ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

হাটহাজারী পৌরসভায় টসিবিরি র্স্মাট র্কাড না পাওয়ায় বপিাকে হাজারো অসহায় পরবিার


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:৩৬

চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌর সভায় টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় গত চার মাস ধরে হাজার হাজার সুবিধাভোগী অসহায় পরিবার পণ্য ক্রয় করতে না পেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা যায়, হাটহাজারী পৌর সভায় ৯টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডের ২ হাজার ৫ শত ৩২ জনের টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড এখনো সুবিধাভোগীদের হাতে পৌঁছেনি। বাকী সুবিধাভোগীরা টিসিবির নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় ডিলারের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারছে না। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্বজ্ঞান কেই দায়ী করছেন ভুক্তভোগীরা। চার মাস পেরিয়ে গেলেও হাজার হাজার টিসিবির পুরানো কার্ডধারীরা স্মার্ট কার্ড না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এদিকে একে অপরের ওপর দায় চাপাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

পৌরসভা সূত্রে জানা যায়, হাটহাজারী পৌর সভায় ৯টি ওয়ার্ডে টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডধারী ৪ হাজার ৪ শ ৯৯ জনের মধ্যে নতুন স্মার্ট কার্ড সরবরাহ করা হয় ১ হাজার ৯ শ ৬৭ জনকে। বাকি ৪টি ওয়ার্ডে (৩,৭,৮,৯) ২৫৩২ জনের টিসিবি ফ্যামেলী স্মার্ট কার্ড এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছেনি। এবিষয়ে ভুক্তভোগীরা পৌরসভা কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করলেও তারা 'সময় লাগবে, ধীরে ধীরে আসবে,আসলে ফোন দিয়ে জানানো হবে' ইত্যাদি বলে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। 

আবার যে ১৯৬৭ জনের টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড এসেছে তার মধ্যে ১৫৭১ টি স্মার্ট কার্ড কার্যকর (একটিভ) হলেও বাকী ৩৯৬টি স্মার্ট কার্ড অকার্যকর (ননএকটিভ)। যার কারনে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধেকের বেশি টিসিবি নতুন স্মার্ট কার্ড সুবিধাভোগীরা পণ্য ত্রুয় করতে পারছেন না গত চার মাসের অধিক সময় ধরে। 

এ ব্যাপারে জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরি জানান, টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ড যাচাই-বাছাই করে আমরা পাঠিয়েছি। টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডধারীরা পৌর সভায় টিসিবি পুরাতন কার্ড, এনআইডি ফটোকপি ও মোবাইল নম্বর জমা দিয়ে আসছে। আমরা পৌরসভার বাকি ওয়ার্ডে নতুন টিসিবি স্মার্ট কার্ড পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। সারাদেশে টিসিবি নতুন স্মার্ট কার্ড প্রসেসিং কাজ চলছে কিন্তু ধাপে ধাপে আসবে। 

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, সমস্যাটা আমরা যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এই টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডের পরিবর্তে নতুন স্মার্ট কার্ড গুলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়ন্ত্রণ করে থাকে বলেও জানান তিনি। 

এ ব্যাপারে জানতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ন পরিচালক (অফিস প্রধান) মো.শফিকুল ইসলাম এর মুঠোফোনে রিং দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

প্রসঙ্গত, হাটহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৪৯৯টি টিসিবি সুবিধাভোগী পরিবার রয়েছে। চলতি বছরের শুরুতে সুবিধাভোগী পরিবারগুলোর পুরনো কার্ডগুলো নবায়ন করে স্মার্ট কার্ডে পরিবর্তিত করতে জমা নেওয়া হয়। এরপর দীর্ঘ চার মাস পেরিয়ে গেলেও এখনো সব স্মার্ট কার্ড হাতে আসেনি।

এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে