ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ডিএমপির এপ্রিল মাসিক পর্যালোচনায় ট্রাফিকে শ্রেষ্ঠ উত্তরা বিভাগের ডিসি আনোয়ার সাঈদ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-৫-২০২৫ রাত ৯:৫১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আনোয়ার সাঈদ। ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষ নেতৃত্ব, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখায় তিনি এ সম্মাননা লাভ করেন।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আনোয়ার সাঈদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মাঝে তার কাজের প্রশংসা উঠে আসে বারবার।

ডিসি আনোয়ার সাঈদের নেতৃত্বে উত্তরা ট্রাফিক বিভাগ শুধু যান চলাচলই স্বাভাবিক রাখেনি, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনায় থাকা বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সক্ষম হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ ও অফিস পাড়ায় তার বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ও জনবান্ধব কর্মসূচিগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে।

এছাড়াও সভায় এপ্রিল মাসের সামগ্রিক মূল্যায়নে অপরাধ বিভাগে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ, শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে উত্তরা পশ্চিম থানা। এ নিয়ে অপরাধ, থানা ও ট্রাফিক—তিন বিভাগেই শীর্ষ অবস্থানে উঠে এসেছে উত্তরা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন রমনা জোনের এএসপি মো. আব্দুল্লাহ আল মামুন। এসআই পদে যৌথভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন আদাবর থানার এসআই মো. কবির উদ্দিন এবং ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান।

এএসআই পর্যায়ে যাত্রাবাড়ী থানার আক্তারুজ্জামান মন্ডল পলাশ ও মুগদা থানার আমিরুল ইসলাম হয়েছেন শ্রেষ্ঠ। গোয়েন্দা বিভাগে ডিবি-রমনা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে, আর শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন ডিবি-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসান চৌধুরী।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড দ্রুততম সময়ের মধ্যে উদঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য শাহবাগ থানার সংশ্লিষ্ট টিমকে নগদ এক লক্ষ টাকার বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিসি আনোয়ার সাঈদের এই অর্জন প্রমাণ করে, দক্ষ নেতৃত্ব ও পেশাদারিত্ব থাকলে রাজধানীর মতো ব্যস্ত এলাকায়ও ট্রাফিক ব্যবস্থাপনা সফলভাবে পরিচালনা করা সম্ভব।

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক