ভূয়া ডাক্তারের মানহীন সেবায় গাজীপুরের সাধারণ মানুষ

ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য বর্তমানে এক ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। গাজীপুর জেলায়, যাঁরা প্রকৃত অর্থে চিকিৎসক নন, তাঁরা মিথ্যা পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। এমন তথ্য পাওয়া যায় গাজীপুর জেলার, শ্রীপুর উপজেলায়,রাজেন্দ্রপুর বাজার আজিজ ফার্মেসিতে চিকিৎসক মোঃ আব্দুল হাই ডিএমএফ (ঢাকা) তিনি চেম্বার বসিয়ে নিয়মিত রোগী দেখছেন । এমনকি রোগীদের মোটা অংকের ফি দিতে হচ্ছে তাকে। শুধু তাই নয় তিনি অপ্রয়োজনীয় পরীক্ষা করিয়ে হাতিয়ে নিচ্ছেন ক্লিনিক থেকে কমিশন।
এ বিষয়ে আব্দুল হাই মাসুমের মুঠোফোনে ফোন দিলে চিকিৎসার বিষয়ে কোনো বক্তব্য দেননি। তিনি উল্টো অভিযোগ করে বলেন গাজীপুর জেলায় অহরহর চলতেছে শুধু আমাকেই দেখতেছেন কেন। তার বক্তব্য মতে খোঁজ নিয়ে দেখা যায় গাজীপুর জেলার,বিভিন্ন স্থানে ভুয়া চিকিৎসকে পরিপূর্ণ শুধু তাই নয় ক্লিনিক, ডায়গনিক সেন্টার বসিয়ে চিকিৎসার প্রতারণা করে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে।
আর এই প্রতারণার শিকার সাধারণ মানুষ চিকিৎসার আশায় ভুল পথে পরিচালিত হচ্ছেন। তাঁরা ভুল চিকিৎসা, অপ্রয়োজনীয় পরীক্ষা এবং ভুয়া অপারেশনের শিকার হয়ে শারীরিক জটিলতায় সৃষ্টি হওয়ার আগে এর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।বলে মনে করেন এলাকার সচেতন মানুষ। আরো বলেন ভুয়া চিকিৎসকদের কার্যক্রম শহর ও গ্রাম উভয় স্থানেই সক্রিয়। তবে গ্রামীণ এলাকায় তাঁদের প্রভাব তুলনামূলক বেশি।
গ্রামাঞ্চলের মানুষ প্রায়ই স্বল্প খরচে এবং সহজলভ্য চিকিৎসার জন্য তাঁদের শরণাপন্ন হন। এসব চিকিৎসক ভুল ওষুধের পরামর্শ দেন, ভুয়া অপারেশন করেন, এমনকি অনেক সময় অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করেন। ফলশ্রুতিতে রোগীরা আরোগ্যের বদলে আরও অসুস্থ হয়ে পড়েন।
এই বিষয়ে শ্রীপুর উপজেলা ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন আমি জানতে পেরেছি আমার এলাকায় এরকম কিছু প্রতিষ্ঠান চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অবশ্যই অতি দ্রুত ব্যবস্থা নিব বলে গণমাধ্যম আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক হেনস্তার শিকার

পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ
