ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

অকার্যকর সিসি ক্যামেরা ৬ মাস ধরে পানি নেই কুড়িগ্রাম ধরলা ব্রিজ সংলগ্ন পুলিশ চেকপোষ্টে


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৫ দুপুর ৪:৯

২০২১সালের ২২ শে সেপ্টেম্বর তৎকালীন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা  মাদক কেনা-বেচা, ইভিটিজিং ও ছিনতাই রোধে,দূর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা দিতে এবং সীমান্ত থেকে অবৈধ চোরাচালান বন্ধসহনিরাপত্তার স্বার্থে কুড়িগ্রাম জেলা শহরের ধরলা ব্রিজ সংলগ্ন   পুলিশ চেকপোস্টটি নির্মাণ করেন। সে সময় এর আশ-পাশের নিরাপত্তার জন্য ৪টি ক্লোজ সার্কিট(সিসি) ক্যামেরাও বসানো হয়। এরপর আপরাধ দমনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পুলিশ চেকপোস্টটি। 

২০২৪ সালের ৫ আগষ্টের পট পরিবর্তনের সময় এই চেক পোস্টটি থেকে বসার চেয়ার,টেবিল,আসবাবপত্র লুটপাট করে ভাঙচুর করা হলেও সেইভাবে পড়ে আছে জন-নিরাপত্তার স্বার্থে নির্মিত এই পুলিশ চেকপোস্টটি। 

কুড়িগ্রাম জেলা শহরের ধরলা সেতু সংলগ্ন পুলিশ চেক বক্সে দীর্ঘ ৬ মাস ধরে নেই পানির ব্যবস্থা । অকার্যকর হয়ে পড়ে আছে চেকবক্স এলাকায় নিরাপত্তায় ব্যবহারকৃত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাগুলি। দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য ব্যবহার করা সৌচাগারও দীর্ঘ ৬ মাস ধরে ব্যবহারের অনুপযোগী ।চেকপোস্টের সামনে ভেঙে পড়ে আছে পুলিশ চেকপোস্টের ব্যারিকেড দেয়ার যন্ত্রটি। আশ-পাশে লাগানো সচেতনতামুলক বিলবোর্ডগুলোও উধাও। ভ্যাপসা গরমে চেকপোস্টের ভিতরে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। তাদের সাথে কথা হলে তারা জানান,দীর্ঘদিন ধরে পানির সমস্যা রয়েছে। বিদ্যুৎ এর লাইনে সমস্যার কারণে পানির পাম্প চালু করলেও পানি উঠে না। খাবার পানিসহ প্রয়োজনী কাজের জন্য বাইরের চায়ের দোকান থেকে বার বার   পানি এনে রাখতে হয়। এছাড়াও প্রকৃতির ডাকে সাড়া দিতে ১২ ঘন্টার ডিউটিতে তাদের কয়েকবার ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুল থানায় গিয়ে কাজ সারতে হয়। এতে গুরুত্বপূর্ণ অপরাধমূলক কাজের অভিযান বা তল্লাশিতে বিঘ্ন ঘটে।

বর্তমানে নানা সমস্যায় জর্জরিত এই চেক পোস্টটিতে  ৫ জন করে পুলিশ সদস্য প্রতিদিন ১২ ঘন্টা পর পর ২৪ ঘন্টায় ডিউটি করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন,’রাতের বেলা ডিউটি করতে খুব কষ্ট হয়। রাতে ঠিকমতো তল্লাসি করা যায় না। সিসি ক্যামেরাগুলি নষ্ট হয়ে ঝুলে পড়ে আছে। স্যারদের  জানানো হয়েছে । 

পুলিশ চেক-পোস্টটিতে নিয়োজিত ইনচার্জ মো.নওশাদ আলী বলেন,’বর্তমানে বিদ্যুৎ এর সমস্যার কারণে সিসি ক্যামেরাগুলি চালু নাই। পানি নাই ৬ মাস থেকে । আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি ,হয়তো বাজেট আসলে সব মেরামত করবে।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.হাবিবুল্লাহ বলেন,’ ধরলা সেতুর চেক-পোস্টটি কিশোর অপরাধ দমনে খুবই গুরুত্বপূর্ণ। পানির সমস্যা ও সিসি ক্যামেরা সমস্যাগুলো নিয়ে আমি এসপি স্যারের সাথে কথা বলবো।

জেলা পুলিশের মিডিয়া অফিসার মো.বজলার রহমান বলেন, আমরা দ্রুত এগুলোর সমস্যা সমাধানে কাজ করবো।

এমএসএম / এমএসএম

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ

জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে

তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা

তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি

তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত

ধোপাছড়িতে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে বিজিবির টহলে ২টি ভারতীয় গরু আটক

শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন চট্টগ্রামের মানবিক ডিসি