ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

রৌমারীতে ৫৩ বছরেও হয়নি সেতু, দুর্ভোগে ৪০ হাজার মানুষ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৪:০

স্বাধীনতার ৫৩ বছর পরেও কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা এলাকায় হলহলি নদীর ওপর তৈরি হয়নি একটি সেতু। শুধুমাত্র একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহা চ্ছেন ১৯টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ।বর্ষা কালে নৌকা, আর খরার সময় বাঁশের সাঁকোই পথচারী ও শিক্ষার্থী দেও নদী পারাপারের এক মাত্র উপায়।বাধ্য হয়ে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের অস্থায়ী সেতু নির্মাণ কওে চলাচল করলে ওবর্ষায় সেটি ভেঙে যায়। এর মধ্যে গত বর্ষায় নৌকা ডুবির ঘটনায় এক জনার মৃত্যু হয়।

সওে জমিনে দেখা যায়, রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের ১৯টি গ্রামের মানুষের উপজেলায় আসাযাওয়ার এক মাত্র রাস্তা হলহলিয়া নদী। এই নদীর উপর দিয়ে কাজাইকাটা, চর কাজাইকাটা,শান্তির চর, খরানিরচর,ফুলকার চর, সোনাপুর, গেন্দার আলগা, নামা জের চর, খেয়া রচর,আন্দ বাজার, ডিগ্রীরচর, বাংলা বাজার, চর ইটালুকান্দা, লাউবাড়ি, উত্তর নামাজের চর, জাহাজের আলগা, দই খাওয়ার চর, হবিগঞ্জ ও ফুলকার চর গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের চলাচলের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এলাকাবাসির দীঘর্ দিনের দাবি একটা সেতুর।

বিভিন্ন সময় নির্বাচনের আগে জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা একাধিকবার নদীর ওপর সেত ুনির্মাণের প্রতিশ্রুতি দিলেওতা বাস্ত বায়ন হয়নি। ফলে দুর্ভোগ ঘোচেনি ১৯ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের। জমির ফসল বাজাওে নিয়েযাওয়া, স্কুল কলেজ শিক্ষার্থী,গাড়ি চলাচল, চাক রিজীবি, ব্যবসায়ীসহ নানা  পেশার মানুষের গলার কাটা হয়েছে আছে এই নদী।একটি সেতুর অভাবে এই গ্রামের মানুষদের সারা বছর দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে স্কুলের কোমল মতি ছাত্র-ছাত্রী এবং গর্ভবতী মহিলাদের জন্য নৌকা পার হওয়া বেশ ঝুঁকিপূর্ণ। অত্র গ্রাম গুলোর মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির উন্নয়নের ক্ষেত্রে এখানে সেতু নির্মাণ অত্যš Íজরুরী বলে অনেকে দাবি করেন।

স্থানীয় বাসিন্দা মামুন মন্ডল বলেন, নদীতে ব্রীজনা থাকায় চরম ভোগান্তি আমাদের।শুধুমাত্র একটি সেতুর অভাবে আমরা প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হই।

ওই এলাকার জসর উদ্দিন বলেন, প্রতিদিন কোনোনা কোনো কাজে আমাদের দাঁতভাঙ্গাসহ রৌমারীতে যাওয়ার জন্য নদী পার হতে হয় এতে অনেক কষ্ট হয়। উৎপাদিত কৃষিপণ বাজাওে নিয়ে যাওয়ারজন্য ডাবল খরচ বহন করতে হয়। আমাদের প্রাণের দাবি একটা সেতু নির্মাণ কওে দিক।

চরশৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান একে এইচ এম সাইদুর রহমান জানান,উপজেলা মাসিক মিটিংএ অনেক বার বলেছি একটি সেত ুনির্মাণ করার জন্য। আমার এই অঞ্চলের মানুষের চলা ফেরা করতে নানা ধরনের কষ্ঠ ভোগ করতে হয়।

উপজেলা প্রকৌশলী এলজিইডি মো: মনছুরুল হক জানান, সরেজমিনে গিয়ে দেখে উদ্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, বিষয় টা আমার জানা আছে। স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে আমরা কাজ করছি। আশা করছি অতি তাড়াতারি জনস্বার্থে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের সোয়া দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষকের বিরুদ্ধে

‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

রাণীনগরে সড়ক পাকাকরণের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন