ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বড়লেখায় প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৫ রাত ৯:২৩

মৌলভীবাজারের বড়লেখায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুনে গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেছে।  রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দেড়ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। এর আগেই গোয়ালঘর ও বসতঘরের বিভিন্ন কক্ষসহ আসবাবপত্র পুড়ে গেছে। 

এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, গোয়ালঘরে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে টিনশেডের গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোয়ালঘর থেকে পাশের আধাপাকা রান্নাঘরে লেগে বসতঘরের অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশিরা আগুন দেখে দ্রুত এগিয়ে আসেন। তারা বিষয়টি এলাকার মসজিদের মাইকে জানান। খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ জড়ো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা গোয়ালঘরে থাকা পাঁচটি গরুসহ বসতঘরের আসবাবপত্র দ্রুত বের করে আনেন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।  

প্রবাসী জাকির আহমদের বাবা মাসুক উদ্দিন রোববার দুপুরে বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তিনিও নামাজে ছিলেন। ঘরে তার এক ছেলে অসুস্থ। সে ঘরে ছিল। সে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়েছে। বাড়ির লোকজন জরুরী প্রয়োজনে বিয়ানীবাজারে গিয়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের আসবাবপত্র বের করেন। আগুনে তার কয়েকটি গরুর শরীর কিছুটা ঝলসে গেছে। 

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। বাড়ির মালিক জানিয়েছেন, গোয়ালঘর থেকে আগুন লেগে তা বসত ঘরে ছড়িয়েছে। আগুনে গোয়ালঘর ও বসতঘরের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। কিছু আসবাবপত্রও পুড়েছে। তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত