ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

জমি রক্ষায় প্রাণনাশের হুমকি!


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৫-২০২৫ দুপুর ২:১৫

 জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান। তিনি ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন, যাতে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা এবং জমির দখল রক্ষায় আইনি সহায়তা চাওয়া হয়েছে।

মিজানুর রহমান অভিযোগপত্রে উল্লেখ করেন, তার পিতা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন বাচ্চু ১৯৯৩ সালে খাটিয়াবাড়ী মৌজার ১৩৩ ও ১৩৪ খতিয়ানের ৪০১ দাগের আওতাধীন প্রায় ১৪০০ বিঘা সরকারি খাস জমির মধ্য থেকে ৬ একর ৫৩ শতাংশ জমি আব্দুল লতিফ ও জহুরা দম্পতির কাছ থেকে দলিলমূলে ক্রয় করেন। তিনি দীর্ঘদিন ওই জমি ভোগদখলে রাখেন। ১৯৯৮ সালে তার মৃত্যুর পর মিজানুর রহমান, তার মা, পাঁচ ভাই এবং তিন বোনসহ অন্যান্য ওয়ারিশগণ উক্ত জমি ভোগদখলে রেখেছেন।

সম্প্রতি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি উক্ত জমিতে অবৈধভাবে প্রবেশ করে দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন মিজান। জমির মালিকানা দাবি ছাড়াই তারা বিভিন্ন সময় জমিতে কাজ করা লোকজনকে হুমকি দিচ্ছেন এবং জমি ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তাতে কোনো লাভ হয়নি।

লিখিত অভিযোগে তিনি আরও জানান, গত ৫ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে তার বড় ভাই ফজলুল হকের বাড়িতে একদল লোক হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে ছিলেন ফজলুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম ওরফে গিরিংগি জাহাঙ্গীরসহ ৫০ থেকে ৬০ জন সশস্ত্র ব্যক্তি। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া অভিযোগকারীর বিরুদ্ধে থানায় ও আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়।

মিজানুর রহমান বলেন, “আমার বাবা যে জমি আইনগতভাবে কিনেছিলেন, তা আমরা পরিবারসহ দীর্ঘদিন ধরে ভোগ করছি। এখন কিছু প্রভাবশালী ব্যক্তি শক্তি প্রদর্শন করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানেও হুমকি দিয়ে গেছে। আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।”

এ বিষয়ে ফুলছড়ি থানার উপপরিদর্শক আয়নাল হক  বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। যারা ভীতি সৃষ্টি করছে এবং অবৈধভাবে জমি দখল করতে চাইছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

স্থানীয়ভাবে জমির এই বিরোধ দীর্ঘদিনের হলেও সম্প্রতি তা সংঘর্ষের দিকে মোড় নিচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা জানান, বিষয়টি দ্রুত মীমাংসা না হলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে খাস জমির দখল ও মালিকানা নিয়ে এমন বিরোধ নতুন নয়। রাজনৈতিক প্রভাবশালী মহল ও সাধারণ নাগরিকদের মধ্যে জমি নিয়ে বিরোধ বহুদিন ধরেই বিদ্যমান, যা আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ

নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ

মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান

চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ

মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী

শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু

তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন