ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ৩ কিলোমিটার জুড়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১০-৫-২০২৫ বিকাল ৫:৩

পরিবেশ ধ্বংসকারী স্টিল মিল ও ময়লার ভাগাড়ের পোড়া বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ৩ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা। 'কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন' সংগঠনের উদ্যোগে শনিবাররা বেলা ১১ টার দিকে ডেমরা, কোনাপাড়া, মাতুয়াইল ও যাত্রাবাড়ি এলাকার  সড়কের দু'পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় পরিবেশ ধ্বংসকারী স্টীল মিল ও সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় অপসারণের দাবি জানায় বাসিন্দারা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু-কিশোরসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। 
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. ওবায়দুল্লাহ খান হিমু। এ সময় বক্তব্য রাখেন মো. বোরহানউদ্দিন, নাসির আহমেদ, মাসুম বিল্লাহ, সাংবাদিক এম এ নোমান, মাওলানা মামুন, সালামত উল্লাহ, সিদ্দিকুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন ডেমরা-যাত্রাবাড়ি ও মান্ডা এলাকার সচেতন নাগরিকবৃন্দ। 
মানববন্ধনে বক্তারা বলেন, স্টীল মিল ও ভাগাড় থেকে নির্গত কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও সিসার মতো ক্ষতিকর উপাদান মিশে পরিবেশ ও মানবদেহের মারাত্মক ক্ষতি করছে। তারা কঠোর হুঁশিয়ার দিয়ে বলেন, এইসব মিল-কারখানা  দ্রুত সময়ের মধ্যে অন্যত্র সরিয়ে না নিলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে যাব।
স্থানীয় বাসিন্দারা বলেন, এসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, প্রতিদিন ক্লাসে ঢুকতেই চোখে পানি চলে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ধোঁয়ার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্রেণিকক্ষে টিকেই থাকা যায় না। আবদুল মান্নান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রোমান বলেন, প্রতিনিয়ত বিষাক্ত ধোঁয়া সহ্য করতে না পেরে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। ছাত্রদের মধ্যে অনেকেই ইতোমধ্যে শ্বাসকষ্ট, চোখের জ্বালা ও মাথাব্যথার মতো উপসর্গে ভুগছেন। কয়েকজনকে চিকিৎসাও নিতে হয়েছে। 
মানববন্ধনে শাহরিয়ার স্টীল মিল, জহির স্টীল মিল এবং মাতুয়াইলের ময়লার ডিপোসহ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সকল কলকারখানা অবিলম্বে নিরাপদ জোনে সরিয়ে নেওয়ার দাবি জানান হয়।

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ 

নেকাব ইস্যুতে বিএনপি নেতার মন্তব্যে ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতির তীব্র প্রতিবাদ

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময়

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও চাষী মজদুর সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবি

এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার

গুলিস্তান-বঙ্গবাজারে মোজাম্মেল হক মজুর সাড়ে তিন দশকের ‘একচ্ছত্র সাম্রাজ্য’, অতিষ্ঠ ব্যবসায়ীরা

ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি

চকরিয়া প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক এস এম হান্নান শাহর ইন্তেকালে বিএমবিএস চেয়ারম্যানের শোক

উত্তরায় বিসিক পৌষমেলার উদ্বোধন, ‎হস্ত ও কারুপণ্যসহ দেশীয় পণ্যে সমৃদ্ধ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি

শীতার্ত ও অসহায় ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি

রাজধানীতে মদের কারখানা ও আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন

রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক