ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ডিএনসিসির অঞ্চল-৮ এর গনশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩০-৪-২০২৫ দুপুর ২:২৩

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৮ (৪৪, ৪৫ এবং ৪৬ নং ওয়ার্ড) উত্তরখান এলাকায় গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ এপ্রিল) মঙ্গলবার উত্তরা কমিউনিটি সেন্টার এ বিকাল ৩ টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর রাস্তা উন্নয়ন, সড়ক বাতি, খেলার মাঠ, পার্ক উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জলাবদ্ধতা নিরসনকল্পে বিশিষ্টজন ও সম্মানিত নগরবাসীর উপস্থিতিতে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। 

গণশুনানিতে অংশ নিয়ে নাগরিকরা সরাসরি ডিএনসিসি প্রশাসকের সঙ্গে তাদের অভিযোগ, পরামর্শ ও সেবা সম্পর্কিত বিষয়ে কথা বলেন এবং প্রশ্ন করেন। ডিএনসিসি প্রশাসক সকলের প্রশ্ন শুনেন ও জবাব দেন। এছাড়াও ডিএনসিসির পক্ষ থেকে উপস্থিত সবাইকে একটি ফরম দেওয়া হয়, সবাই যার যার মতামত ও অভিযোগ লিখে জমা দেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে। কর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করি সবাই। কিন্তু আমাদের কর্মীরা কিন্তু সবার বাড়ির ভিতরে গিয়ে ওষুধ দিতে পারে না এটাও সত্যি। তাদেরকে তো বাউন্ডারির বা বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না৷ আপনারা সবাই একটু খেয়াল করলেই দেখবেন বেশিরভাগ বাড়ির ভিতরে ও বাউন্ডারিতে মশার প্রজনন ক্ষেত্র রয়েছে, ময়লা আবর্জনা রয়েছে। অতএব দয়া করে নিজেদের ঘরবাড়ি নিজেরা পরিষ্কার করুন।

নতুন এলাকার এক বাসিন্দা হোল্ডিং ট্যাক্সের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে আইন রয়েছে। সেই আইন ভঙ্গ করে কয়েক বছরের হোল্ডিং ট্যাক্স মওকুফের এখতিয়ার আমার নেই। এটা করলে আইন ভঙ্গ করা হবে এবং এর জন্য ভবিষ্যতে আমি এবং আপনারা বিপদে পড়বো। পরবর্তীতে যিনি দায়িত্বে আসবেন তখন আবার পূর্বের সব বছরের হোল্ডিং ট্যাক্স আদায় করতে বাধ্য হবেন। এতে আপনারাই ঝামেলায় পড়বেন। তাই আপনারা নিয়ম অনুযায়ী সব বছরের হোল্ডিং ট্যাক্স দিবেন, তবে আমার কাছে রিবেটের (কর ছাড়) সুযোগ রয়েছে। রিবেটের জন্য আবেদন করবেন আমরা এখতিয়ার অনুযায়ী সর্বোচ্চটা পাশ করে দিবে এতে গিয়ে আপনাদের হোল্ডিং ট্যাক্সের পরিমান অনেক কমে যাবে। এতে আইন অনুযায়ী একটি সুন্দর সমাধান হবে।

তিনি বলেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমরা কর মেলা (হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য)  আয়োজন করবো। এই মেলায় ওয়ান স্টপ সেল থাকবে। সেখানে একদিনেই তাৎক্ষনিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে। মেলাতেই করা ছাড়ের আবেদনের ব্যবস্থা করবো। ভোগান্তি ছাড়া স্বল্প সময়ে মেলাতে আপনারা হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন।

গণশুনানির উদ্বোধনী বক্তব্যে  ডিএনসিসির অঞ্চল-৮ এর  আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. জুলকার নায়ন বলেন, আমরা এই অঞ্চলে রাস্তা উন্নয়ন, সড়ক বাতি, খেলার মাঠ, পার্ক উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। আর যেসকল সমস্যা আছে আপনারা আমাদের ফরমে লিখে দেন আমরা ব্যবস্থা নিবো।

গণশুনানিতে  উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-১ ও ৬ এর  আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. সাদেকুর রহমানসহ ডিএনসিসির অঞ্চল-০৮ এর অন্তর্গত সকল ওয়ার্ডের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ, সোসাইটির নেতৃবৃন্দ, যুবক ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, বিপুল সংখ্যক ককটেল-মাদক উদ্ধার

তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে- আফাজ উদ্দিন

তারেক রহমানকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে: মোস্তফা জামান

উত্তরায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে “শুভ মহালয়া” উদযাপিত হবে

উত্তরায় বিএনপি নেতা কফিলউদ্দিন'র মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন'র গণসংযোগ ও পথসভা

পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে বহুতল ভবন নির্মাণ

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে-‘ব্লু ড্রীম’ এর নতুন শাখার উদ্বোধন

যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট