‘অভয়নগর ব্লাড ব্যাংক’র এক দশক পূর্তি
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়নগর ব্লাড ব্যাংক’র এক দশক পূর্তি উপলক্ষে ভবদহ এলাকার ২০০ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, ঢাকা বারডেম হাসপাতালের গাইনি ও অবস ডা. ফারহানা মিতু, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ডা. নিয়ামত মুন্সী, রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের ডা. রাকিবুল ইসলাম, ঢাকা ইউনাইটেড হাসপাতালের সিনিয়র হাউজ অফিসার (আইসিইউ) ডা. কাজী নওফেল হায়দার, যশোর সদর হাসপাতালের ডেন্টিস্ট মনোয়ার মোর্শেদ নয়ন।
চিকিৎসাসেবা নিতে আসা বৃদ্ধা জয়ন্তী বালা বলেন, ‘ভবদহের জলাবদ্ধ এলাকায় বসবাস। ডাক্তার দেখানো ও ওষুধ কিনতে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। আজ অভয়নগর ব্লাড ব্যাংক সুন্দলী ইউনিয়নে এসে বিনামূল্যে চিকিৎসাসেবার সঙ্গে ওষুধ দিয়েছে। আশাকরি উপকৃত হবো।’
ভবদহ এলাকার ৯৬ গ্রামের রণজিৎ কুমার বলেন, ‘ফ্রি পরীক্ষা করে নিশ্চিত হলাম আমার ডায়াবেটিস হয়নি। প্রেসারও স্বাভাবিক। তবে কিছু সমস্যা ধরা পড়ায় ফ্রি ওষুধ পেয়েছি। এত সুন্দর আয়োজনের জন্য অভয়নগর ব্লাড ব্যাংকের সদস্যদের ধন্যবাদ জানিয়েছি। বার বার এমন আয়োজন করার আহবানও করেছি।’
এ ব্যাপারে অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়নগর ব্লাড ব্যাংক’ সফলতার সঙ্গে দশ বছর অতিক্রম করে ১১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সামাজিক কাজের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার (১০ মে) ভবদহের সুন্দলী ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা, পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে। যেমন দাঁত, গাইনোকলোজিক্যাল, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, উচ্চতা অনুযায়ী সঠিক ওজন নির্ধারণ এবং পুষ্টি বিষয়ক পরামর্শসহ বিভিন্ন ধরণের সেবা দেওয়া হয়েছে। এছাড়া রোগীদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেওয়া হয়েছে। এ ধরণের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে অভয়নগর ব্লাড ব্যাংক।
এমএসএম / এমএসএম
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র