পূর্বধলায় সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলালসহ ইট লুটের অভিযোগে ৪৮ জনের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার পূর্বধলায় প্রায় ৫০ লাখ টাকার ইট লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলালসহ ৪৮ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দেওটুকোন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার এ মামলা দায়ের করেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন, সাবেক যুবলীগ নেতা মাসুদ আলম টিপু, এমপির এপিএস ফেরদৌস আলম, জাহাঙ্গীর, কামরুজ্জামান উজ্জ্বল, সাবেক ইউপি চেয়ারম্যান, পুলিশের সদস্য, শিক্ষক এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নজরুল ইসলাম প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করে ইটভাটা স্থাপনের উদ্যোগ নেন এবং সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন সংগ্রহ করেন। ইটভাটার খলা তৈরির জন্য তিনি রাস্তার পাশে প্রায় পাঁচ লাখ ইট সংরক্ষণ করেন।
অভিযোগ অনুযায়ী, সাবেক এমপি বেলাল ইটভাটা তৈরিতে বাধা দেন এবং নজরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২০১৭ সালের ২২ এপ্রিল সকালে এমপি বেলাল, তার সহযোগী ও স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে ইটখলায় হামলা চালান। এ সময় অস্ত্র উঁচিয়ে নজরুল ইসলাম ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রকাশ্যে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ইট লুট করে নেওয়া হয়।
বাদী নজরুল ইসলাম বলেন, “ঘটনার পর দীর্ঘদিন ধরে আমি ন্যায়বিচারের জন্য চেষ্টা করছিলাম। কিন্তু প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এখন আইনের আশ্রয় নিয়েছি যা হয় আইনের মাধ্যমেই হবে।
এ বিষয়ে অভিযুক্তদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি
কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
বাঘায় মহান বিজয় দিবস উদযাপন
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত
জয়পুরহাট চেম্বার অব কমার্সের ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির বিনম্র শ্রদ্ধা
হার্ট টু হার্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চক্ষু ও অসংক্রামক রোগের সমন্বিত সেবার অগ্রগতি বিষয়ক বার্ষিক ফোরাম ২০২৫
বগুড়ার শাজাহানপুরে জাল নোটসহ দুইজন গ্রেফতার
জয়পুরহাটে এফএনবি এর পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
উপকার করলে থাকে না পিঠের ছাল, বাস্তব প্রতিচ্ছবি অর্জুন গাছ