ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেইঃ মির্জা আব্বাস


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৫-৫-২০২৫ রাত ১০:১২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেই। যারা করেছিল তাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল থেকে বহিষ্কার করেছেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছি, কিন্তু এখন কোনো দলের মধ্যে চাঁদাবাজি নাই। এ সরকারের সাঙ্গোপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির এখনোও সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু রয়েছে। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক বিভাগ কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, কিন্তু এখনও বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের কথা হচ্ছে, তাহলে এখন চাঁদাবাজি করছে কারা। বিএনপি ত ক্ষমতায় নাই, বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। এ সময় বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন যে চাঁদাবাজ, দখলদার যেখানেই রয়েছে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক, এবার সে যে দলেরই হোক না কেন। গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা প্রাচার হয়েছে। এই অত্যাচারের কারণে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, তারাও হাজার হাজার কোটি টাকা প্রাচার করেছে, কিন্তু এখনো আমরা প্রাচারকারীর পাল্লায় রয়েছি।

এই সময় দলীয় ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে "দলকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সকলকে  আন্তরিকভাবে সদস্য নবায়ন কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।" 

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা  অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই সময় অন্যান্য নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে দলের প্রাথমিক সদস্য তালিকা হালনাগাদ করা সম্ভব হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ড আরও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

এমএসএম / এমএসএম

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

জুড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন