নেত্রকোনার খালিয়াজুরীর পিয়াইন নদীটি নিয়ম মাফিক খনন না হওয়ায় খরস্রোতা নদীতে চলছে কৃষিচাষ
গতকয়েক বছর আগে স্রোতস্বিনী রুপে বয়ে চললেও বর্তমানে চর জেগে ধু ধু বালিময় মাঠে পরিনত হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে নেত্রকোণার হাওর উপজেলা খালিয়াজুরীর উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদী।
অপরিকল্পিত খনন এবং সংস্কারের অভাবে নদীটি এখন নাব্যতা হারাতে বসেছে। ফলে নদীর তলদেশে পলি জমে বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর। হুমকির মুখে পরেছে বিখ্যাত লেপসিয়া বাজারের ব্যবসায়ীরা ও চরম বিপাকে পরেছে স্থানীয়রা। এখন যে নদীতে মাছ চাষ হওয়ার কথা সেখানে চলছে ধানসহ নানান ধরনের কৃষি চাষ। খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার থেকে পাঁচহাট হয়ে রানীচাপুর পর্যন্ত হাওরাঞ্চলের কৃষক ও জেলেদের সুবিধা বিবেচনা করে পুনরায় খনন করে নদীটি পরিপূর্ণ রূপে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের।
লেপসিয়া গ্রামের কৃষক সুমন মিয়া জানান,গত কয়েক বছর আগেও এই নদীতে অনেক পানি ছিলো। এই নদীর পানি দিয়ে আমরা কৃষি কাজসহ বিভিন্ন কাজে ব্যবহার করতাম। বছরে কোটি কোটি টাকার মাছ বিক্রি হতো এই নদী থেকে এখন তা ধু ধু মরুভূমিতে পরিনত হয়েছে। নদীতে পানি না থাকায় বিভিন্ন জায়গা থেকে বাজারে নৌকা ঢুকতে পারছেনা। এজন্য আসতে পারছে না পণ্য বা দুর-দুরান্তের ব্যবসায়ীরা। তাই ধ্বস নেমেছে বছরে কোটি টাকা রাজস্ব দেয়া এই বাজারটির ব্যবসা খাতে।
খালিয়াজুড়ি উপজেলার ২ নং চাকুয়া ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি রহমান মিয়া বলেন, একসময় এই নদী দিয়ে বড় বড় নৌকা যাতায়াত করতো। আজ এই পিয়াইন নদীতে ধান ও কৃষি চাষ হয় শুধু মাত্র অপরিকল্পিত খননের কারণে। শুনেছি ২০১৮-১৯ অর্থবছরে পিয়াইন নদীর ৪.৯২ কিলোমিটার খননসহ খাল খনন ও বাঁধ নির্মানের কাজ শুরু হয়ে শেষ হয় ২০২০-২১ অর্থ বছরে। কিন্তু এর পরের বছরেই আবার নদীটি ভরাট হয়ে যায়।
আমরা চাই খননের নামে প্রতি বছর সরকারের টাকা লুট না করে সঠিক ভাবে নদী ও খাল গুলো খনন করলে এই ভোগান্তির হাত থেকে বাচঁবে ইউনিয়ন বাসী।
পিয়াইন নদীর জলমহাল ইজারাদার মোঃ খলিল মিয়া জানান,প্রতি বছর সরকার'কে ১ কোটি ৭ লক্ষ টাকা রাজস্ব দিয়ে আসছি। গত ৩ বছর আগে নদীটি খনেনর পরে আবার ভরাট হয়ে মরুভূমিতে পরিনত হয়েছে। ফলে আমরা অনেক বড় ক্ষতি মধ্যে আছি। ইজারাদারকৃত নদীর কিছু কিছু মসজিদ ও মন্দিরের দোহাই দিয়ে বেদখল করে আছে কিছু অসাধু ব্যক্তি। এভাবে চলতে থাকলে সরকারকে দেওয়া রাজস্বের টাকাও উঠানো মুসকিল হয়ে পরবে আমাদের জন্য।
উল্লেখ্য,নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়,হাওর এলাকা বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে পিয়াইন নদীর ৪.৯২ কিলোমিটার খননসহ খাল খনন ও বাঁধ নির্মানের কাজ শুরু করা হয় যার সর্বমোট বরাদ্দ ধরা হয় ১৪ কোটি ৯৬ লক্ষ টাকা। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে নদীটির খনন কাজ সম্পন্ন করা হয়। কিন্তু নদীটির উৎপত্তিস্থল ধনু ও পিয়াইন নদীর মোহনা থেকে শুরু করে একমাত্র নদীপথ নির্ভর লেপসিয়া বাজার ঘেষে প্রায় ৪/৫ কিলোমিটারের বেশি জায়গা ভরাট হয়ে গেছে।
বর্তমানে নদীটির কোথাও মরুভুমির মত বালুময় মাঠ আবার কোথাও নাম মাত্র ধারা প্রবাহিত হচ্ছে। এদিকে জেলা বা উপজেলার সাথে এঅঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই নদীটি শুকিয়ে যাওয়ায় অত্র এলাকার অর্থনীতি,কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সকল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বলেন,বিআইডব্লিওটিএ বলতে পারবে,এ বিষয়ে আমার জানা নেই।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী
সরওয়ার জাহান জানান,নদীটির মোহনায় পলি জমে ভরাট হয়ে যাওয়া অংশে প্রতিবছরেই খনন করতে হবে। জেলার অন্য নদ-নদীর সাথে পিয়াইন নদীর বরাদ্দ চেয়ে চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে কাজ শুরু করা হবে।
এমতাবস্থায় নদীটির প্রয়োজনীয়তা বিবেচনাপুর্বক পুনঃখনন জরুরি। তাই অতি দ্রুত নদীটি পুনঃ খননের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীসহ সর্বসাধারণের।
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল