পঞ্চগড়ে অবৈধ ইটভাটা বন্ধের কয়কদিনেই অদৃশ্য ইশারায় চালু
পঞ্চগড়ে অবৈধ ইটভাটা বন্ধের কয়কদিনেই অদৃশ্য ইশারায চালু করেছে ইটভাটা মালিকরা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ইটভাটায় পুনরায় ইট পুরানো চালু হয়েছে।হাইকোর্টের নির্দেশ পেয়ে সম্প্রতি প্রশাসন অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অবৈধ ভাটার চুলা এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে বন্ধের নির্দেশ দিলেও কোন কর্ণপাত করছে না, ভাটা মালিকপক্ষ।তবে আইন অমান্য করে কিভাবে ভাটাচালুর বিষয়ে জানতে চাইলে তার কোন সদত্তর দিতে পারেননি তারা।
সম্প্রতি সরেজমিন দেবীগঞ্জ উপজেলার মেসার্স এমএস ব্রিকস, মেসার্স কেএসবি ব্রিকস।বোদা উপজেলার মেসার্স এস এ আর ব্রিকস, মেসার্স এম এম এল ব্রিকস, মেসার্স এ এ বি ব্রিকস, মেসার্স বিবি ব্রিকস,মেসার্স এলআরবি ব্রিকস ইট পুড়িয়ে তা বিক্রিও চলছে।অভিযানের পরও এসব ইটভাটার কার্যক্রম বন্ধ না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের।তাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়ার কয়েক দিনের মাথায় আবারও প্রশাসনকে ম্যানেজ করে ইটভাটাগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।নিয়মিত পোড়ানো হচ্ছে ইট।প্রশাসনের নাকের ডগার উপর এসব ইটভাটার চিমনি দিয়ে ধোঁয়া উড়ছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্যে,চলতি মৌসুমে পঞ্চগড়ে মোট ৪৬ টি ইটভাটায় ইট পোড়ানো শুরু হয়।১১ টি ভাটার লাইসেন্স নবায়ন থাকলেও ৩৫ টি ভাটা অবৈধভাবে চলছে।জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১০ টি ভাটায় অভিযান করে ৩ লাখ টাকা জরিমানা,১১ টি ইটভাটার আগুন নিভিয়ে চুলার আংশিক অংশ ভেঙ্গে দেওয়া হয়েছিল এবং পরিবেশ অধিদপ্তরও সদর দপ্তর ঢাকা থেকে ২ টি ভাটায় অভিযান করে ৩২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপুরন ধার্য করা হয়েছিল।
আদালতের আদেশ অমান্য করে ভাটায় ইট পুরানো বিষয়ে মুঠোফোনে বোদা ফুলতলা এলাকার মেসার্স এলআরবি ব্রিকসের প্রোপাইটর আব্দুর রহমান কাছে জানতে চাইলে, এতকিছু ফোনে বলতে না চেয়ে দেখা করতে বলেন।ইটভাটা মালিক সমিতির সভাপতি সফিউল্লাহ সুফি মুঠোফোনে তিনিও কথা বলতে না চেয়ে ফোন কেটে দেন।
পরিবেশে অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক মো.ইউসুফ আলী জানান,অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।বন্ধ ইটভাটা পুনরায় চালু হলে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো.সাবেত আলী জানান,এখনো ভাটায় ইট পুরানো চলার কথা না।এখনতো বর্ষাকাল পরে গেছে, এখন কিভাবে পুড়াচ্ছে।আগেরটাই হয়ত পুড়াচ্ছে।এটা শেষ হলে আর ব্যবসা করতে পারবেনা।হাইকোর্টের যে নির্দেশনা আর করতে পারবেনা।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!