কুড়িগ্রামে বীজ আলুর দাম বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও সংবাদ
                                    কুড়িগ্রামে আলু বীজের দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কৃষকেরা।সংবাদ সম্মেলন শেষে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বরাবর একটি স্মারক লিপি জমা দেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির চাষীরা।
রবিবার ৪ মে দুপুরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলন দাবি আদায়ে চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান জানান,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আওতাভুক্ত কুড়িগ্রাম জোনের বীজ আলু উৎপাদনকারী চুক্তিভিত্তিক চাষীগণ বিগত ১০ (দশ) বৎসর যাবৎ বিএডিসিকে চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান করে আসছে। গত বছর আলুর বীজ বিএডিসি থেকে প্রতি কেজি গ্রেড ভেদে দাম নির্ধারিত ছিল ৪৫/৪৬ টাকা।বিক্রি দাম নির্ধারণ করা হয়েছিল গ্রেড ভেদে ৩৩/৩৪/৩৫ টাকা। 
এবছর বিএডিসি থেকে প্রতি কেজি বীজ ক্রয় মূল্য ছিল ৫৮/৬২/৭২ টাকা দরে।ক্রয়কৃত বীজ আলু রোপন, লেবার, সার-সেচ, কীটনাশক ও অন্যান্য খরচ মিলে প্রতি কেজি বীজ উৎপাদন করতে খরচ হচ্ছে প্রায় ৩০ (ত্রিশ) টাকা।
চাষিরা আরো বলেন উৎপাদনকৃত সব আলু বীজ হিসাবে গন্য করা হয় না। অনেক আলু বাদ পরে। এছাড়া আলুর উৎপাদন খরচ বেশি লাগে এবং বীজ আলু একর প্রতি খাওয়া আলু থেকে প্রায় ৯০ (নব্বই) মন কম উৎপাদন হয়।
সব মিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গ্রেড ভিত্তিক উৎপাদিত প্রতি কেজি আলু বীজের দাম এবছর নির্ধারণ করেছে ২৬/২৮ টাকা। যা উৎপাদন খরচের তুলনায় নেহায়েত পক্ষে কম এবং চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান কারী চাষীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। যা চাষিদের পক্ষে উক্ত ক্ষতি পুষিয়ে উঠা কোনভাবেই সম্ভব নয়। 
আজকের এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএডিসি কতৃপক্ষকে প্রতি কেজি বীজ আলুর দাম  ৪০ (চল্লিশ) টাকা কেজি নির্ধারন করার আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন  চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মোঃ আব্দর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, লুৎফর রহমানসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অনান্য চাষীগণ।
এমএসএম / এমএসএম
                মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের কান্ডারি নাসির উদ্দিন আহমেদ মিঠু
                শার্শায় বিএনপির বর্ষীয়ান নেতা সাহাজান আলি আলালের ইন্তেকাল
                এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল
                ঘুষ-দুর্নীতি আর অনিয়মের আখড়া বেড়া নির্বাচন অফিস কার্যালয়
                লাকসামে স্কুলের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
                চট্টগ্রামে ০১(মিরসরাই) এর ধানের শীষের কান্ডারি নুরুল আমিন চেয়ারম্যান
                মোহনগঞ্জে শীতলপাটির পেশা বদলাচ্ছেন কারিগররা
                এনসিপির আখতারের আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা
                বিশ্ব ঐতিহ্যের স্মারক চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পুনঃ নির্মান সময়ের দাবী
                চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন আমিনুল ইসলাম
                দুর্গাপুরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
                মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ইঞ্জিঃ মঈনুল ইসলাম খাঁন শান্ত