ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পূর্বধলায় সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলালসহ ইট লুটের অভিযোগে ৪৮ জনের বিরুদ্ধে মামলা


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ৪:৩২

নেত্রকোনার পূর্বধলায় প্রায় ৫০ লাখ টাকার ইট লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলালসহ ৪৮ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দেওটুকোন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার এ মামলা দায়ের করেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন, সাবেক যুবলীগ নেতা মাসুদ আলম টিপু, এমপির এপিএস ফেরদৌস আলম, জাহাঙ্গীর, কামরুজ্জামান উজ্জ্বল, সাবেক ইউপি চেয়ারম্যান, পুলিশের সদস্য, শিক্ষক এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নজরুল ইসলাম প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করে ইটভাটা স্থাপনের উদ্যোগ নেন এবং সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন সংগ্রহ করেন। ইটভাটার খলা তৈরির জন্য তিনি রাস্তার পাশে প্রায় পাঁচ লাখ ইট সংরক্ষণ করেন।

অভিযোগ অনুযায়ী, সাবেক এমপি বেলাল ইটভাটা তৈরিতে বাধা দেন এবং নজরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২০১৭ সালের ২২ এপ্রিল সকালে এমপি বেলাল, তার সহযোগী ও স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে ইটখলায় হামলা চালান। এ সময় অস্ত্র উঁচিয়ে নজরুল ইসলাম ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রকাশ্যে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ইট লুট করে নেওয়া হয়।

বাদী নজরুল ইসলাম বলেন, “ঘটনার পর দীর্ঘদিন ধরে আমি ন্যায়বিচারের জন্য চেষ্টা করছিলাম। কিন্তু প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এখন আইনের আশ্রয় নিয়েছি যা হয় আইনের মাধ্যমেই হবে। 

এ বিষয়ে অভিযুক্তদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী