বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ৩ কিলোমিটার জুড়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

পরিবেশ ধ্বংসকারী স্টিল মিল ও ময়লার ভাগাড়ের পোড়া বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ৩ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা। 'কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন' সংগঠনের উদ্যোগে শনিবাররা বেলা ১১ টার দিকে ডেমরা, কোনাপাড়া, মাতুয়াইল ও যাত্রাবাড়ি এলাকার সড়কের দু'পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় পরিবেশ ধ্বংসকারী স্টীল মিল ও সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় অপসারণের দাবি জানায় বাসিন্দারা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু-কিশোরসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. ওবায়দুল্লাহ খান হিমু। এ সময় বক্তব্য রাখেন মো. বোরহানউদ্দিন, নাসির আহমেদ, মাসুম বিল্লাহ, সাংবাদিক এম এ নোমান, মাওলানা মামুন, সালামত উল্লাহ, সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা-যাত্রাবাড়ি ও মান্ডা এলাকার সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্টীল মিল ও ভাগাড় থেকে নির্গত কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও সিসার মতো ক্ষতিকর উপাদান মিশে পরিবেশ ও মানবদেহের মারাত্মক ক্ষতি করছে। তারা কঠোর হুঁশিয়ার দিয়ে বলেন, এইসব মিল-কারখানা দ্রুত সময়ের মধ্যে অন্যত্র সরিয়ে না নিলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে যাব।
স্থানীয় বাসিন্দারা বলেন, এসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, প্রতিদিন ক্লাসে ঢুকতেই চোখে পানি চলে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ধোঁয়ার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্রেণিকক্ষে টিকেই থাকা যায় না। আবদুল মান্নান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রোমান বলেন, প্রতিনিয়ত বিষাক্ত ধোঁয়া সহ্য করতে না পেরে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। ছাত্রদের মধ্যে অনেকেই ইতোমধ্যে শ্বাসকষ্ট, চোখের জ্বালা ও মাথাব্যথার মতো উপসর্গে ভুগছেন। কয়েকজনকে চিকিৎসাও নিতে হয়েছে।
মানববন্ধনে শাহরিয়ার স্টীল মিল, জহির স্টীল মিল এবং মাতুয়াইলের ময়লার ডিপোসহ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সকল কলকারখানা অবিলম্বে নিরাপদ জোনে সরিয়ে নেওয়ার দাবি জানান হয়।
এমএসএম / এমএসএম

তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে- আফাজ উদ্দিন

তারেক রহমানকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে: মোস্তফা জামান

উত্তরায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে “শুভ মহালয়া” উদযাপিত হবে

উত্তরায় বিএনপি নেতা কফিলউদ্দিন'র মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন'র গণসংযোগ ও পথসভা

পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে বহুতল ভবন নির্মাণ

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে-‘ব্লু ড্রীম’ এর নতুন শাখার উদ্বোধন

যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট
