ইউএনডিপি প্রতিনিধিদলের অভয়নগরের বিভিন্ন গ্রাম আদালত পরিদর্শন

যশোরের অভয়নগরে গ্রাম আদালত পরিদর্শন করেছেন ইউএনডিপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ডেনমার্ক পিইএম কনসাল্টের প্রবাসী বিশেষজ্ঞ অরেন ইপপ, ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্কিটেকচার হারুন উর রশিদ, গ্রাম আদালত সক্রিয়করণ জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাষ চক্রবর্তী, যশোর স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) রফিকুল হাসান, গ্রাম আদালত প্রকল্পের লিগ্যাল স্পেসালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান, যশোর স্থানীয় সরকার, ফর্ম ও স্টেশনারী শাখার সহকারী কমিশনার মীম বিনতে মুস্তাফিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, যশোর জেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায়, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান সেখ তৈয়েবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সেখ হাশেম আলী, সোলাইমান বিশ্বাস, বাবুল আক্তার, গ্রাম আদালত অভয়নগর উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে প্রমুখ।
অরেন ইপপ সাংবাদিকদের বলেন, গ্রামের সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন কিনা তা সরেজমিনে দেখা হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে আদালতের কার্যক্রম গতিশীল করার পরামর্শ নেওয়া হয়েছে।
বাঘুটিয়া ইউনিয়ন পরিদর্শন শেষে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নের গ্রাম আদালতে ১৯৬টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৬৭টি মামলা নিষ্পত্তি করা হয়। ক্ষতিপূরণ আদায় হয় ১৬ লাখ ৮৮ হাজার টাকা। জমি উদ্ধার ৩০ শতক। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে সব থেকে বেশি মামলা গ্রহণ ও নিষ্পত্তি করায় উপজেলা ও জেলা পর্যায়ে সেরা ইউনিয়ন নির্বাচিত হয়।
এমএসএম / এমএসএম

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ
