শ্রমিকরাই দেশের অর্থনীতির প্রাণ : আসলাম চৌধুরী
শ্রমিকরাই দেশের অর্থনীতির প্রাণ। তাদের ঘামে শ্রমে দেশের সমৃদ্ধি নিশ্চিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই শ্রম নির্ভর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট ছিলেন। দেশের শ্রমিকদের বাইরে পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার মহাপরিকল্পনার মাধ্যমে দেশকে আমুল বদলে দিয়েছিলেন। বিএনপি তারই শ্রমনীতি বাস্তবায়ন করে দেশকে স্বনির্ভর ও মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠত করতে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।
শুক্রবার (২মে) বিকালে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা শ্রমিক দলের উদ্যোগে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে
পোশাক, কোরআন ও ইসলামিক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আকবরশাহ থানা শ্রমিকদলের সাবেক সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মনজুরুল আলম মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শাহনেওয়াজ চৌধূরী মিনু।
আসলাম চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে আল্লাহর নৈকট্য লাভ সহজ হবে। ভবিষ্যতে শ্রমিক দল আরও বড় পরিসরে রাজনৈতিক সামাজিক ও মানবিক কমকান্ডের মাধ্যমে শহীদ জিয়ার পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাঈনু উদ্দিন চৌধুরী মইনু, নুরুল আকবর কাজল,শামসুল আলম সেক্রেটারি, কুতুব উদ্দিন চৌধূরী, আব্বাস রশিদ, আলহাজ্ব রফিক উদ্দিন, ফরিদ আলম, মোঃ সেলিম, শহীদুল্লাহ বাহার, রায়হান উদ্দিন প্রধান, মিলন, শাহরিয়ার জিয়া, মাহবুব আলম, সকিনা বেগম, ফেরদৌস আলম, শহীদুল ইসলাম সমু, হারুন উর রশিদ, গিয়াসউদ্দিন টুনু, হাসান মাহমুদ, খোরশেদ আলম, ইউসুপ, ছোটন, তৌহিদ, রনি, বাবু, শহীদ, সুজন প্রমূখ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত
ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা
শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার
ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা