাসিন্দা ও বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্ঠা ফাওজুল কবির খান। যা কোন অবস্থাতে মেনে নেওয়া হবে না। আঞ্চলিক শান্তি বিনষ্ট করার কারণে এই উপদেষ্ঠার পদত্যাগের দাবি জানান তারা।

এর আগে ভাসানচর ইস্যুতে হাতিয়াবাসী চলতি মাসের ৮ তারিখ থেকে বিভিন্ন সময় আন্দোলন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে। রাজধানী, চট্টগ্রাম ও নোয়াখালী সদরে দ্বীপবাসী এ আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। 

এছাড়া ১৭ এপ্রিল 'নিরাপদ নোয়াখালী চাই’ সংগঠনের সভাপতি সাইফুর রহমান রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী নীলু ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে চট্টগ্রাম ও নোয়াখালী প্রশাসক বরাবর লিগ্যাল নোটিশ পাঠান।

জানা যায়, নোয়াখালী থেকে সন্ধীপ আলাদা হয় ১৯৫৪ সালে। এর পর সাগরে জেগে উঠা নতুন এসব চর নোয়াখালী জেলার সাথে রেখে সরকারি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে । ইতিমধ্যে ভাসানচরে দিয়ারা জরীপ পরবর্তী ৬টি মৌজায় অন্তর্ভুক্ত করা হয়। পরে হাতিয়া উপজেলাধীন বনবিভাগ ২০০২-২০০৩ সালে বনায়ন সৃজন করে। ২০১২ সালের ১৮ ডিসেম্বর নোয়াখালী বনবিভাগেরও গেজেটভুক্ত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প হিসেবে ভাসানচরকে হাতিয়া উপজেলার প্রশাসনিক এলাকার মধ্যে নিরাপত্তাসহ রাষ্ট্রীয় সকল ধরনের কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সরকারের এই গেজেট উপেক্ষা করে ভাসানচরকে সন্ধীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হাতিয়া সহ জেলা, চট্টগ্রাম ও রাজধানীতে ভাসানচর রক্ষা আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী