ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ৪:৩৭

হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত বিশ জন যাত্রী আহত হয়েছে। 

রবিবার (১১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চবি ২নং গেইটের পরে ১১ মাইল নামক এলাকায় হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  রবিবার সকালের দিকে চট্টগ্রামের অক্সিজেন বাস স্টেশন থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শাহজালাল নামক বাসটি (চট্টমেট্টো জ-০৫০০৯৬) উল্লেখিত এগারো মাইলস্থ স্থানটি অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের অন্তত বিশ জন যাত্রী আহত হয়৷ পরে আশে পাশের লোকজন ও পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিযে দেন। এদের মধ্যে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সমারন্দন নাথ (৭০), নুর জাহান (৫৫), জাহানারা বেগম (৬০), রাকিব (১৬) এবং অজ্ঞাত এক যাত্রীসহ মোট পাঁচজন কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ দুর্ঘটনায় আহত অন্যান্য হলেন, ওসমান গনি (৫০), সাইমুন (২২),  সাব্বির (১১), ইউছুপ (৪৮), নিলু বালা (৮০), রতন কুমার চৌধুরী (৫৮), প্রকাশ মল্লিক (৬৩), সাহেদ (২১)সহ  অজ্ঞাত আরো কযেকজনকে নিকটতম প্রাইভেট হাসপাতাল ও ফার্মাসিতে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাসুমা আকতার জানান, বাস দুর্ঘটনায় আহত বেশ কযেকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল্লাহ হাওলাদার আসাদ এ প্রতিবেদক কে জানান,  দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কি কারনে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে জানানো সম্ভব হবে। আর দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক

কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের

রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা

কুমিল্লার যানজট সমাধানে ৭ দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে - কুসিক প্রশাসক

বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট