হালদা নদীতে মা মাছের আনাগোনা ডিম সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন
চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশ অনুকূলে থাকলে মা মাছ নদীতে ডিম ছাড়ার ব্যাপক সম্ভব রয়েছে। নদীর সংযুক্ত খালে অবস্থানকারী মা মাছ গুলো এখন হালদা নদীতে ডিম ছাড়তে অবস্থান করছেন। হালদা পাড়ের জেলেরা বলছেন পরিবেশ অনুকূলে থাকলে আমবশ্যা/পূর্ণিমা জোতে ডিম ছাড়ার সম্ভবনা রয়েছে। তারা আশা করছেন সামনের পূর্নিমার জোতে নদীতে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। এর পূর্বে আমবশ্যা প্রথম জোতে সম্ভাবনা থাকলে কিন্ত ডিম ছাড়েনি।
এরিমধ্য হালদায় বেড়েছে মা-মাছের ব্যাপক আনাগোনা। বজ্রপাতসহ পর্যাপ্ত বৃষ্টি ও পাহাড়ি ঢল সৃষ্টি হলে নদীতে মা মাছ প্রথমে নমুনা ডিম, পরে পূর্ণাঙ্গ ডিম ছাড়বে বলে মনে করছেন তারা।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ডিম সংগ্রহকারীরা ইতোমধ্যে ডিম আহরণের প্রস্তুতি শেষ করেছেন। নদীর দুই পাড়ে জেলেদের ব্যাপক কর্মব্যস্ত লক্ষ করা গেছে। অন্যদিকে ডিম থেকে রেনু পোনা ফুটানোর জন্য সরকারি হ্যাচারির পাশাপাশি ব্যক্তিগত মাটির কুয়া প্রস্তুত সম্পন্ন করেছে ডিম সংগ্রহকারীরা।
হালদা পাড়ের ডিম সংগ্রহকারী মো: শফিউল আলম আমাদের নৌকা ও কূয়া সবকিছু সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষায় আছি ডিম ছাড়ার।তবে অমাবস্যার মধ্যে ডিম ছাড়েনি আশা করছি পূর্ণিমায় পুরোপুরি ডিম দিবে মা মাছ
এবিষয়ে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, প্রচুর পরিমান বৃষ্টিপাতে ফলে পাহাড়ি ঢল নেমে আসলে, মা মাছ ডিম ছাড়ার অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কেবল মা মাছ ডিম ছাড়ে। তবে
হালদায় ডিম সংগ্রকারীরা প্রস্তুতি রয়েছে। হ্যাচারি প্রস্তুত রাখা হয়েছে। পরিবেশ অনুকূলে থাকলে আগামি পুর্ণিমার প্রথম জোতে মা মাছ ডিম ছাড়তে পারে।
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদা নদীতে চলছে মেজর কার্পজাতীয় মাছের ভরা প্রজনন মৌসুম। কিন্তু বজ্রপাতসহ বৃষ্টি না হওয়ায় হালদা নদীতে ডিম ছাড়ার অনুকুল পরিবেশ সৃষ্টি না হওয়ায় বিগত এপ্রিল মাসের দুটি তিথীতে/জো'তে (অমাবস্যার ও পূর্ণিমার) ডিম ছাড়েনি কার্পজাতীয় মা মাছ। হালদার জলজ বাস্তুতন্ত্র কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার উপযোগী কিনা জানতে আমার কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো.মাহমুদুল হাসান স্যার ও প্রদর্শক সুমন শীল স্যার সহগত১লা মে বৃহষ্পতিবার হালদা নদীর স্পনিং গ্রাউন্ডের পানির নমুনা পরীক্ষা করে দেখা যায় পানির বিভিন্ন ভৌত ও রাসায়নিক গুনাবলী আদর্শ মানের মধ্যে রয়েছে। তবে কার্পজাতীয় মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার পানির তাপমাত্রা আদর্শ মানের একটু বেশি রয়েছে। পরিবেশ অনুকুলে থাকলে হালদা নদীতে মেজর কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার আমবশ্যা /পূর্নিমার জোতে সম্ভাবনা রয়েছে।
এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড: শ্রীবাস চন্দ্র চন্দ প্রতিবেদককে জানান,আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করিছি।বজ্রপাতসহ পর্যাপ্ত বৃষ্টি ও পাহাড়ী ঢল নেমে আসলে চলতি মাসের পূর্ণিমার জোঁ'তে (১০ মে- ১৪ মে) না হয় অমাবস্যার জোঁ'তে (২৫ মে- ২৯ মে) হালদা নদীতে মেজর কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে উজানে প্রচুর পরিমান বৃষ্টিপাত হতে হবে।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!
পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)
চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭
গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক
কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের
রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা
কুমিল্লার যানজট সমাধানে ৭ দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে - কুসিক প্রশাসক