ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ডিএমপির এপ্রিল মাসিক পর্যালোচনায় ট্রাফিকে শ্রেষ্ঠ উত্তরা বিভাগের ডিসি আনোয়ার সাঈদ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-৫-২০২৫ রাত ৯:৫১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আনোয়ার সাঈদ। ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষ নেতৃত্ব, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখায় তিনি এ সম্মাননা লাভ করেন।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আনোয়ার সাঈদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মাঝে তার কাজের প্রশংসা উঠে আসে বারবার।

ডিসি আনোয়ার সাঈদের নেতৃত্বে উত্তরা ট্রাফিক বিভাগ শুধু যান চলাচলই স্বাভাবিক রাখেনি, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনায় থাকা বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সক্ষম হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ ও অফিস পাড়ায় তার বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ও জনবান্ধব কর্মসূচিগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে।

এছাড়াও সভায় এপ্রিল মাসের সামগ্রিক মূল্যায়নে অপরাধ বিভাগে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ, শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে উত্তরা পশ্চিম থানা। এ নিয়ে অপরাধ, থানা ও ট্রাফিক—তিন বিভাগেই শীর্ষ অবস্থানে উঠে এসেছে উত্তরা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন রমনা জোনের এএসপি মো. আব্দুল্লাহ আল মামুন। এসআই পদে যৌথভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন আদাবর থানার এসআই মো. কবির উদ্দিন এবং ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান।

এএসআই পর্যায়ে যাত্রাবাড়ী থানার আক্তারুজ্জামান মন্ডল পলাশ ও মুগদা থানার আমিরুল ইসলাম হয়েছেন শ্রেষ্ঠ। গোয়েন্দা বিভাগে ডিবি-রমনা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে, আর শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন ডিবি-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসান চৌধুরী।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড দ্রুততম সময়ের মধ্যে উদঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য শাহবাগ থানার সংশ্লিষ্ট টিমকে নগদ এক লক্ষ টাকার বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিসি আনোয়ার সাঈদের এই অর্জন প্রমাণ করে, দক্ষ নেতৃত্ব ও পেশাদারিত্ব থাকলে রাজধানীর মতো ব্যস্ত এলাকায়ও ট্রাফিক ব্যবস্থাপনা সফলভাবে পরিচালনা করা সম্ভব।

এমএসএম / এমএসএম

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান