ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিয়েছে ফাটল


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:১১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজ শেষ হওয়ার আগেই সড়কে ফাটল দেখা দিয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এলাকাবাসীর চাপে সড়কের কাজ বন্ধ রয়েছে। এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) বলছে সড়ক নির্মানে অনিয়ম হয়নি। তবে কয়েক স্থানে ফাটল দেখা দেয়ায় ইতোমধ্যে ঠিকাদারকে সেগুলো মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গত বছর ১৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা ব্যয়ে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার পর্যস্ত প্রায় নয় কিলোমিটার সড়ক পাকা করার কাজ শুরু হয়। আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামের কুড়িগ্রামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক পাকা করার কাজ পায়। বেলাল নামের স্থানীয় এক ব্যক্তি সড়ক পাকা করার কাজ বাস্তবায়ন করছে।
শহিদ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলে অনুপযোগী থাকার পর পাকা করার কাজ শুরু হয়। পাকা করার ৩ দিন পর সড়কে ফাটল দেখা দিয়েছে। পিচ উঠে যাচ্ছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, সড়ক পাকা করার কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এভাবে সড়কের কাজ করা হলে অচিরেই সড়কটি পুনরায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। সুষ্ঠু তদন্ত করলে অনিয়মগুলো বেড়িয়ে আসবে।
ঠিকাদার বেলাল হোসেন বলেন, সড়ক পাকা করার কাজে অনিয়ম করার সুযোগ নেই। এলজিইডি অফিস সার্বক্ষনিক কাজ মনিটরিং করে। সড়ক পাকা করার পর তা জমাট বাধার আগেই যানবাহন চলাচল করায় ফাটল ও কার্পেটিং উঠে গেছে। ছোটছোট যেসব সমস্যা দেখা দিয়েছে সেগুলো সমাধানের কাজ চলছে।
এলজিইডির ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, সড়ক নির্মানে অনিয়ম হয়নি। কনসালটেন্ট সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সড়কের মাটি ও বিটুমিনের কারণে কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেগুলো মেরামত করতে নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

নির্বাচন নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে : সিলেটে তারেক রহমান