যশোর ইপিজেড নির্মাণ কাজ শুরু প্রকল্পের মোট ব্যয় ১৬৭৮কোটি টাকা

প্রকল্প গ্রহণের দীর্ঘ ছয় বছর পর শুরু হয়েছে যশোর ইপিজেড নির্মাণ কাজ। প্রকল্পের ধীরগতি ও জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় স্থানীয়দের মনে অসন্তোষ থাকলেও তারা চান দ্রুত গতিতে প্রকল্পের কাজ শেষ করা হোক। যাতে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে।
২০১৯ সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, মহাকাল, প্রেমবাগ, বালিয়াডাঙ্গা, আমডাঙ্গা, আরাজি বাহিরঘাট, মাগুরা ও রাজাপুর মৌজায় ৫০২ দশমিক ৯০৬ একর জমিতে যশোর ইপিজেড প্রকল্প অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী এ ইপিজেডে ৪৩৮টি প্লট তৈরি করা হবে। যেখানে বিদেশী বিনিয়োগকারীরা তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এতে করে প্রায় দেড় লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ করা হলেও গতি পাচ্ছিলো না ভূমি ও অবকাঠামোগত উন্নয়ন কাজ। অবশেষে দীর্ঘ ছয় বছর পর আরসিসি খাল খননের মধ্যে দিয়ে শুরু হয়েছে সেই প্রকল্প বাস্তবায়নের কাজ। তবে জমি অধিগ্রহণের অধিকাংশ টাকা পরিশোধ না করেই শুরু করা হয়েছে এ কাজ। এতে জমির মালিকগণ অসন্তুষ্ট হলেও তারা চান দ্রুত গতিতে শেষ করা হোক প্রকল্পের কাজ। যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং এতদাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে।
জমি অধিগ্রহণের অধিকাংশ টাকা পরিশোধ না হওয়ার বিষয়ে জানতে চাইলে, যশোর জেলা প্রসাসক মো: আজাহারুল ইসলাম জানান, ক্ষতিপূরণের টাকা দেওয়া চলমান রয়েছে। যাদের কাগজ ঠিক আছে তাদের টাকা ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং যদের জমির মামলা চলমান ও ওয়ারেশদের ভেরতে ঝামেলা রয়েছে সে সমস্যা গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা টাকা দিতে পারিনা।
যশোর ইপিজেড প্রকল্পের প্রকল্প পরিচালক মো: ইউসুফ পাশা জানান, প্রকল্পে ১৬৭৮ কোটি টাকা (জিওবি-১৩২৮ কোটি টাকা ও বেপজার নিজস্ব-৩৫০ কোটি টাকা) ব্যয় ধরা হয়েছে।
তিনি আরো জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় দেড় লক্ষ লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান ও পরোক্ষ আরো তিন লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রতি বছর রপ্তানি হবে প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার। প্রকল্প বাস্তবায়নের ফলে যশোর-খুলনাসহ দেশের দক্ষিণ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
যশোর ইপিজেড প্রকল্পের প্রকল্প পরিচালকের তথ্য মতে, প্রকল্পের মেয়াদ ১লা জানুয়ারি ২০২৪ থেকে ৩১ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যে কাজসমূহ সমাপ্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ
