বড়লেখায় শাহবাজপুর-থানা বাজার সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর-দৌলতপুর-থানাবাজার বেহাল সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বুধবার বিকেলে শাহবাজপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উত্তর শাহবাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও শ্রমিক ঐক্য পরিষদ এই মানববন্ধনের আয়োজন করেন। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। যার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। স্থানীয়রা বিভিন্ন সময় সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও প্রতিকার মিলেনি।
শাহবাজপুর বাজারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন পূর্ববাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি হেলাল উদ্দিন। ছাত্রনেতা ছাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কাওছার হামিদ ছুন্নাহ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইমদাদুর রহমান, শ্রমিক নেতা নজির উদ্দীন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলিম উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ইসলামি ছাত্র শিবিরের বড়লেখা উত্তর শাখার সাধারণ সম্পাদক হানজালা আহমদ, শাহবাজপুর কলেজ শিবিরের সভাপতি আবুল আজাদ সাজু প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, শাহবাজপুর-থানাবাজার সড়কটি জনগুরুত্বপূর্ণ। এটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। কয়েকবছর পার হলেও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের জন্য এই সড়ক দিয়ে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি মেরামতের বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েও কোনো লাভ হয়নি। শুধু তারা আশ্বাসই দিয়েছেন। কিন্তু তা বাস্তবায়ন করেননি। বক্তারা অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানান। অন্যতায় কঠোর কর্মসূচি দেবেন বলে হুশিয়ারি দিয়েছেন।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
