ভূয়া ডাক্তারের মানহীন সেবায় গাজীপুরের সাধারণ মানুষ
ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য বর্তমানে এক ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। গাজীপুর জেলায়, যাঁরা প্রকৃত অর্থে চিকিৎসক নন, তাঁরা মিথ্যা পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। এমন তথ্য পাওয়া যায় গাজীপুর জেলার, শ্রীপুর উপজেলায়,রাজেন্দ্রপুর বাজার আজিজ ফার্মেসিতে চিকিৎসক মোঃ আব্দুল হাই ডিএমএফ (ঢাকা) তিনি চেম্বার বসিয়ে নিয়মিত রোগী দেখছেন । এমনকি রোগীদের মোটা অংকের ফি দিতে হচ্ছে তাকে। শুধু তাই নয় তিনি অপ্রয়োজনীয় পরীক্ষা করিয়ে হাতিয়ে নিচ্ছেন ক্লিনিক থেকে কমিশন।
এ বিষয়ে আব্দুল হাই মাসুমের মুঠোফোনে ফোন দিলে চিকিৎসার বিষয়ে কোনো বক্তব্য দেননি। তিনি উল্টো অভিযোগ করে বলেন গাজীপুর জেলায় অহরহর চলতেছে শুধু আমাকেই দেখতেছেন কেন। তার বক্তব্য মতে খোঁজ নিয়ে দেখা যায় গাজীপুর জেলার,বিভিন্ন স্থানে ভুয়া চিকিৎসকে পরিপূর্ণ শুধু তাই নয় ক্লিনিক, ডায়গনিক সেন্টার বসিয়ে চিকিৎসার প্রতারণা করে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে।
আর এই প্রতারণার শিকার সাধারণ মানুষ চিকিৎসার আশায় ভুল পথে পরিচালিত হচ্ছেন। তাঁরা ভুল চিকিৎসা, অপ্রয়োজনীয় পরীক্ষা এবং ভুয়া অপারেশনের শিকার হয়ে শারীরিক জটিলতায় সৃষ্টি হওয়ার আগে এর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।বলে মনে করেন এলাকার সচেতন মানুষ। আরো বলেন ভুয়া চিকিৎসকদের কার্যক্রম শহর ও গ্রাম উভয় স্থানেই সক্রিয়। তবে গ্রামীণ এলাকায় তাঁদের প্রভাব তুলনামূলক বেশি।
গ্রামাঞ্চলের মানুষ প্রায়ই স্বল্প খরচে এবং সহজলভ্য চিকিৎসার জন্য তাঁদের শরণাপন্ন হন। এসব চিকিৎসক ভুল ওষুধের পরামর্শ দেন, ভুয়া অপারেশন করেন, এমনকি অনেক সময় অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করেন। ফলশ্রুতিতে রোগীরা আরোগ্যের বদলে আরও অসুস্থ হয়ে পড়েন।
এই বিষয়ে শ্রীপুর উপজেলা ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন আমি জানতে পেরেছি আমার এলাকায় এরকম কিছু প্রতিষ্ঠান চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অবশ্যই অতি দ্রুত ব্যবস্থা নিব বলে গণমাধ্যম আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা
"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"
পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক
রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত
কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার
বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক
৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা