ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ৩ কিলোমিটার জুড়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১০-৫-২০২৫ বিকাল ৫:৩

পরিবেশ ধ্বংসকারী স্টিল মিল ও ময়লার ভাগাড়ের পোড়া বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ৩ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা। 'কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন' সংগঠনের উদ্যোগে শনিবাররা বেলা ১১ টার দিকে ডেমরা, কোনাপাড়া, মাতুয়াইল ও যাত্রাবাড়ি এলাকার  সড়কের দু'পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় পরিবেশ ধ্বংসকারী স্টীল মিল ও সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় অপসারণের দাবি জানায় বাসিন্দারা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু-কিশোরসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। 
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. ওবায়দুল্লাহ খান হিমু। এ সময় বক্তব্য রাখেন মো. বোরহানউদ্দিন, নাসির আহমেদ, মাসুম বিল্লাহ, সাংবাদিক এম এ নোমান, মাওলানা মামুন, সালামত উল্লাহ, সিদ্দিকুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন ডেমরা-যাত্রাবাড়ি ও মান্ডা এলাকার সচেতন নাগরিকবৃন্দ। 
মানববন্ধনে বক্তারা বলেন, স্টীল মিল ও ভাগাড় থেকে নির্গত কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও সিসার মতো ক্ষতিকর উপাদান মিশে পরিবেশ ও মানবদেহের মারাত্মক ক্ষতি করছে। তারা কঠোর হুঁশিয়ার দিয়ে বলেন, এইসব মিল-কারখানা  দ্রুত সময়ের মধ্যে অন্যত্র সরিয়ে না নিলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে যাব।
স্থানীয় বাসিন্দারা বলেন, এসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, প্রতিদিন ক্লাসে ঢুকতেই চোখে পানি চলে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ধোঁয়ার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্রেণিকক্ষে টিকেই থাকা যায় না। আবদুল মান্নান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রোমান বলেন, প্রতিনিয়ত বিষাক্ত ধোঁয়া সহ্য করতে না পেরে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। ছাত্রদের মধ্যে অনেকেই ইতোমধ্যে শ্বাসকষ্ট, চোখের জ্বালা ও মাথাব্যথার মতো উপসর্গে ভুগছেন। কয়েকজনকে চিকিৎসাও নিতে হয়েছে। 
মানববন্ধনে শাহরিয়ার স্টীল মিল, জহির স্টীল মিল এবং মাতুয়াইলের ময়লার ডিপোসহ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সকল কলকারখানা অবিলম্বে নিরাপদ জোনে সরিয়ে নেওয়ার দাবি জানান হয়।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন