মিট বাংলাদেশ এক্সপো-২০২৫ এ দুর্দান্ত সাড়া পেয়েছে লিরা গ্রুপ ও ব্লু হরিজন
বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানী খাত সমূহ- লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শনের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হল ‘মিট বাংলাদেশ এক্সপো’। ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি (কুড়িল) এক্সপো জোনে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনীতে দেশের স্বনামধন্য সব প্রতিষ্ঠান অংশ নেয়।
লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এই এক্সপোতে অংশ নিয়ে ক্রেতা- দর্শনার্থীদের বিপুল সাড়া অর্জন করেছে। নানান নকশার পিভিসি ডোর, পিভিসি পাইপ, সিলিং, শীট, পিভিসি বোর্ড, প্লাস্টিক আসবাবপত্র সহ গৃহস্থালি পণ্য সামগ্রী মানসম্পন্ন ভাবে উৎপাদন, বাজারজাত ও রপ্তানী করছে লিরা গ্রুপ। প্লাস্টিক জগতের সমস্ত নতুন পণ্য এই এক্সপোতে লিরা গ্রুপের বিরাট স্টলে প্রদর্শন করা হয়। ১৯৬৫ সালে যাত্রা শুরু করা প্রাচীন এই ব্যবসা প্রতিষ্ঠানটি মূলত ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে পণ্যের গুনগত মান বজায় রেখেছে। মজার বিষয়, অন্যান্য ব্র্যান্ডসমূহ বিভিন্ন গ্রেডের পণ্য উৎপাদন করে। তবে, লিরা এ ক্ষেত্রে ব্যতিক্রম। লিরার পণ্যসামগ্রী দেশের বাজার এবং আন্তর্জাতিক বাজার- উভয় ক্ষেত্রে একই গ্রেডের হয়। প্রসঙ্গত, আইএসও সনদ, বিএসটিআই সনদ সহ যাবতীয় কিউসি সনদ কোম্পানিটির রয়েছে। রপ্তানী জগতে লিরা ব্র্যান্ড উল্লেখযোগ্য অবস্থানে আছে। দুই দিনের এক্সপোতে লিরা গ্রুপের প্রতিনিধিত্ব করেন কর্পোরেট সেলস-মার্কেটিং এর সিনিয়র ডিজিএম মীর মোশফেক উস সালেহীন এবং ডোর ডিপার্টমেন্ট ইন-চার্জ হাসিবুল হাসান শান্ত। তারা তাদের চৌকস দক্ষতা এবং অভিজ্ঞতার মিশেলে ক্রেতা-দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পণ্য সম্বন্ধে উপস্থাপনা পেশ করেন। উল্লেখ্য, লিরা গ্রুপের অঙ্গ সংগঠন হিসেবে গাজীপুরস্থ সোহাগ পল্লী ইকো রিসোর্ট ২০২১ সালে শুভ সূচনা করে।
আরেকটি স্টল মিট বাংলাদেশ এক্সপোতে নজর কেড়েছে, সেটি হচ্ছে ব্লু হরিজন ফুটওয়্যার এন্ড লেদার প্রডাক্টস লিমিটেড। ২০১৬ সাল থেকে চামড়াজাত পণ্যে বেশ নাম কুড়িয়েছে কোম্পানিটি। আমেরিকা, স্পেন, পোল্যান্ড, ইতালী, জাপান সহ উন্নত দেশগুলোতে জেনুইন এবং পিওর লেদারের সমস্ত পণ্য যেমন- জ্যাকেট, হ্যান্ডব্যাগ, বেল্ট, জুতা, মানিব্যাগ ইত্যাদি রপ্তানী করে ব্লু হরিজন। হাজারীবাগ ও হেমায়েতপুরে নিজস্ব কারখানায় এসব চামড়াজাত পণ্য উৎপাদিত হয়, যেখানে ৩৫০ জন কর্মী কাজ করে। কোম্পানিটির হংকং অফিসও রয়েছে। ব্লু হরিজনের ম্যানেজিং ডিরেক্টর জাফর সাদিক সোহেল জানান- “পণ্যের মান, দাম এবং নিজস্ব ব্যতিক্রম নকশার কারণে ব্লু হরিজনের পণ্য অত্যন্ত গ্রহণযোগ্য এবং স্বতন্ত্র। যদিও ব্লু হরিজন প্রথমবার মেলায় অংশ নিল, দারুণ সাড়া প্রাপ্তির কারণে এ ধরণের মেলায় প্রতি বছর অংশ নিতে চাই।” বর্তমান সরকারের কাছে দাবী পেশ করে জনাব সোহেল বলেন- “কাস্টমস ডিউটি এবং শুল্ক অনেক কমাতে হবে, তাহলে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে।”
এমএসএম / এমএসএম
এমটিবি’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেঘনা ব্যাংক-এর “চট্টগ্রাম টাউনহল সভা ২০২৫’’ সফলভাবে অনুষ্ঠিত
রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেড-এর ডিএসই পরিদর্শন
জেমেনাই এআই ও ৬ বছরের আপডেট সুবিধা নিয়ে দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি
তারল্য সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের প্রায় ৪০ কোটি টাকা পরিশোধ করলো বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
লাইট অব হোপ ভেঞ্চারসের এসএমই অ্যাক্সেলারেশন প্রোগ্রামের দ্বিতীয় ধাপ শুরু
কুমিল্লা অঞ্চলের ১৯ জন শাখা ব্যবস্থাপককে অনুপ্রাণিত করল ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট”
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ
অরিজিন জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টারে জাপানি প্রতিষ্ঠানের সিলেকশন অনুষ্ঠিত