গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত

দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ সোমবার সকাল ৯:৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সামছুল হক মহোদয় বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান শুরু করেন এবং ফিতা কেটে পরামর্শ কেন্দ্র, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্টল, পিঠাও জুস কর্নার উদ্বোধন করেন। পরে কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সামছুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন পাঠ , গিতা পাঠ ও বাইবেল পাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব তামান্না ফারাহ আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) জনাব মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে একজন সুবিধাভোগী তার সেবা প্রাপ্তির বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া বিজ্ঞ বিচারক(বিজ্ঞ জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- জনাব সৈয়দ আরাফাত হোসেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, বক্তব্য প্রদান করেন। গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব এম. এম. নাসির আহমেদ, সম্পাদক এম জুলকদর রহমান, পিপি কাজী আবুল খায়ের, জিপি মোঃ এন্তেখাফ আলম সেলিম আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবীগণ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জনাব জুবায়ের হোসেন। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ আইনজীবী জনাব শারমিন জাহানকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সামছুল হক জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ এর উপর বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম

তানোর বিএনপির আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি হযরত আলী মাষ্টার

ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি হওয়া ওষুধ, দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন
