ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বড়লেখায় প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৫ রাত ৯:২৩

মৌলভীবাজারের বড়লেখায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুনে গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেছে।  রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দেড়ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। এর আগেই গোয়ালঘর ও বসতঘরের বিভিন্ন কক্ষসহ আসবাবপত্র পুড়ে গেছে। 

এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, গোয়ালঘরে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার উত্তর পুকুয়া (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী জাকির আহমদের বাড়িতে টিনশেডের গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোয়ালঘর থেকে পাশের আধাপাকা রান্নাঘরে লেগে বসতঘরের অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশিরা আগুন দেখে দ্রুত এগিয়ে আসেন। তারা বিষয়টি এলাকার মসজিদের মাইকে জানান। খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ জড়ো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা গোয়ালঘরে থাকা পাঁচটি গরুসহ বসতঘরের আসবাবপত্র দ্রুত বের করে আনেন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই গোয়ালঘর ও আধাপাকা আটটি কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।  

প্রবাসী জাকির আহমদের বাবা মাসুক উদ্দিন রোববার দুপুরে বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তিনিও নামাজে ছিলেন। ঘরে তার এক ছেলে অসুস্থ। সে ঘরে ছিল। সে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়েছে। বাড়ির লোকজন জরুরী প্রয়োজনে বিয়ানীবাজারে গিয়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের আসবাবপত্র বের করেন। আগুনে তার কয়েকটি গরুর শরীর কিছুটা ঝলসে গেছে। 

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। বাড়ির মালিক জানিয়েছেন, গোয়ালঘর থেকে আগুন লেগে তা বসত ঘরে ছড়িয়েছে। আগুনে গোয়ালঘর ও বসতঘরের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। কিছু আসবাবপত্রও পুড়েছে। তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন