আন্তর্জাতিক পিএসসি এক্সপো-২০২৫ এ "বাংলাদেশ হোনলে নিউ জেনারেশন এনার্জি কোম্পানী" চমকপ্রদ সাড়া পেয়েছে
পাওয়ার, সোলার এবং কনস্ট্রাকশন খাতের বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী এ বছর এপ্রিল (২৪-২৬)- তিন দিনব্যাপী ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি (কুড়িল) এক্সপো জোন, হল-১ এ অনুষ্ঠিত হল। দেশের স্বনামধন্য সব প্রতিষ্ঠান নিজ নিজ সেবা এবং পণ্যসমেত এই প্রদর্শনীতে অংশ নেয়।
বাংলাদেশের বাজারে প্রথমবারের মত গাড়ির জন্য তৈরি নিজস্ব ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারী এই এক্সপোতে উপস্থাপন করে রীতিমত হুলস্থুল সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশ হোনলে নিউ জেনারেশন এনার্জি কোম্পানী। চায়নার নামকরা হনলে ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারী সরাসরি বাংলাদেশে এখন থেকে পাওয়া যাবে৷ প্রাইভেট গাড়ি, ট্রাক, অটো রিকশা, ইজি বাইক ও থ্রি হুইলারের জন্য এসব ব্যাটারী অত্যন্ত উপযোগী ও কার্যকর। প্রাইভেট কারের ব্যাটারী সমূহ ৬০এ-এইচ ১০০০ সিসিএ, ৮০এ-এইচ ১৪০০ সিসিএ মডেলের। ব্যাটারীগুলো দীর্ঘস্থায়ী, ওজনে হালকা, বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। সেজন্যই, প্রতিটি পণ্যে ৩ বছরের গ্যারান্টি এবং পরবর্তী ৩ বছরের জন্য বিক্রয়োত্তর সেবা থাকবে। আইপিএস এর বিকল্প হিসেবে ষ্টেক এনার্জী স্টোরেজ, র্যাক এনার্জী স্টোরেজ, পাওয়ার ওয়াল এনার্জী, ফ্লোর স্টান্ডিং এনার্জী সহ সার্ভার সাপোর্ট ইত্যাদির সুব্যবস্থাও করছে কোম্পানীটি।
কোম্পানীর সিইও বর্ষীয়ান ব্যবসায়ী এম এ কুদ্দুস জানান- "বিভিন্ন নবায়নযোগ্য শক্তি যেমন- সোলার, লিথিয়াম ব্যাটারী পৃথিবীর সব দেশেই শুল্কমুক্ত আমদানী পণ্য। সেখানে গাড়ি শিল্পের বিকাশ ও বহুল ব্যবহার সুবিধা নিশ্চিত করার জন্য কর, শুল্ক মওকুফ করা হয়। অথচ, বাংলাদেশ এর ব্যতিক্রম। এখানে আমদানী শুল্ক অত্যন্ত বেশি বিধায় আমরা ব্যবসা ক্ষেত্রে বহু জটিলতার মুখোমুখি হচ্ছি। এজন্য ব্যাটারীর উপর থেকে অতিরিক্ত শুল্ক কর কমালে দেশের মানুষ এসব প্রয়োজনীয় ব্যাটারী বা পার্টস স্বল্পমূল্যে ক্রয় করতে পারবে।”
উল্লেখ্য, বাংলাদেশ হোনলে নিউ জেনারেশন এনার্জি কোম্পানীর অফিস- ৫০ (২য় তলা), পুরানা পল্টন লেন, ঢাকা; যেখানে হোনলে ব্র্যান্ডের যাবতীয় পণ্য দেখা, ক্রয় করা এবং বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। পণ্য সম্বন্ধে অনলাইনে বিস্তারিত জানতে হোনলে'র গ্লোবাল ওয়েবসাইট দ্রষ্টব্য- https://www.honle.com
এমএসএম / এমএসএম
দেশজুড়ে ডিস্ট্রিবিউশন চ্যানেলের ১৬ হাজারের বেশি কর্মীকে প্রশিক্ষণ দিলো বিকাশ
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ও রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মধ্যে এমওইউ স্বাক্ষর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭১তম সভা অনুষ্ঠিত
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে ৩ টি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০ টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জন জেলে আটক
কক্সবাজারের টেকনাফে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড
৫৫ তম বিজয় দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
অপসোনিন ফার্মা লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬
প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন