ভূয়া ডাক্তারের মানহীন সেবায় গাজীপুরের সাধারণ মানুষ
ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য বর্তমানে এক ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। গাজীপুর জেলায়, যাঁরা প্রকৃত অর্থে চিকিৎসক নন, তাঁরা মিথ্যা পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। এমন তথ্য পাওয়া যায় গাজীপুর জেলার, শ্রীপুর উপজেলায়,রাজেন্দ্রপুর বাজার আজিজ ফার্মেসিতে চিকিৎসক মোঃ আব্দুল হাই ডিএমএফ (ঢাকা) তিনি চেম্বার বসিয়ে নিয়মিত রোগী দেখছেন । এমনকি রোগীদের মোটা অংকের ফি দিতে হচ্ছে তাকে। শুধু তাই নয় তিনি অপ্রয়োজনীয় পরীক্ষা করিয়ে হাতিয়ে নিচ্ছেন ক্লিনিক থেকে কমিশন।
এ বিষয়ে আব্দুল হাই মাসুমের মুঠোফোনে ফোন দিলে চিকিৎসার বিষয়ে কোনো বক্তব্য দেননি। তিনি উল্টো অভিযোগ করে বলেন গাজীপুর জেলায় অহরহর চলতেছে শুধু আমাকেই দেখতেছেন কেন। তার বক্তব্য মতে খোঁজ নিয়ে দেখা যায় গাজীপুর জেলার,বিভিন্ন স্থানে ভুয়া চিকিৎসকে পরিপূর্ণ শুধু তাই নয় ক্লিনিক, ডায়গনিক সেন্টার বসিয়ে চিকিৎসার প্রতারণা করে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে।
আর এই প্রতারণার শিকার সাধারণ মানুষ চিকিৎসার আশায় ভুল পথে পরিচালিত হচ্ছেন। তাঁরা ভুল চিকিৎসা, অপ্রয়োজনীয় পরীক্ষা এবং ভুয়া অপারেশনের শিকার হয়ে শারীরিক জটিলতায় সৃষ্টি হওয়ার আগে এর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।বলে মনে করেন এলাকার সচেতন মানুষ। আরো বলেন ভুয়া চিকিৎসকদের কার্যক্রম শহর ও গ্রাম উভয় স্থানেই সক্রিয়। তবে গ্রামীণ এলাকায় তাঁদের প্রভাব তুলনামূলক বেশি।
গ্রামাঞ্চলের মানুষ প্রায়ই স্বল্প খরচে এবং সহজলভ্য চিকিৎসার জন্য তাঁদের শরণাপন্ন হন। এসব চিকিৎসক ভুল ওষুধের পরামর্শ দেন, ভুয়া অপারেশন করেন, এমনকি অনেক সময় অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করেন। ফলশ্রুতিতে রোগীরা আরোগ্যের বদলে আরও অসুস্থ হয়ে পড়েন।
এই বিষয়ে শ্রীপুর উপজেলা ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন আমি জানতে পেরেছি আমার এলাকায় এরকম কিছু প্রতিষ্ঠান চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অবশ্যই অতি দ্রুত ব্যবস্থা নিব বলে গণমাধ্যম আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে তৃণমূল ক্রিকেটারদের সঙ্গে আসিফ আকবর
ঈশ্বরদীর আরামবাড়িয়ায় সালমান লাইব্রেরীর পক্ষ থেকে ১৪ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
শেরপুরে বিএনপি নেতা তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
মনপুরায় মাছ রাখার একটি প্লাষ্টিকের কন্টিনার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ১০
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের কর্মসূচি পালন
নড়াইলের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা
কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ