হাতিয়ার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকার

নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অভিযোগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড। অভিযানে ৩০ জন জেলেকে আটক ও আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের প্রায় ১ হাজার ৬০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ল্যাফটেনেনট কমান্ডার হারুন অর রশিদ।
রোববার (১১ মে) ভোররাতে হাতিয়ার মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ট্রলার দুটি আটক করে। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্র থেকে তীরে ফেরা দুটি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মাছ পাওয়া গেলে ট্রলারসহ ৩০ জন জেলেকে আটক করে তমরদ্দি কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ট্রলার দুটিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক জেলেদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, “সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আইন ২০২০ অনুযায়ী প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময়টি মাছের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, “নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ
