ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক পিএসসি এক্সপো-২০২৫ এ "বাংলাদেশ হোনলে নিউ জেনারেশন এনার্জি কোম্পানী" চমকপ্রদ সাড়া পেয়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ৩:৪৫

পাওয়ার, সোলার এবং কনস্ট্রাকশন খাতের বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী এ বছর এপ্রিল (২৪-২৬)- তিন দিনব্যাপী ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি (কুড়িল) এক্সপো জোন, হল-১ এ অনুষ্ঠিত হল। দেশের স্বনামধন্য সব প্রতিষ্ঠান নিজ নিজ সেবা এবং পণ্যসমেত এই প্রদর্শনীতে অংশ নেয়।

বাংলাদেশের বাজারে প্রথমবারের মত গাড়ির জন্য তৈরি নিজস্ব ব্র‍্যান্ডের লিথিয়াম ব্যাটারী এই এক্সপোতে উপস্থাপন করে রীতিমত হুলস্থুল সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশ হোনলে নিউ জেনারেশন এনার্জি কোম্পানী। চায়নার নামকরা হনলে ব্র‍্যান্ডের লিথিয়াম ব্যাটারী সরাসরি বাংলাদেশে এখন থেকে পাওয়া যাবে৷ প্রাইভেট গাড়ি, ট্রাক, অটো রিকশা, ইজি বাইক ও থ্রি হুইলারের জন্য এসব ব্যাটারী অত্যন্ত উপযোগী ও কার্যকর। প্রাইভেট কারের ব্যাটারী সমূহ ৬০এ-এইচ ১০০০ সিসিএ, ৮০এ-এইচ ১৪০০ সিসিএ মডেলের। ব্যাটারীগুলো দীর্ঘস্থায়ী, ওজনে হালকা, বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। সেজন্যই, প্রতিটি পণ্যে ৩ বছরের গ্যারান্টি এবং পরবর্তী ৩ বছরের জন্য বিক্রয়োত্তর সেবা থাকবে। আইপিএস এর বিকল্প হিসেবে ষ্টেক এনার্জী স্টোরেজ, র‍্যাক এনার্জী স্টোরেজ, পাওয়ার ওয়াল এনার্জী, ফ্লোর স্টান্ডিং এনার্জী সহ সার্ভার সাপোর্ট ইত্যাদির সুব্যবস্থাও করছে কোম্পানীটি। 

কোম্পানীর সিইও বর্ষীয়ান ব্যবসায়ী এম এ কুদ্দুস জানান- "বিভিন্ন নবায়নযোগ্য শক্তি যেমন- সোলার, লিথিয়াম ব্যাটারী পৃথিবীর সব দেশেই শুল্কমুক্ত আমদানী পণ্য। সেখানে গাড়ি শিল্পের বিকাশ ও বহুল ব্যবহার সুবিধা নিশ্চিত করার জন্য কর, শুল্ক মওকুফ করা হয়। অথচ, বাংলাদেশ এর ব্যতিক্রম। এখানে আমদানী শুল্ক অত্যন্ত বেশি বিধায় আমরা ব্যবসা ক্ষেত্রে বহু জটিলতার মুখোমুখি হচ্ছি। এজন্য ব্যাটারীর উপর থেকে অতিরিক্ত শুল্ক কর কমালে দেশের মানুষ এসব প্রয়োজনীয় ব্যাটারী বা পার্টস স্বল্পমূল্যে ক্রয় করতে পারবে।”

উল্লেখ্য, বাংলাদেশ হোনলে নিউ জেনারেশন এনার্জি কোম্পানীর অফিস- ৫০ (২য় তলা), পুরানা পল্টন লেন, ঢাকা; যেখানে হোনলে ব্র‍্যান্ডের যাবতীয় পণ্য দেখা, ক্রয় করা এবং বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। পণ্য সম্বন্ধে অনলাইনে বিস্তারিত জানতে হোনলে'র গ্লোবাল ওয়েবসাইট দ্রষ্টব্য- https://www.honle.com

 

এমএসএম / এমএসএম

অবকাঠামো নির্মাণে ৯৫ ভাগ ক্ষেত্রে বায়ুদূষণ বিধিমালা পালন করা হচ্ছে না, প্রকল্পকে জরিমানা জরুরি

মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয় বার যমুনা ব্যাংক

কমিউনিটি ব্যাংক’র এর সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি

সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত

রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি

পঞ্চমবারের মতো গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন

বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং ক্রেস্ট ও সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

৪টি আগ্নেয়াস্ত্রসহ মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী আটক: কোস্ট গার্ডের অভিযান

এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার