ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সাটুরিয়ায় দুপক্ষের দ্বন্দ্বে বিদ্যালয়ে তালা: বারান্দায় ক্লাস করছেন শিক্ষার্থীরা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৫:৩৯

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয় ধলেশ্বরী নদীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে স্থানান্তরকে কেন্দ্র করে দ্বন্দ্বে তালা ঝুলছে শ্রেণিকক্ষে। শিক্ষার্থীরা চট, মাদুর বিছিয়ে বারান্দায় ও খোলা মাঠের নিচে রোদে বসে করছে ক্লাস। অভিভাবকরা নানা উৎকণ্ঠায় বসে আছেন বিদ্যালয়ের বাহিরে। এমনকি বিদ্যালয়ের টয়লেটেও ঝুলছে তালা। ফলে অপেক্ষারত শিক্ষার্থী পানি ও টয়লেটের কাজ করছে পাশের বাড়ি থেকে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ বলেন, আমাদের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ্জাহান বিদ্যালয়টি নদী ভাঙনের কথা বলে, নদীর পশ্চিম পাশে নেবার পাঁয়তারা শুরু করেছেন অনেক আগে থেকেই। গত শুক্রবার বিদ্যালয়টি নদীর পশ্চিমে ছনকা বাজারের পাশে অস্থায়ী ঘর তৈরি করে তারা। রবিবার জোড় করে কোন প্রকার রেজুলেশন ছাড়া ছনকা বাজার সংলগ্ন স্থানে ক্লাস শুরু করেন। অপর দিকে আমাদের বর্তমান স্কুলে তালা ঝুলিয়ে দেয়। এতে দুইদিন ধরে ক্লাস বন্ধ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছনকা বর্তমান উচ্চ বিদ্যালয়ে গতকাল হাজিরা খাতা অনুযায়ী ১৩৭ জন উপস্থিত। সবার মধ্যে প্রশ্ন, কবে তাদের বন্ধ শ্রেণিকক্ষ খুলে দেয়া হবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুল নিয়ে রাজনীতি চাই না। আমরা ক্লাস করতে চাই। আমরা নদীর পূর্ব পারে বসবাস করে আসছি। আমরা কেন নদী সাতরাইয়ে পশ্চিম পাড়ে যাব। বিদ্যালয়ের শ্রেনীকক্ষে তালা থাকার কারনে আমরা রোদে কষ্ট করে ক্লাসের অপেক্ষায় বসে আছি। সব ক্লাস রুমেই তালা ঝুলছে কে বা কারা তালা দিয়ে গেছে আমরা তা জানি না,আমাদের দাবি ক্লাস খুলে দেয়া হোক, আমরা দ্রুত ক্লাস করতে চাই।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ বলেন, উপজেলার বরাইদ ইউনিয়নটি ধলেশ্বরী নদী দ্বারা শাসিত। এখানকার বেশির ভাগ এলাকা চরাঞ্চল। বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামে আশেপাশে কোনো বিদ্যালয় নেই। সেই আলোকে ২০১৫ সালে সর্বস্তরের জনসাধারণের কথা চিন্তা করে ছনকা গ্রামে ছনকা উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এতে চরাঞ্চলের শত শত দরিদ্র শিক্ষার্থীরা সুবিধা পেতে শুরু করে। পরবর্তীতে বিদ্যলয়টি ২০২২ এমপিওভুক্ত করেন তৎকালীন সরকার। কিন্তু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাজাহান এবং প্রধান শিক্ষক আব্দুল সালাম মিলে এলাকার মানুষের সাথে কথা কাটাকাটির একপর্যায় বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে নেবার পাঁয়তারা করে। বিদ্যালয়টি বর্তমান স্থানে থাকলে বরাইদ ইউনিয়নের ৫টি ওয়ার্ডের মানুষ সহ পাশের ইউনিয়নে অনেকে সুবিধা পাবে। আর পশ্চিম পাশে থাকলে মাত্র ১টি ওয়ার্ডের আংশিক লোক সুবিধা পাবে। কতিপয় স্বার্থান্বেষী মহল, নদীর পশ্চিম পাশে বিদ্যালয় স্থানান্তর করার জন্য জমি ক্রয় করে এবং নতুন একাডেমিক ভবন তৈরি করার জন্য পাঁয়তারা করছে। পরে গত শুক্রবার রাতারাতি কোন রকমে একটি টিনশেড ঘর তৈরি করে রবিবার থেকে আগের ভবনে তালা ও নথিপত্র চুরি করে নতুন স্থানে জোড়াতালি দিয়ে ক্লাস শুরু করার চেষ্টা করছে।

সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন জানান, বিদ্যালয়ের স্থান পরিবর্তন করতে চাইলে বিদ্যালয় বিলীন হতে হয়। নীতিমালা ২০২২ (সংশোধিত-২০২৩) এর অনুচ্ছেদ ৫.৮ আলোকে বিদ্যালয় ভবন অক্ষত আছে। বরং নদী থেকে ২৫০ ফিট দূরে। তাছাড়া বিগত ৫ বছরে ওই স্থানে কোনো ভাঙন দেখা দেয়নি বরং চলতি মৌসুমে নদী শাসন চলছে। নদীর তীর ভাঙন রোধে কাজ চলছে। আর বিদ্যালয় স্থানান্তরের আবেদন করা হয় অনেক আগে। তদন্ত করা হয় সেটা গোপনে। আর চিঠি আসে এ বছর ১২ ফেব্রুয়ারিতে। আওয়ামী লীগের দোসররা বরাইদ ইউনিয়নের ৫টি ওয়ার্ডের মানুষের শিক্ষা ব্যবস্থাকে নাজুক করতে স্থানান্তরের পাঁয়তারা করছে। আর এখন স্কুলে তালা দেওয়াতে এ পাড়ের ১৫০ জন শিক্ষার্থীরা দুই দিন ধরে নদীর পশ্চিমপাশে যাচ্ছে না। তারা পুরাতন বিদ্যালয়ের ক্যাম্পাসেই অবস্থান করছেন।

অভিবাবকরা বলেন, বিদ্যালয়টি যেখানে রাতের আধারে নিয়ে যাবার চেষ্টা করছে, সেখানে ছনকা বাজার আছে। সেখানে আমাদের মেয়েদের বখাটে দের খপ্পরে পড়তে হবে। তাছাড়া খেয়া পার হতে হবে। খেয়া পার হতে গেলে ৩০ থেকে ৪০ মিনিট বেশি সময় লাগবে। তাই আমরা চাই বিদ্যালয়টি এখানেই থাকুক।

তারা বলেন, বিদ্যালয়টি আমাদের জমিতে গড়ে উঠা। আমাদের ঘাম, রক্ত মিশে আছে। তারা বিদ্যালয়টি তালা মারল, আর আরেক স্থানে নিয়ে জোর করে ক্লাস করতে চাচ্ছে। সেটা তো রেজুলেশন করা লাগবে। আমাদের চরাঞ্চল দেখিয়ে বিদ্যালয় অনুমোদন আনল। আর এখন এমপিও ভুক্ত হল। আর অন্য স্থানে নিয়ে যাবে সেটা তো হয় না। আর যে রাজনীতি শুরু হয়েছে। যে কোনো সময় আমাদের পুরাতন ভবনে আগুন লাগাতে পারে। আবার এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হলে, তার দায় কে নিবে। তাই প্রশাসনের নিকট আকুল আবেদন, আমাদের বিষয়টি সমাধান যাতে করে দেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২৬০ জন। ছনকা উচ্চ বিদ্যালয় হলেও এমপিও ভুক্ত হয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। সেই হিসাব অনুযায়ী ১১ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী আছে। বিদ্যালয় সম্পর্কে বলেন, নিয়ম মেনেই বিদ্যালয়ের স্থানান্তরের কাজ করা হয়েছে।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, বিদ্যালয় স্থানান্তরে তাদের নিকট মন্ত্রণালয়ের চিঠি আছে। কিন্তু তারা যেভাবে স্থানান্তর করেছেন, সেটাতো সুন্দয় হয়নি। নদীর দুই পারের অভিভাবকদের সাথে সমঝোতার মাধ্যমে যেতে হবে। কিন্তু প্রধান শিক্ষক সেটা করেননি। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সকল শিক্ষক নতুন স্থানে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছেন। এ বিষয়ে আমি নিজে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে গোপনে সাক্ষাৎকার নিয়েছি। বেশির ভাগ শিক্ষার্থীরা চাচ্ছে বর্তমান স্থানে নদীর পূর্ব পাশেই বিদ্যালয় থাকুক। প্রধান শিক্ষককে বলেছি আইন মেনে কাজ করতে। দু পক্ষের লোকজনকে ডাকা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমএসএম / এমএসএম

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত