ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

খালিয়াজুরীতে দাবিকৃত চাঁদা না পেয়ে উদ্যোক্তাকে মারধর ও কম্পিউটারসহ যন্ত্রপাতি ভাঙচুর


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ৩:৫২

নেত্রকোনার খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকে মারধর করে কম্পিউটারসহ যন্ত্রপাতি ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে ওই পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। হামলায় আহত উদ্যোক্তা রাজেশ্বর দেবনাথকে (৩৩) উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলে পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে।
 
অভিযুক্ত ব্যক্তির নাম মো. রাসেল মিয়া (৩৫), তিনি পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড পুরানহাটি এলাকার বাসিন্দা। আর রাজেশ্বর দেবনাথ উপজেলা সদরের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা গোপাল দেবনাথের ছেলে।
 
স্থানীয় বাসিন্দা ও ইউপি সূত্রে জানা গেছে, রাজেশ্বর দেবনাথ গত ২০১২ সাল থেকে পরিষদে উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছেন। রাজেশ্বরের অভিযোগ ৫ আগস্টের পর পরিষদের সদস্য রাসেল মিয়া তাঁকে নানাভাবে হয়রানি করে আসছেন। অনলাইনে বিভিন্ন ধরনের নিবন্ধন করাতে গিয়ে তিনি উদ্যোক্তাকে কোন রকম টাকা দেন না। গত সেপ্টেম্বরের শেষ দিকে রাসেল মিয়া উদ্যোক্তার কাছে উল্টো ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেয়ায় তাঁকে ভয়-ভীতি দেখানো হয়। পরে বাধ্য হয়ে গত অক্টোরবর মাসের প্রথম সপ্তাহে রাসেলকে ৩ হাজার টাকা চাঁদা দেন বলে জানান রাজেশ্বর। সপ্তাহখানেক আগে রাসেল অন্য উপজেলার এক শিশুর জন্মনিবন্ধন করতে রাজেশ্বরকে চাপ দেন। কিন্তু নিয়মবর্হিভুত কাজ না করায় রাজেশ্বরের প্রতি তিনি আরও ক্ষিপ্ত হন। গতকাল রোববার বিকেলে রাসেল মিয়া তাঁর পরিচিত অন্তত ১২ জন সুবিধাভোগীকে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা দরের চাল পেতে রাজেশ্বরকে দিয়ে নিবন্ধন করান। পরে রাজেশ্বর প্রতি আবেদন ৫০ টাকা করে ফি চাইলে রাসেল তাঁর লোকজন নিয়ে রাজেশ্বরকে বেধরক মারধর করেন। একই সঙ্গে কম্পিউটার, প্রিন্টারসহ যন্ত্রাংশ ভাঙচুর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজেশ্বর দেবনাথ মুঠোফোনে বলেন, ‘রাসেল মেম্বার কয়েক মাস ধরে আমার কাছে অনৈতিকভাবে চাঁদা দাবি করে আসছেন।  উদ্যোক্তা হিসেবে কাজ করতে হলে তাঁকে চাঁদা দিয়েই পরিষদে থাকতে হবে তিনি হুঁশিয়ারি দেন। পরে সচিবের পরামর্শে আমি তাঁকে ৩ হাজার টাকা চাঁদা দিয়েছি। কিন্তু তিনি আরও টাকা চান। এ ছাড়া তিনি কাজ করালে কোন টাকা দেন না। সরকারি ফি  টাকাও আমার হাত থেকে দিতে হয়। রোববার ১২ জনের নিবন্ধন করলে আমি ৫০ টাকা করে চাওয়ায় তিনি লোকজন নিয়ে এসে আমাকে মারধরসহ পরিষদের জিনিসপত্র ভাঙচুর করেন। তাঁর বড় ভাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় ভাইয়ের দাপট দেখান।’
 
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত রাসেল মিয়া বলেন, ‘রাজেশ্বর একটা বেয়াদব। তিনি পরিষদে সেবা গ্রহিতাদের হয়রানি করেন। কোন কাজ করলে তাঁকে দ্বিগুণ তিন গুণ টাকা দিতে হয়। গতকাল আমার লোকদের নিবন্ধন প্রতি ৩০০ করে টাকা চাওয়ায় দুজনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এর বেশি কিছু নয়।
এব্যাপারে জানতে চাইলে ইউপি সচিব সমর সরকার বলেন, মারামারির সময় আমি ভিতরে ছিলাম। তবে ওই  পরিষদের আরেক মেম্বার মোঃ মজলু মিয়া বলেন, প্রথম দুজনের মধ্যে তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কি আমি থামিয়ে দিয়ে পরিষদের বাহিরে মোবাইলে কথা বলতে ছিলাম ওই মূহুর্তে রাসেল মেম্বারের ভাই খবর পেয়ে পরিষদে ঢুকে রাজেস্বর দেবনাথকে  মারধর করে এবং কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।
অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আবু ইছহাক বলেন, ‘ওই সময় আমি পরিষদে ছিলাম না। ইউএনও স্যারের নির্দেশে এ ব্যাপারে প্রতিবেদন দেয়া হচ্ছে।’
 
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন আজ দুপুর পৌনে একটার দিকে বলেন, ‘এ ব্যাপারে আহত উদ্যোক্তার বাবা কিছুক্ষণ আগে আমার কাছে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’  
  এ ব্যাপারে জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ  মুকবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

শার্শায় এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অন্যায্য ইন্টারনেট মূল্যবৃদ্ধির আশঙ্কায় কুড়িগ্রামে মানববন্ধন

রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবীতে আমজনতার মানববন্ধন

নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন মীর হেলাল

সুবর্ণচরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

দুস্থ ও অসহায় ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করল মাগুরা জেলা পরিষদ

রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীনদের সম্মেলন অনুষ্ঠিত

চৌগাছায় বানিজ্যিক ভাবে পানের চাষ লাভবান হচ্ছেন কৃষক

মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

বোদায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুরে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

শালিখায় তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হবিগঞ্জ পল্লী বিদ্যুতে ঘুষের গন্ধ : দুই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ