ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ২:৩৯

সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস - ২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আদালত প্রাঙ্গন হতে সকাল ১০ টায় এক বর্নাঢ্য র‍্যালী বের করা হয়।সকলে সাদা টিশার্ট পরিধান করে র‍্যালীতে অংশগ্রহন করে।র‍্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো " দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই "। এরপর সন্দ্বীপ আইনজীবী মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
২৮ এপ্রিল সকাল সাড়ে দশটায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা,লিগ্যাল এইড কমিটি ও উপজেলা চৌকি আদালতের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- সন্দ্বীপের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ বেলাল হোছাইন।উপজেলা লিগ্যাল এইড কমিটির সেক্রেটারী এডভোকেট মঞ্জুরুল আমীনের সঞ্চালনায়  আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্দ্বীপ আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট নিজামউদ্দিন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী ,সন্দ্বীপ আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র এডভোকেট হেফজুল কবীর,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মানস বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মহসীন আলম, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আবদুল আলীম,উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল খালেক,বেসরকারী উন্নয়ন সংস্থা নিজেরা করি ' র সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান,
 বক্তারা তাদের বক্তব্যে বলেন - আইনগত সহায়তা প্রাপ্তি সম্পর্কে বিচারপ্রার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে, পাশাপাশি আইনী দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতার দুর্বলদিকগুলো কাটিয়ে দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তি তে প্রয়োজনীয় আইনী সংস্কার দরকার,
তা না হলে বিচারপ্রার্থীদের ভোগান্তির শেষ হবে না।

আয়োজকরা বলেন আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনের অংশ হিসাবে আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত সবাইকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পাঁচবিবিতে তৃষ্ণার্ত পথচারীদের পানি ও শরবত পান করালেন রেডক্রিসেন্ট কর্মীরা

বাউফলে 'আমার দেশ' সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী পারুলী ও স্বামী মানিক ইয়াবাসহ আটক

গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

উলিপুরে বখাটের দায়ের কোপে হাসপাতালে কাতরাচ্ছে এক স্কুল শিক্ষার্থী

চট্টগ্রামে বিএনপি সেজে জামিন নেওয়ার চেষ্টা শ্রমিক লীগ নেতার

বরেন্দ্র অঞ্চল থেকে হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

কামারখন্দে গ্রাম আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন রিমা বেগম

চৌগাছায় হঠাৎ শিলা বৃষ্টি কৃষকের বোরো ধানের অপূরণীয় ক্ষতি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

কটিয়াদীতে আওয়ামীলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল